কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ার মহিপুর সদর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজি ছাড়াই চলছে বিবাহ নিবন্ধন। বিবাহ নিবন্ধনের কাগজ নিয়ে চলছে নানা রকম টালবাহানা। এতে প্রতারণার শিকার হচ্ছেন অনেক নবদম্পতি।
জরুরি প্রয়োজনে টাকার বিনিময়েও পাচ্ছেন না কাবিননামা। এমন একাধিক অভিযোগ পাওয়া গেছে মহিপুর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজির সহযোগী পরিচয় দেওয়া মো. মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে।
জানা গেছে, মহিপুর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজি মাওলানা আবুল কালাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি অসুস্থ থাকায় তাঁর সহযোগী পরিচয় দিয়ে মাওলানা মাহাতাব উদ্দিন এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু কোনোরকম বৈধতা ছাড়াই বিবাহ নিবন্ধন করে যাচ্ছেন তিনি।
মহিপুর ইউনিয়নের ভুক্তভোগী মো. আল আমিন জানান, জরুরি প্রয়োজন হওয়ায় কাজি অফিসে গিয়ে তিনি মাওলানা মাহাতাবকে পেয়েছেন। কিন্তু কয়েকবার যাওয়ার পরও তিনি কাগজ দিচ্ছেন না। এখন জানাচ্ছেন, কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না।
অপর ভুক্তভোগী রুমানা আক্তার বলেন, ‘২০১৭ সালে এই অফিসে আমাদের বিয়ে হয়েছে। জরুরি প্রয়োজনে কাগজ আনতে গেলে উপস্থিত মাওলানা মাহাতাব ৫০০ টাকা নিয়ে বলেন, সব বালাম খোঁজ করেছেন তিনি। কিন্তু বালামে আমার নাম ওঠেনি।’
এ ব্যাপারে অভিযুক্ত মাওলানা মাহাতাব বলেন, ‘আমি বিবাহ নিবন্ধন কাজের সঙ্গে যুক্ত নই।’ তাঁকে ভুক্তভোগীদের উদাহরণ দেওয়া হলে তিনি বলেন, ‘আগে করতাম। কিন্তু এখন করি না। মানুষের প্রয়োজন অনুযায়ী অফিসে আসি। এ ছাড়া কোনো কাগজে আমি স্বাক্ষর করি না।’
কলাপাড়া সাব–রেজিস্ট্রি অফিসের পেশকার মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত কাজি আবুল কালাম শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি কোনো স্বাক্ষর দিতে পারেন না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন শিগগিরই জেলা অফিসে পাঠাব।’
জেলা রেজিস্ট্রার মহসিন আলম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’
কলাপাড়ার মহিপুর সদর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজি ছাড়াই চলছে বিবাহ নিবন্ধন। বিবাহ নিবন্ধনের কাগজ নিয়ে চলছে নানা রকম টালবাহানা। এতে প্রতারণার শিকার হচ্ছেন অনেক নবদম্পতি।
জরুরি প্রয়োজনে টাকার বিনিময়েও পাচ্ছেন না কাবিননামা। এমন একাধিক অভিযোগ পাওয়া গেছে মহিপুর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজির সহযোগী পরিচয় দেওয়া মো. মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে।
জানা গেছে, মহিপুর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজি মাওলানা আবুল কালাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি অসুস্থ থাকায় তাঁর সহযোগী পরিচয় দিয়ে মাওলানা মাহাতাব উদ্দিন এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু কোনোরকম বৈধতা ছাড়াই বিবাহ নিবন্ধন করে যাচ্ছেন তিনি।
মহিপুর ইউনিয়নের ভুক্তভোগী মো. আল আমিন জানান, জরুরি প্রয়োজন হওয়ায় কাজি অফিসে গিয়ে তিনি মাওলানা মাহাতাবকে পেয়েছেন। কিন্তু কয়েকবার যাওয়ার পরও তিনি কাগজ দিচ্ছেন না। এখন জানাচ্ছেন, কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না।
অপর ভুক্তভোগী রুমানা আক্তার বলেন, ‘২০১৭ সালে এই অফিসে আমাদের বিয়ে হয়েছে। জরুরি প্রয়োজনে কাগজ আনতে গেলে উপস্থিত মাওলানা মাহাতাব ৫০০ টাকা নিয়ে বলেন, সব বালাম খোঁজ করেছেন তিনি। কিন্তু বালামে আমার নাম ওঠেনি।’
এ ব্যাপারে অভিযুক্ত মাওলানা মাহাতাব বলেন, ‘আমি বিবাহ নিবন্ধন কাজের সঙ্গে যুক্ত নই।’ তাঁকে ভুক্তভোগীদের উদাহরণ দেওয়া হলে তিনি বলেন, ‘আগে করতাম। কিন্তু এখন করি না। মানুষের প্রয়োজন অনুযায়ী অফিসে আসি। এ ছাড়া কোনো কাগজে আমি স্বাক্ষর করি না।’
কলাপাড়া সাব–রেজিস্ট্রি অফিসের পেশকার মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত কাজি আবুল কালাম শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি কোনো স্বাক্ষর দিতে পারেন না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন শিগগিরই জেলা অফিসে পাঠাব।’
জেলা রেজিস্ট্রার মহসিন আলম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে