নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল যখন ব্যর্থতার বৃত্তে খাবি খাচ্ছে, তখন দারুণ সব সাফল্য এনে দিচ্ছেন মেয়েরা। জিম্বাবুয়েকে তাদের মাটিতে ধবলধোলাই করে শুরু। এরপর ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই সালমা-রুমানারা হারান শক্তিশালী পাকিস্তানকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গতকাল যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
এই ম্যাচে ব্যক্তিগত সাফল্যের নতুন চূড়া স্পর্শ করেছেন নারী দলের ওপেনার শারমিন আখতার। ৫০ ওভার পর্যন্ত খেলে তিনি অপরাজিত থাকেন ১৩০ রানে। ১৪১ বলে ১১ চারে সাজিয়েছেন ইনিংসটা। হারারেতে আগে ব্যাটিং করে শারমিনের সেঞ্চুরিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৫৩ রানে গুটিয়ে যায় মার্কিন মেয়েরা।
বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে শারমিনই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে বিবেচনা করছে আইসিসি। শারমিনের আগে সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি। গতকাল তাঁকে ছাড়িয়ে গেলেন শারমিন। দুর্দান্ত এ সেঞ্চুরির পর ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুতে এই সেঞ্চুরি আমার প্রস্তুতিতে দারুণ সহায়তা করবে। যেকোনো ব্যাটারের জন্য সেঞ্চুরি পাওয়াটা খুব ভালো লাগার ব্যাপার।’
শারমিনের সেঞ্চুরির পাশাপাশি ফারজানা হক করেছেন ৬৭ রান। আরেক ওপেনার মুর্শিদা খাতুন খেলেছেন ৫৬ বলে ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা অধিনায়ক নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের পুঁজি পায় বাংলাদেশ।
ব্যাটিংয়ের শুরুতেই চাপে পড়ে মার্কিন মেয়েরা। ২৬ রান তুলতেই তাঁরা হারান ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। ৩০.৩ ওভারে ৫২ রান তুলতেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, ফাহিমা ও রুমানা।
বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল যখন ব্যর্থতার বৃত্তে খাবি খাচ্ছে, তখন দারুণ সব সাফল্য এনে দিচ্ছেন মেয়েরা। জিম্বাবুয়েকে তাদের মাটিতে ধবলধোলাই করে শুরু। এরপর ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই সালমা-রুমানারা হারান শক্তিশালী পাকিস্তানকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গতকাল যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
এই ম্যাচে ব্যক্তিগত সাফল্যের নতুন চূড়া স্পর্শ করেছেন নারী দলের ওপেনার শারমিন আখতার। ৫০ ওভার পর্যন্ত খেলে তিনি অপরাজিত থাকেন ১৩০ রানে। ১৪১ বলে ১১ চারে সাজিয়েছেন ইনিংসটা। হারারেতে আগে ব্যাটিং করে শারমিনের সেঞ্চুরিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৫৩ রানে গুটিয়ে যায় মার্কিন মেয়েরা।
বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে শারমিনই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে বিবেচনা করছে আইসিসি। শারমিনের আগে সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি। গতকাল তাঁকে ছাড়িয়ে গেলেন শারমিন। দুর্দান্ত এ সেঞ্চুরির পর ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুতে এই সেঞ্চুরি আমার প্রস্তুতিতে দারুণ সহায়তা করবে। যেকোনো ব্যাটারের জন্য সেঞ্চুরি পাওয়াটা খুব ভালো লাগার ব্যাপার।’
শারমিনের সেঞ্চুরির পাশাপাশি ফারজানা হক করেছেন ৬৭ রান। আরেক ওপেনার মুর্শিদা খাতুন খেলেছেন ৫৬ বলে ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা অধিনায়ক নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের পুঁজি পায় বাংলাদেশ।
ব্যাটিংয়ের শুরুতেই চাপে পড়ে মার্কিন মেয়েরা। ২৬ রান তুলতেই তাঁরা হারান ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। ৩০.৩ ওভারে ৫২ রান তুলতেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, ফাহিমা ও রুমানা।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে