শরীয়তপুর প্রতিনিধি
‘পদ্মা সেতু দেয়ালে খেয়ালে’ এই প্রতিপাদ্যে পদ্মা সেতুর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে শরীয়তপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্মুক্ত দেয়াল লিখন ও ছবি প্রদর্শনী। সেতুর ৪২ পিলারের সঙ্গে সমন্বয় করে ৪২ জন শিক্ষার্থী পদ্মা সেতু নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন। এ ছাড়াও ৪১টি স্প্যানের সঙ্গে মিল রেখে উন্মুক্ত দেয়ালে শিক্ষার্থীদের আঁকা ৪১টি পদ্মা সেতুর ছবি প্রদর্শন করা হয়েছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের ভাবনা ও পদ্মা সেতুর ছবি সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন পর্যন্ত। । ওই দিন বিকেলে প্রদর্শনীতে স্থান পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করবে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান দেয়াল লিখন ও ছবি প্রদর্শনীর এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন। পদ্মা সেতুতে যাতায়াতে কেমন হবে, কী কী সুবিধা পাবে দেশের মানুষ এসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা কথা তুলে ধরেছেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী তামান্না রহমান বলেন, ‘পদ্মা সেতু নিয়ে নিজের ভাবনা তুলে ধরার সুযোগ পেয়েছি। সেতুকে নিয়ে শিক্ষার্থীদের ভাবনা সম্পর্কে সকলকে অবহিত করবে এই আয়োজন। পদ্মা সেতু এই এলাকা উন্নয়নে কী অবদান রাখবে সেই বিষয়টি আমি লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’
অনুষ্ঠানের আয়োজক শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, ‘পদ্মা সেতু নিয়ে আমাদের ভাবনাগুলো তুলে ধরতেই এই আয়োজন। এতে করে শিক্ষার্থীদের পদ্মা সেতু সম্পর্কে জানার আগ্ৰহ তৈরি হবে। এবং তাঁদের ধারণা সবার মধ্যে উপস্থাপন করতে পারবে। ২৫ তারিখ পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, ‘পদ্মা সেতু আমাদের জীবনমানে যে পরিবর্তন আনবে তা আমাদের নতুন প্রজন্মসহ সবার মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন। শিক্ষার্থীদের চোখেই ভবিষ্যৎ বাংলাদেশ আমরা দেখতে পাই।’
‘পদ্মা সেতু দেয়ালে খেয়ালে’ এই প্রতিপাদ্যে পদ্মা সেতুর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে শরীয়তপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্মুক্ত দেয়াল লিখন ও ছবি প্রদর্শনী। সেতুর ৪২ পিলারের সঙ্গে সমন্বয় করে ৪২ জন শিক্ষার্থী পদ্মা সেতু নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন। এ ছাড়াও ৪১টি স্প্যানের সঙ্গে মিল রেখে উন্মুক্ত দেয়ালে শিক্ষার্থীদের আঁকা ৪১টি পদ্মা সেতুর ছবি প্রদর্শন করা হয়েছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের ভাবনা ও পদ্মা সেতুর ছবি সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন পর্যন্ত। । ওই দিন বিকেলে প্রদর্শনীতে স্থান পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করবে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান দেয়াল লিখন ও ছবি প্রদর্শনীর এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন। পদ্মা সেতুতে যাতায়াতে কেমন হবে, কী কী সুবিধা পাবে দেশের মানুষ এসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা কথা তুলে ধরেছেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী তামান্না রহমান বলেন, ‘পদ্মা সেতু নিয়ে নিজের ভাবনা তুলে ধরার সুযোগ পেয়েছি। সেতুকে নিয়ে শিক্ষার্থীদের ভাবনা সম্পর্কে সকলকে অবহিত করবে এই আয়োজন। পদ্মা সেতু এই এলাকা উন্নয়নে কী অবদান রাখবে সেই বিষয়টি আমি লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’
অনুষ্ঠানের আয়োজক শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, ‘পদ্মা সেতু নিয়ে আমাদের ভাবনাগুলো তুলে ধরতেই এই আয়োজন। এতে করে শিক্ষার্থীদের পদ্মা সেতু সম্পর্কে জানার আগ্ৰহ তৈরি হবে। এবং তাঁদের ধারণা সবার মধ্যে উপস্থাপন করতে পারবে। ২৫ তারিখ পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, ‘পদ্মা সেতু আমাদের জীবনমানে যে পরিবর্তন আনবে তা আমাদের নতুন প্রজন্মসহ সবার মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন। শিক্ষার্থীদের চোখেই ভবিষ্যৎ বাংলাদেশ আমরা দেখতে পাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে