পাথরঘাটায় এজেন্ট পাচ্ছেন না স্বতন্ত্র প্রার্থী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০৭: ৪২
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ০০

পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে আগামীকাল রোববার। এর মধ্যে পাথরঘাটা সদর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা অভিযোগ করেছেন, তাঁর সমর্থনে বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্ট পাচ্ছেন না তিনি। এ জন্য তিনি আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তারকে দায়ী করেছেন তিনি।

তবে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল করিম মিরাজ জানান, জনসমর্থন না থাকার কারণেই তিনি বিভিন্ন কেন্দ্রে এজেন্ট দিতে ব্যর্থ হচ্ছেন।

মতিউর রহমান মোল্লা বলেন, ‘সদর ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের মাত্র ২টি কেন্দ্রে এজেন্ট দিতে পেরেছি। বাকি ৭টি কেন্দ্রে কেউ এজেন্ট হতে রাজি হচ্ছেন না। নৌকার সমর্থকেরা হুমকি–ধামকি দিয়ে আমার কর্মীদের ঘর থেকে বের হতে দিচ্ছে না। আমার ইউপির সব কটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নৌকার জোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থীরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান আসাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজুর রহমান যদি বিভিন্ন স্থানে গণসংযোগ করতে পারেন তাহলে স্বতন্ত্র প্রার্থীর সমস্যা কি?’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার জানান, ৩টি ইউনিয়নের মধ্যে শুধু পাথরঘাটা সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে। আইনশৃঙ্খলা সভায় নির্বাচনের সব বিষয় প্রার্থীদের জানানো হয়েছে। এ ছাড়া কারও কোনো পেশিশক্তির জোর চলবে না। যদি কেউ এজেন্ট দিতে ব্যর্থ হন তাহলে সেটা তাঁর ব্যর্থতা। তবে ভোট কেন্দ্র ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন ইউনিয়নে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রশ্নে ভারতীয় সংবাদপত্রকে যা বললেন ড. ইউনূস

আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা দিচ্ছে রাজনৈতিক দলগুলো: উপদেষ্টা আসিফ

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত