কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের সাড়া মিলছে না। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বেশি দামে বিক্রি হওয়ায় গুদামে ধান দিচ্ছেন না চাষিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় এবার এক লাখ ৬১ হাজার ২৯৯ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৭১৬ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ২১ হাজার ৭১৬ মেট্রিক টন ধান ও ২৮ হাজার ১৫ মেট্রিক টন চাল কেনা হবে। ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমানে ধান সংগ্রহে দাম পড়ছে ১ হাজার ৮০ টাকা মণ।
জেলার চান্দিনা উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৪৬ মেট্রিক টন, দেবিদ্বারে ১ হাজার ৬৭৮ মেট্রিক টন, মুরাদনগরে ২ হাজার ২১২, দাউদকান্দিতে ৯৫৬, হোমনা ৬৯২, আদর্শ সদর উপজেলায় ৭৭২, বুড়িচং উপজেলায় ১ হাজার ২৪৪, বি-পাড়ায় ১ হাজার ১৪৫, চৌদ্দগ্রামে ১ হাজার ৫৯৩, লাকসামে ১ হাজার ২৪৮, নাঙ্গলকোটে ১ হাজার ৮৭৯, বরুড়ায় ১ হাজার ৭৮৬, মেঘনায় ৪৮০, তিতাস ৮৬৩, মনোহরগঞ্জে ১ হাজার ৫০৯, লালমাইয়ে ১ হাজার ৪৩ ও সদর দক্ষিণ উপজেলায় ১ হাজার ১৭১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের বাঐখার গ্রামের কৃষক আব্দুল বারেক মিয়া জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। তাই গুদামে ধান বিক্রি করছি না।
সদর দক্ষিণের গলিয়ার কৃষক আহম্মদ আলী বলেন, ‘মোটা চালের ধান গুদামে বিক্রি করলে লাভ হয়। আর চিকন চালের ধান খোলা বাজারে বিক্রি করি।’
আদর্শ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন বলেন, ‘উপজেলায় পুরোনো ও নতুন মিলিয়ে চার শতাধিক কৃষক অ্যাপের মাধ্যমে ধান দিতে আবেদন করেছেন। গতকাল বুধবার লটারির মাধ্যমে ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।’
বুড়িচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার বলেন, ‘উপজেলায় এখনো ধান সংগ্রহ করা হয়নি। আমাদের প্রস্তুতি আছে, কৃষক
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী জানান, জেলার ১৭টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় কৃষক অ্যাপস ও বাকি উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
কৃষি অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, জেলায় আবাদ করা বোরোর ৫০ ভাগ কাটা-মাড়াই হয়েছে। পুরো ফসল ঘরে তুলতে একটু সময় লাগবে। কুমিল্লার কৃষকেরা উন্নতমানের চিকন চালের ধান আবাদ করেন। বাজারে দামও ভালো। তাই কৃষকেরা খাদ্য গুদামে বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করেন
কুমিল্লায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের সাড়া মিলছে না। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বেশি দামে বিক্রি হওয়ায় গুদামে ধান দিচ্ছেন না চাষিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় এবার এক লাখ ৬১ হাজার ২৯৯ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৭১৬ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ২১ হাজার ৭১৬ মেট্রিক টন ধান ও ২৮ হাজার ১৫ মেট্রিক টন চাল কেনা হবে। ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমানে ধান সংগ্রহে দাম পড়ছে ১ হাজার ৮০ টাকা মণ।
জেলার চান্দিনা উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৪৬ মেট্রিক টন, দেবিদ্বারে ১ হাজার ৬৭৮ মেট্রিক টন, মুরাদনগরে ২ হাজার ২১২, দাউদকান্দিতে ৯৫৬, হোমনা ৬৯২, আদর্শ সদর উপজেলায় ৭৭২, বুড়িচং উপজেলায় ১ হাজার ২৪৪, বি-পাড়ায় ১ হাজার ১৪৫, চৌদ্দগ্রামে ১ হাজার ৫৯৩, লাকসামে ১ হাজার ২৪৮, নাঙ্গলকোটে ১ হাজার ৮৭৯, বরুড়ায় ১ হাজার ৭৮৬, মেঘনায় ৪৮০, তিতাস ৮৬৩, মনোহরগঞ্জে ১ হাজার ৫০৯, লালমাইয়ে ১ হাজার ৪৩ ও সদর দক্ষিণ উপজেলায় ১ হাজার ১৭১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের বাঐখার গ্রামের কৃষক আব্দুল বারেক মিয়া জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। তাই গুদামে ধান বিক্রি করছি না।
সদর দক্ষিণের গলিয়ার কৃষক আহম্মদ আলী বলেন, ‘মোটা চালের ধান গুদামে বিক্রি করলে লাভ হয়। আর চিকন চালের ধান খোলা বাজারে বিক্রি করি।’
আদর্শ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন বলেন, ‘উপজেলায় পুরোনো ও নতুন মিলিয়ে চার শতাধিক কৃষক অ্যাপের মাধ্যমে ধান দিতে আবেদন করেছেন। গতকাল বুধবার লটারির মাধ্যমে ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।’
বুড়িচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার বলেন, ‘উপজেলায় এখনো ধান সংগ্রহ করা হয়নি। আমাদের প্রস্তুতি আছে, কৃষক
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী জানান, জেলার ১৭টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় কৃষক অ্যাপস ও বাকি উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
কৃষি অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, জেলায় আবাদ করা বোরোর ৫০ ভাগ কাটা-মাড়াই হয়েছে। পুরো ফসল ঘরে তুলতে একটু সময় লাগবে। কুমিল্লার কৃষকেরা উন্নতমানের চিকন চালের ধান আবাদ করেন। বাজারে দামও ভালো। তাই কৃষকেরা খাদ্য গুদামে বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করেন
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে