আয়শা সিদ্দিকা আকাশী,মাদারীপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। গত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম নুরুজ্জামানকে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি। এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক ভাবনার বিষয়ে এমপি শাজাহান বলেছেন, উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান এই মেয়াদে। আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
উন্নয়নমূলক কাজের বিষয়ে শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, হচ্ছে। সব কর্মকাণ্ডই কিন্তু শেষ হয় না। মূলত আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই আমরা উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। বিএনপি ও জাতীয় পার্টির আমলে উন্নয়নমূলক কাজ করা যায়নি। উন্নয়নের ব্যাপারে আমি অবশ্যই সন্তুষ্ট, তবে যে কাজগুলো বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। এগুলো শেষ করতে পারলে আমি আরও সন্তুষ্ট হব।’
শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছি। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হয়েছে। বিভিন্ন এলাকায় ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাদারীপুর মেডিকেল কলেজ নির্মাণের ব্যাপারে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি।’
মাদকসহ অন্যান্য সমস্যা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘শুধু মাদক না, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গি—এগুলো সবই সামাজিক ব্যাধি। এখানে কিশোর গ্যাং আছে। তবে অন্যান্য জেলার চেয়ে কম আছে। এসব ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষজন যতই সচেতন হবে, ততই এগুলো কমে যাবে। তাই সচেতনতা বাড়াতে হবে। এগুলো নিয়েও কাজ করে যাচ্ছি।’
মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে বিভক্তির কারণ সম্পর্কে জানতে চাইলে শাজাহান বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। দলের মধ্যে যেন সংঘাত, মারামারি না হয়—সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। তবে হ্যাঁ কেউ আমাকে পছন্দ করে, আবার কেউ করে না, এটা হতেই পারে। তবে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, আমি সবার।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। গত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম নুরুজ্জামানকে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি। এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক ভাবনার বিষয়ে এমপি শাজাহান বলেছেন, উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান এই মেয়াদে। আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
উন্নয়নমূলক কাজের বিষয়ে শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, হচ্ছে। সব কর্মকাণ্ডই কিন্তু শেষ হয় না। মূলত আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই আমরা উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। বিএনপি ও জাতীয় পার্টির আমলে উন্নয়নমূলক কাজ করা যায়নি। উন্নয়নের ব্যাপারে আমি অবশ্যই সন্তুষ্ট, তবে যে কাজগুলো বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। এগুলো শেষ করতে পারলে আমি আরও সন্তুষ্ট হব।’
শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছি। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হয়েছে। বিভিন্ন এলাকায় ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাদারীপুর মেডিকেল কলেজ নির্মাণের ব্যাপারে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি।’
মাদকসহ অন্যান্য সমস্যা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘শুধু মাদক না, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গি—এগুলো সবই সামাজিক ব্যাধি। এখানে কিশোর গ্যাং আছে। তবে অন্যান্য জেলার চেয়ে কম আছে। এসব ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষজন যতই সচেতন হবে, ততই এগুলো কমে যাবে। তাই সচেতনতা বাড়াতে হবে। এগুলো নিয়েও কাজ করে যাচ্ছি।’
মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে বিভক্তির কারণ সম্পর্কে জানতে চাইলে শাজাহান বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। দলের মধ্যে যেন সংঘাত, মারামারি না হয়—সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। তবে হ্যাঁ কেউ আমাকে পছন্দ করে, আবার কেউ করে না, এটা হতেই পারে। তবে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, আমি সবার।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে