হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ সড়ক উপবিভাগে জনবল সংকট রয়েছে। এতে সড়কের কাজে ধীর গতি দেখা দিয়েছে। সৃষ্টি হচ্ছে ভোগান্তি।
অফিস সূত্রে জানা গেছে, উপবিভাগীয় প্রকৌশলীর পদ প্রায় ৬ মাস খালি রয়েছে। অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো. মোশারফ হোসেন। এদিকে তিনটি উপসহকারী প্রকৌশলী পদের মধ্যে দুটি খালি প্রায় ৭ মাস ধরে। অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করছেন সার্ভেয়ার মাহরুফ হোসেন।
এ ছাড়া কার্যসহকারীর পাঁচটি পদের মধ্যে তিনটি পদ খালি পড়ে আছে গত কয়েক বছর ধরে।
এ ছাড়া উচ্চমান সহকারী, সুপারভাইজার ও অফিস সহায়ক পদে একটি করে এবং শ্রমিক পদ তিনটি খালি রয়েছে।
হাজীগঞ্জ সড়ক উপবিভাগে এসডি পদে কোনো লোক নেই। এসও পদে ভারপ্রাপ্ত হিসেবে আছেন সার্ভেয়ার মাহরুফ হোসেন। তাঁকে দেখতে হয় হাজীগঞ্জ, কচুয়া, মতলব, হাইমচর ও চাঁদপুর অঞ্চলের কাজে। একা এতগুলো এলাকার সড়কের কাজ তদারকি করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন।
এদিকে হাজীগঞ্জ সড়ক উপবিভাগ অফিসে এসে জনবল সংকটের কারণে ঠিকাদারসহ সুবিধাভোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
হাজীগঞ্জ সড়ক উপবিভাগের দায়িত্বরত সার্ভেয়ার ও অতিরিক্ত উপসহকারী প্রকৌশলী মাহরুফ হোসেন বলেন, ‘হাজীগঞ্জ-রামগঞ্জ, হাজীগঞ্জ-কচুয়া, চাঁদপুর-কুমিল্লা সড়কের কার্যক্রম আমাকেই দেখতে হয়। আমাদের জনবল সংকট রয়েছে। এ কারণে কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।’
হাজীগঞ্জ সড়ক উপবিভাগের ভারপ্রাপ্ত প্রকৌশলী চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, ‘আমরা আশা করছি ১৫ দিনের মধ্যে জনবল পূরণ হবে। কাজের গতি আবার আগের মতো স্বাভাবিক হবে।’
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা বলেন, ‘হাজীগঞ্জ সড়ক উপবিভাগে বিভিন্ন পদে জনবল সংকট দেখিয়ে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। আশা করি অতি দ্রুত এসব পদে জনবল নিয়োগ হবে।’
চাঁদপুরের হাজীগঞ্জ সড়ক উপবিভাগে জনবল সংকট রয়েছে। এতে সড়কের কাজে ধীর গতি দেখা দিয়েছে। সৃষ্টি হচ্ছে ভোগান্তি।
অফিস সূত্রে জানা গেছে, উপবিভাগীয় প্রকৌশলীর পদ প্রায় ৬ মাস খালি রয়েছে। অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো. মোশারফ হোসেন। এদিকে তিনটি উপসহকারী প্রকৌশলী পদের মধ্যে দুটি খালি প্রায় ৭ মাস ধরে। অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করছেন সার্ভেয়ার মাহরুফ হোসেন।
এ ছাড়া কার্যসহকারীর পাঁচটি পদের মধ্যে তিনটি পদ খালি পড়ে আছে গত কয়েক বছর ধরে।
এ ছাড়া উচ্চমান সহকারী, সুপারভাইজার ও অফিস সহায়ক পদে একটি করে এবং শ্রমিক পদ তিনটি খালি রয়েছে।
হাজীগঞ্জ সড়ক উপবিভাগে এসডি পদে কোনো লোক নেই। এসও পদে ভারপ্রাপ্ত হিসেবে আছেন সার্ভেয়ার মাহরুফ হোসেন। তাঁকে দেখতে হয় হাজীগঞ্জ, কচুয়া, মতলব, হাইমচর ও চাঁদপুর অঞ্চলের কাজে। একা এতগুলো এলাকার সড়কের কাজ তদারকি করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন।
এদিকে হাজীগঞ্জ সড়ক উপবিভাগ অফিসে এসে জনবল সংকটের কারণে ঠিকাদারসহ সুবিধাভোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
হাজীগঞ্জ সড়ক উপবিভাগের দায়িত্বরত সার্ভেয়ার ও অতিরিক্ত উপসহকারী প্রকৌশলী মাহরুফ হোসেন বলেন, ‘হাজীগঞ্জ-রামগঞ্জ, হাজীগঞ্জ-কচুয়া, চাঁদপুর-কুমিল্লা সড়কের কার্যক্রম আমাকেই দেখতে হয়। আমাদের জনবল সংকট রয়েছে। এ কারণে কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।’
হাজীগঞ্জ সড়ক উপবিভাগের ভারপ্রাপ্ত প্রকৌশলী চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, ‘আমরা আশা করছি ১৫ দিনের মধ্যে জনবল পূরণ হবে। কাজের গতি আবার আগের মতো স্বাভাবিক হবে।’
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা বলেন, ‘হাজীগঞ্জ সড়ক উপবিভাগে বিভিন্ন পদে জনবল সংকট দেখিয়ে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। আশা করি অতি দ্রুত এসব পদে জনবল নিয়োগ হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে