চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ২০১ সদস্যের কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন দেড় হাজার পদপ্রত্যাশী। তবে ত্যাগী, ক্লিন ইমেজ ও জামাত-শিবিরের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখা কর্মীদের কমিটিতে স্থান দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনের শীর্ষ দুই নেতা।
আড়াই বছর পর দুই সদস্যের কমিটি পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া হিসেবে ওই জীবনবৃত্তান্ত জামা নেওয়া হচ্ছে। এ জন্য গত ৯ নভেম্বর আগ্রহী কর্মীদের থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এতে ২০১ জনকে স্থান দেওয়া হবে। বাকিদের বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে স্থান দেওয়া হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে প্রায় দেড় হাজার জীবনবৃত্তান্ত পেয়েছি। আমরা বিতর্কমুক্ত একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই। ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনতে ও অনুপ্রবেশ ঠেকাতে আমরা জীবনবৃত্তান্ত কয়েকভাবে যাচাই-বাছাই করব। ইতিমধ্যে কাজ শুরুও করেছি।’
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, যাঁরা সংগঠনের জন্য ত্যাগী, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পূর্ণাঙ্গ কমিটিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। জামাত-শিবিরের সঙ্গে যে নিজে ও তাঁর পরিবার যুক্ত নাই, তারা কমিটিতে আসবেন। পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে অবশ্যই হল ও অনুষদ কমিটি ঘোষণা করব। কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে আমরা সার্বিক বিষয়ে আলোচনা করেছি। তারাও খুব আন্তরিক।’
২০১৯ সালের ১৩ জুলাই রাতে রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ২০১ সদস্যের কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন দেড় হাজার পদপ্রত্যাশী। তবে ত্যাগী, ক্লিন ইমেজ ও জামাত-শিবিরের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখা কর্মীদের কমিটিতে স্থান দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনের শীর্ষ দুই নেতা।
আড়াই বছর পর দুই সদস্যের কমিটি পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া হিসেবে ওই জীবনবৃত্তান্ত জামা নেওয়া হচ্ছে। এ জন্য গত ৯ নভেম্বর আগ্রহী কর্মীদের থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এতে ২০১ জনকে স্থান দেওয়া হবে। বাকিদের বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে স্থান দেওয়া হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে প্রায় দেড় হাজার জীবনবৃত্তান্ত পেয়েছি। আমরা বিতর্কমুক্ত একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই। ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনতে ও অনুপ্রবেশ ঠেকাতে আমরা জীবনবৃত্তান্ত কয়েকভাবে যাচাই-বাছাই করব। ইতিমধ্যে কাজ শুরুও করেছি।’
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, যাঁরা সংগঠনের জন্য ত্যাগী, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পূর্ণাঙ্গ কমিটিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। জামাত-শিবিরের সঙ্গে যে নিজে ও তাঁর পরিবার যুক্ত নাই, তারা কমিটিতে আসবেন। পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে অবশ্যই হল ও অনুষদ কমিটি ঘোষণা করব। কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে আমরা সার্বিক বিষয়ে আলোচনা করেছি। তারাও খুব আন্তরিক।’
২০১৯ সালের ১৩ জুলাই রাতে রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে