দেবব্রত বিশ্বাসকে বহুদিন নানা অছিলায় রবীন্দ্রনাথের গান করতে দেয়নি বিশ্বভারতী। অথচ সে সময় পঙ্কজ মল্লিকের পর দেবব্রত বিশ্বাসই রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ও সে কথাই বলেছেন বারবার।
১৯৬১ সালে যখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, তখন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট মূকাভিনেতা যোগেশ দত্ত একটি অনুষ্ঠান প্রযোজনা করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন, রবীন্দ্রনাথকে নিয়ে কী রকম ব্যবসা চলছে, ভুল বার্তা যাচ্ছে সবার কাছে। অনুষ্ঠানটি দেখেছিলেন দেবব্রত বিশ্বাস। দেখে খুব খুশি হয়েছিলেন। তারপর দেখা হলে যোগেশ দত্তকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘কও যোগেশ, এই কথাটা বেশি কইরা কও। আমরা তো আর কিছুই কইতে পারি না, গুরুদেবের গান গাইয়া বেড়াই, তুমি এইটা জোরগলায় কও। সত্য কথা যদি সত্য কইরা না কইতে পারো, তো কিছুই করতে পারবা না।’
সেই যোগেশ দত্ত একদিন এসেছেন দেবব্রত বিশ্বাসের বাড়িতে। এ সময় একজন অচেনা ভদ্রলোক এলেন সেখানে। হাতে করে নিয়ে এসেছেন মিষ্টির বাক্স। তাঁকে দেখে দেবব্রত বিশ্বাস জিজ্ঞেস করলেন, ‘কী চাই?’
ভদ্রলোক বললেন, ‘আমি দেবব্রত বিশ্বাসের কাছে এসেছিলাম।’
বোঝা গেল, দেবব্রত বিশ্বাসকে তিনি চেনেন না। তাই সরল মুখে দেবব্রত বললেন, ‘জানেন না? তার তো অসুখ। সে তো হাসপাতালে আছে। আমি রান্না করতাছি। রান্না কইরা তারে দিয়া আসুম।’
ভদ্রলোক খানিক ইতস্তত করে বললেন, ‘এই মিষ্টিগুলি রেখে দিন দয়া করে।’
দুদিকে মাথা নেড়ে দেবব্রত বললেন, ‘না না, আপনে লইয়া যান। সে তো পিজিতে।’
ভদ্রলোক চলে যাওয়ার পর উপস্থিত লোকেরা বললেন, ‘এটা কী করলেন?’
দেবব্রত বিশ্বাস নির্বিকার চিত্তে বললেন, ‘আমার এখন মিষ্টি খাওয়া বারণ। মিষ্টিগুলি রাখলে তোমরা আমার সামনে বইস্যা বইস্যা খাইবা আর আমি দেখুম? তার চেয়ে ভদ্রলোক বাড়িতে নিয়া গেলেন, সেই তো ভালো হইল।’
সূত্র: শ্যামল চক্রবর্তী, ঝড় যে তোমার জয়ধ্বজা, পৃষ্ঠা ১৪৭
দেবব্রত বিশ্বাসকে বহুদিন নানা অছিলায় রবীন্দ্রনাথের গান করতে দেয়নি বিশ্বভারতী। অথচ সে সময় পঙ্কজ মল্লিকের পর দেবব্রত বিশ্বাসই রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ও সে কথাই বলেছেন বারবার।
১৯৬১ সালে যখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, তখন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট মূকাভিনেতা যোগেশ দত্ত একটি অনুষ্ঠান প্রযোজনা করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন, রবীন্দ্রনাথকে নিয়ে কী রকম ব্যবসা চলছে, ভুল বার্তা যাচ্ছে সবার কাছে। অনুষ্ঠানটি দেখেছিলেন দেবব্রত বিশ্বাস। দেখে খুব খুশি হয়েছিলেন। তারপর দেখা হলে যোগেশ দত্তকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘কও যোগেশ, এই কথাটা বেশি কইরা কও। আমরা তো আর কিছুই কইতে পারি না, গুরুদেবের গান গাইয়া বেড়াই, তুমি এইটা জোরগলায় কও। সত্য কথা যদি সত্য কইরা না কইতে পারো, তো কিছুই করতে পারবা না।’
সেই যোগেশ দত্ত একদিন এসেছেন দেবব্রত বিশ্বাসের বাড়িতে। এ সময় একজন অচেনা ভদ্রলোক এলেন সেখানে। হাতে করে নিয়ে এসেছেন মিষ্টির বাক্স। তাঁকে দেখে দেবব্রত বিশ্বাস জিজ্ঞেস করলেন, ‘কী চাই?’
ভদ্রলোক বললেন, ‘আমি দেবব্রত বিশ্বাসের কাছে এসেছিলাম।’
বোঝা গেল, দেবব্রত বিশ্বাসকে তিনি চেনেন না। তাই সরল মুখে দেবব্রত বললেন, ‘জানেন না? তার তো অসুখ। সে তো হাসপাতালে আছে। আমি রান্না করতাছি। রান্না কইরা তারে দিয়া আসুম।’
ভদ্রলোক খানিক ইতস্তত করে বললেন, ‘এই মিষ্টিগুলি রেখে দিন দয়া করে।’
দুদিকে মাথা নেড়ে দেবব্রত বললেন, ‘না না, আপনে লইয়া যান। সে তো পিজিতে।’
ভদ্রলোক চলে যাওয়ার পর উপস্থিত লোকেরা বললেন, ‘এটা কী করলেন?’
দেবব্রত বিশ্বাস নির্বিকার চিত্তে বললেন, ‘আমার এখন মিষ্টি খাওয়া বারণ। মিষ্টিগুলি রাখলে তোমরা আমার সামনে বইস্যা বইস্যা খাইবা আর আমি দেখুম? তার চেয়ে ভদ্রলোক বাড়িতে নিয়া গেলেন, সেই তো ভালো হইল।’
সূত্র: শ্যামল চক্রবর্তী, ঝড় যে তোমার জয়ধ্বজা, পৃষ্ঠা ১৪৭
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে