প্রতি লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র একজন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০৭: ২৫

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবলসংকটে চিকিৎসাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় তিন লাখ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসকের জায়গায় মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিস্টারভুক্ত চিকিৎসক রয়েছে ৯ জন। তাঁদের মধ্যে ৪ জন ঢাকায় সংযুক্ত রয়েছেন আড়াই বছর ধরে। তাঁদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে এ উপজেলার তিন লক্ষাধিক মানুষের জন্য তিনজন চিকিৎসক রয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন দুই শ থেকে আড়াই শ রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। চিকিৎসক না থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন বিপাকে।

চিকিৎসা নিতে আসা আবিদা সুলতানা বলেন, ‘একজন ডাক্তারের কাছে এক দিনে এত রোগী দেখালে তাতে তো চিকিৎসা হবে না।’

চরদুয়ানী এলাকার সত্তরোর্ধ্ব রহমান মুসল্লি বলেন, ‘এত বড় হাসপাতালে মাত্র তিনজন ডাক্তার। এ বিষয় নিয়ে স্থানীয় নেতারা কোনো পদক্ষেপ নেন না।’

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য মির্জা শহিদুল ইসলাম খালেদ বলেন, ‘চারজন চিকিৎসক অন্যত্র সংযুক্ত থাকলেও পাথরঘাটা থেকে তাঁদের বেতন-ভাতা উত্তোলন করছেন। তাঁরা পাথরঘাটায় কর্মস্থলে না থেকে স্থান দখল করে থাকবে, আর এ কারণে নতুন চিকিৎসক সংযুক্ত হবে না, এটা হতে পারে না।’

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসকসংকট রয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঢাকায় চারজন চিকিৎসকের সংযুক্তি বাতিলের জন্য কর্তৃপক্ষের কাছে কয়েক দফা আবেদন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত