ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পৌর শহরে নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে তিন চাকার যান ইজিবাইক। স্থানীয়রা বলছেন, ইজিবাইকের চালকদের ট্রাফিক সিগন্যাল অমান্য, যত্রতত্র পার্কিংয়ে বেড়েছে দুর্ভোগ। পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনা। স্থানীয় প্রভাবশালী একটি মহলের মদদ থাকায় এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ইজিবাইক চালক ও এ ব্যবসার সঙ্গে জড়িতদের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ পৌরবাসীর।
একাধিক পৌর বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরের পোস্ট অফিস মোড়, আরাপপুর, সদর হাসপাতাল গেট, নতুন হাটখোলা সড়কে প্রতিদিন শত শত ইজিবাইক চলে। শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে দিনের অধিকাংশ সময় সড়কের অর্ধেকটা জুড়ে দাঁড়িয়ে থাকে এসব যান। বিশেষত সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার ইজিবাইকের কারণে সৃষ্ট যানজট অনেক বেড়ে যায়।
আরও জানা গেছে, যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠান ইজিবাইকের চালকেরা। ইজিবাইকের সংখ্যা অত্যধিক হওয়ায় শহরের যানজট ক্রমশই অসহনীয় হয়ে উঠছে। অথচ এ পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
গতকাল সোমবার ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়, আরাপপুর, সদর হাসপাতাল গেট, নতুন হাটখোলা ঘুরে দেখা গেছে, এসব এলাকার সড়কে শত শত ইজিবাইক চলছে। এমনকি মহাসড়কে চলাচলের বৈধতা না থাকলেও খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ-কুষ্টিয়া অংশেও ইজিবাইক চলছে।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পৌর শহরে লাইসেন্সকৃত ইজিবাইকের সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ টি। কিন্তু পৌর এলাকায় চলাচলকারী ইজিবাইকের সংখ্যা প্রায় ৭ হাজারের মতো। পৌর এলাকার পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকেও প্রতিদিন চালকেরা ইজিবাইক নিয়ে চলে আসেন পৌর শহরে।
এদিকে ঝিনাইদহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তথ্য মতে, এক বছরে পৌর সদর এলাকায় ৫২টি দুর্ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৫ জনের, আহত হয়েছে শতাধিক। এসব দুর্ঘটনার ৬০ ভাগই ঘটেছে ইজিবাইকের কারণে।
শহরে চলাচলকারী হাসান আলী বলেন, ‘বয়স ৫০ বছর পার হয়েছে। ১০ বছর আগেও শহরে এত ইজিবাইক ও যানজট ছিল না। কিন্তু এখন ইজিবাইকের কারণে সৃষ্ট যানজটের কারণে শহরে ঢুকতেই বিরক্ত লাগে কষ্ট লাগে। ট্রাফিক পুলিশদের সামনেই ইজিবাইকচালকেরা পৌরশহরের বিভিন্ন সড়কের অর্ধেকের বেশি দখল করে দাঁড়িয়ে থাকে। অবস্থা দেখে মনে হয়, এ পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরা প্রশাসনের লোকজনকে হাত করে রেখেছে।
শহরের পায়রা চত্বরে ট্রাফিক বক্সের সামনে যাত্রী নামানোর সময় ইজি বাইক চালক মহিতোষ নন্দী বলেন, ‘পৌর এলাকায় ইজিবাইক চালাতে ১ বছরের জন্য ৫ হাজার টাকা দিয়ে অনুমোদন নিয়েছি। আমাদের পার্কিংয়ের জায়গা নেই। বাধ্য হয়ে যাত্রী ওঠানো-নামানোর জন্য যেখানে-সেখানে দাঁড়াতে হয়। মাঝেমধ্যে ট্রাফিক পুলিশ বাধা দেয়।’
হাটগোপালপুর থেকে আসা ইজিবাইক চালক হাবিবুর রহমান বলেন, ‘পেটের দায়ে ইজিবাইক চালাই। দিনে ৮০০-৯০০ টাকা রোজগার হয়। কিন্তু ইজিবাইক না চালালে কি করে খাব, পরিবারের ভরন পোষণ করব কীভাবে। বাধ্য হয়েই রোজগারে আশায় ইজিবাইক নিয়েই প্রতিদিন হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরে চলে আসি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘ঝিনাইদহ শহরে দিন দিন ইজিবাইকের সংখ্যা বাড়ছে। এর পেছনে স্থানীয় প্রভাবশালী একটি মহলের মদদ রয়েছে। প্রশাসন ও পুলিশকে হাত করে তাঁরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে ট্রাফিক পুলিশও এ পরিবহন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে অনেকটাই হিমশিম খাচ্ছে।’
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শামীমুল ইসলাম বলেন, পৌর সদর এলাকায় ঘটা সড়ক দুর্ঘটনার মধ্যে শতকরা ৬০ ভাগের পেছনে কোনো না কোনোভাবে দায়ী ইজিবাইক। তা ছাড়া আমরা যখন আগুন নেভাতে বা দুর্ঘটনা থেকে কাউকে উদ্ধার করতে যাই তখন ইজিবাইকের কারণে সৃষ্ট যানজটের কারণে পৌর শহর পার হতেই অনেক সময় ক্ষেপণ হয়।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘পৌর সদরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়সহ সব জায়গায় ট্রাফিক সার্জেন্টরা পুলিশ সদস্যদের নিয়ে ইজিবাইকের যানজট নিরসনে কাজ করে চলেছে।’
পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম বলেন, ‘ইজিবাইকে একেবারে বন্ধ করা সম্ভব না। তবে ইজিবাইকের কারণে যেসব সমস্যা হচ্ছে তা পর্যায়ক্রমে সমাধানের উপায় বের করার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা ইজিবাইকের কারণে যাতে দুর্ঘটনা না ঘটে সে জন্য সড়কের ডান পাশ দিয়ে যাত্রী নামানো বন্ধ করতে বেড় (বাধা) তৈরি করে দিতে মাইকিং শুরু করেছি।’
ঝিনাইদহ পৌর শহরে নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে তিন চাকার যান ইজিবাইক। স্থানীয়রা বলছেন, ইজিবাইকের চালকদের ট্রাফিক সিগন্যাল অমান্য, যত্রতত্র পার্কিংয়ে বেড়েছে দুর্ভোগ। পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনা। স্থানীয় প্রভাবশালী একটি মহলের মদদ থাকায় এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ইজিবাইক চালক ও এ ব্যবসার সঙ্গে জড়িতদের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ পৌরবাসীর।
একাধিক পৌর বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরের পোস্ট অফিস মোড়, আরাপপুর, সদর হাসপাতাল গেট, নতুন হাটখোলা সড়কে প্রতিদিন শত শত ইজিবাইক চলে। শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে দিনের অধিকাংশ সময় সড়কের অর্ধেকটা জুড়ে দাঁড়িয়ে থাকে এসব যান। বিশেষত সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার ইজিবাইকের কারণে সৃষ্ট যানজট অনেক বেড়ে যায়।
আরও জানা গেছে, যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠান ইজিবাইকের চালকেরা। ইজিবাইকের সংখ্যা অত্যধিক হওয়ায় শহরের যানজট ক্রমশই অসহনীয় হয়ে উঠছে। অথচ এ পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
গতকাল সোমবার ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়, আরাপপুর, সদর হাসপাতাল গেট, নতুন হাটখোলা ঘুরে দেখা গেছে, এসব এলাকার সড়কে শত শত ইজিবাইক চলছে। এমনকি মহাসড়কে চলাচলের বৈধতা না থাকলেও খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ-কুষ্টিয়া অংশেও ইজিবাইক চলছে।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পৌর শহরে লাইসেন্সকৃত ইজিবাইকের সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ টি। কিন্তু পৌর এলাকায় চলাচলকারী ইজিবাইকের সংখ্যা প্রায় ৭ হাজারের মতো। পৌর এলাকার পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকেও প্রতিদিন চালকেরা ইজিবাইক নিয়ে চলে আসেন পৌর শহরে।
এদিকে ঝিনাইদহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তথ্য মতে, এক বছরে পৌর সদর এলাকায় ৫২টি দুর্ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৫ জনের, আহত হয়েছে শতাধিক। এসব দুর্ঘটনার ৬০ ভাগই ঘটেছে ইজিবাইকের কারণে।
শহরে চলাচলকারী হাসান আলী বলেন, ‘বয়স ৫০ বছর পার হয়েছে। ১০ বছর আগেও শহরে এত ইজিবাইক ও যানজট ছিল না। কিন্তু এখন ইজিবাইকের কারণে সৃষ্ট যানজটের কারণে শহরে ঢুকতেই বিরক্ত লাগে কষ্ট লাগে। ট্রাফিক পুলিশদের সামনেই ইজিবাইকচালকেরা পৌরশহরের বিভিন্ন সড়কের অর্ধেকের বেশি দখল করে দাঁড়িয়ে থাকে। অবস্থা দেখে মনে হয়, এ পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরা প্রশাসনের লোকজনকে হাত করে রেখেছে।
শহরের পায়রা চত্বরে ট্রাফিক বক্সের সামনে যাত্রী নামানোর সময় ইজি বাইক চালক মহিতোষ নন্দী বলেন, ‘পৌর এলাকায় ইজিবাইক চালাতে ১ বছরের জন্য ৫ হাজার টাকা দিয়ে অনুমোদন নিয়েছি। আমাদের পার্কিংয়ের জায়গা নেই। বাধ্য হয়ে যাত্রী ওঠানো-নামানোর জন্য যেখানে-সেখানে দাঁড়াতে হয়। মাঝেমধ্যে ট্রাফিক পুলিশ বাধা দেয়।’
হাটগোপালপুর থেকে আসা ইজিবাইক চালক হাবিবুর রহমান বলেন, ‘পেটের দায়ে ইজিবাইক চালাই। দিনে ৮০০-৯০০ টাকা রোজগার হয়। কিন্তু ইজিবাইক না চালালে কি করে খাব, পরিবারের ভরন পোষণ করব কীভাবে। বাধ্য হয়েই রোজগারে আশায় ইজিবাইক নিয়েই প্রতিদিন হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরে চলে আসি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘ঝিনাইদহ শহরে দিন দিন ইজিবাইকের সংখ্যা বাড়ছে। এর পেছনে স্থানীয় প্রভাবশালী একটি মহলের মদদ রয়েছে। প্রশাসন ও পুলিশকে হাত করে তাঁরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে ট্রাফিক পুলিশও এ পরিবহন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে অনেকটাই হিমশিম খাচ্ছে।’
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শামীমুল ইসলাম বলেন, পৌর সদর এলাকায় ঘটা সড়ক দুর্ঘটনার মধ্যে শতকরা ৬০ ভাগের পেছনে কোনো না কোনোভাবে দায়ী ইজিবাইক। তা ছাড়া আমরা যখন আগুন নেভাতে বা দুর্ঘটনা থেকে কাউকে উদ্ধার করতে যাই তখন ইজিবাইকের কারণে সৃষ্ট যানজটের কারণে পৌর শহর পার হতেই অনেক সময় ক্ষেপণ হয়।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘পৌর সদরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়সহ সব জায়গায় ট্রাফিক সার্জেন্টরা পুলিশ সদস্যদের নিয়ে ইজিবাইকের যানজট নিরসনে কাজ করে চলেছে।’
পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম বলেন, ‘ইজিবাইকে একেবারে বন্ধ করা সম্ভব না। তবে ইজিবাইকের কারণে যেসব সমস্যা হচ্ছে তা পর্যায়ক্রমে সমাধানের উপায় বের করার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা ইজিবাইকের কারণে যাতে দুর্ঘটনা না ঘটে সে জন্য সড়কের ডান পাশ দিয়ে যাত্রী নামানো বন্ধ করতে বেড় (বাধা) তৈরি করে দিতে মাইকিং শুরু করেছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে