সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
এসএসসি পরীক্ষার পরই বিয়ের পিঁড়িতে বসতে হয় ফেনীর সোনাগাজীর বাসিন্দা আয়েশা খাতুনকে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ মানিকের মেয়ে আয়েশার শিক্ষা জীবন এখানেই থেমে থাকেনি। নিজেকে প্রমাণ করতে ফেনী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করেন তিনি। চাকরিজীবী স্বামী, দুই সন্তান নিয়ে সুখের সংসার হলেও আত্মপরিচয় তৈরি করতে মনস্থির করেন আয়েশা।
আয়েশা আক্তার বলেন, নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তাঁরা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কয়েক দশক আগেও কর্মক্ষেত্রে নারীদের পদচারণা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু এখন নারীরা ঘরে-বাইরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছেন। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। অনলাইনে ব্যবসা চালুর ফলে নারীরা আরও বেশি পরিমাণে সফল উদ্যোক্তায় পরিণত হচ্ছেন।
কুসংস্কার আর প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আয়েশা আক্তার। তীব্র ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর একাগ্র নিষ্ঠায় নিজ পরিচয়ে আয়েশা এখন ফেনীর সফল উদ্যোক্তা।
নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার তাগিদ থেকে ২০২০ সালের নভেম্বরে মাত্র ৪ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন আয়েশা। অনলাইনের মাধ্যমে শাড়ি, থ্রি-পিস ইত্যাদি বিক্রি করেন তিনি। সেদিন যদিও ১৫ শ টাকা আয় করেছেন। কিন্তু এখন তিনি মাসে আয় করছেন অর্ধ-লাখ টাকার বেশি। মাসে গড়ে তিনি আড়াই লাখ টাকার পণ্য বিক্রি করছেন।
৪ হাজার টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করা আয়েশা গত এক বছরে ১০ লাখ টাকার বেশি মূলধন করে অনলাইনে সেরা বিক্রেতার স্বীকৃতি পেয়েছেন।
স্বামী সরোয়ার হোসেনের সহযোগিতা ও অনুপ্রেরণায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন আয়েশা। অনলাইন ব্যবসায় সফল হওয়ার পর নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন তিনি।
নতুন নারী উদ্যোক্তাদের উদ্দেশে আয়েশা খাতুন বলেন, “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’। নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে ক্ষেত্রে আজ পিছিয়ে নেই নারীরা। স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার সার্থকতাই আলাদা। একজন সফল নারী উদ্যোক্তা হলে আপনাকে অবশ্যই ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। প্রতিবন্ধকতা থাকবেই। তবে ইচ্ছা থাকলে তা ওভারকাম করা সম্ভব। আমি একা বড় হতে চাই না, আশপাশের নারীদেরও সফল দেখতে চাই।”
এসএসসি পরীক্ষার পরই বিয়ের পিঁড়িতে বসতে হয় ফেনীর সোনাগাজীর বাসিন্দা আয়েশা খাতুনকে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ মানিকের মেয়ে আয়েশার শিক্ষা জীবন এখানেই থেমে থাকেনি। নিজেকে প্রমাণ করতে ফেনী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করেন তিনি। চাকরিজীবী স্বামী, দুই সন্তান নিয়ে সুখের সংসার হলেও আত্মপরিচয় তৈরি করতে মনস্থির করেন আয়েশা।
আয়েশা আক্তার বলেন, নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তাঁরা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কয়েক দশক আগেও কর্মক্ষেত্রে নারীদের পদচারণা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু এখন নারীরা ঘরে-বাইরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছেন। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। অনলাইনে ব্যবসা চালুর ফলে নারীরা আরও বেশি পরিমাণে সফল উদ্যোক্তায় পরিণত হচ্ছেন।
কুসংস্কার আর প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আয়েশা আক্তার। তীব্র ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর একাগ্র নিষ্ঠায় নিজ পরিচয়ে আয়েশা এখন ফেনীর সফল উদ্যোক্তা।
নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার তাগিদ থেকে ২০২০ সালের নভেম্বরে মাত্র ৪ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন আয়েশা। অনলাইনের মাধ্যমে শাড়ি, থ্রি-পিস ইত্যাদি বিক্রি করেন তিনি। সেদিন যদিও ১৫ শ টাকা আয় করেছেন। কিন্তু এখন তিনি মাসে আয় করছেন অর্ধ-লাখ টাকার বেশি। মাসে গড়ে তিনি আড়াই লাখ টাকার পণ্য বিক্রি করছেন।
৪ হাজার টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করা আয়েশা গত এক বছরে ১০ লাখ টাকার বেশি মূলধন করে অনলাইনে সেরা বিক্রেতার স্বীকৃতি পেয়েছেন।
স্বামী সরোয়ার হোসেনের সহযোগিতা ও অনুপ্রেরণায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন আয়েশা। অনলাইন ব্যবসায় সফল হওয়ার পর নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন তিনি।
নতুন নারী উদ্যোক্তাদের উদ্দেশে আয়েশা খাতুন বলেন, “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’। নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে ক্ষেত্রে আজ পিছিয়ে নেই নারীরা। স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার সার্থকতাই আলাদা। একজন সফল নারী উদ্যোক্তা হলে আপনাকে অবশ্যই ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। প্রতিবন্ধকতা থাকবেই। তবে ইচ্ছা থাকলে তা ওভারকাম করা সম্ভব। আমি একা বড় হতে চাই না, আশপাশের নারীদেরও সফল দেখতে চাই।”
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২০ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে