মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
চার বছর আগে উদ্বোধন হওয়া বিজয় চরের নতুন করে ফলক উন্মোচন ও নাম দিয়ে সাইনবোর্ড দিয়েছেন স্থানীয় সাংসদ। গতকাল মঙ্গলবার পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব ওই চরে গিয়ে নতুন করে ফলক উন্মোচন ও নাম দিয়ে সাইনবোর্ড দেন তিনি। সাংসদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, কুয়াকাটা সমুদ্রসৈকত গঙ্গামতি থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে সাগরের মধ্যে এ চর জেগে উঠেছে। চরটির দৈর্ঘ্য হবে আনুমানিক ৬ কিলোমিটার ও প্রস্থ দেড় কিলোমিটার। দেখতে অনেকটা চন্দ্রাকৃতির মতো। স্থানীয় লোকজন বলছেন, বেশ কয়েক বছর আগে থেকে চরটি জেলেদের চোখে ধরা পড়ে। সে সময়ে চরটি হাঁটুজলে থাকলেও পরে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে জেগে উঠতে শুরু করে। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক ড. মো. মাসুমুর রহমান নতুন চরটি দেখতে যান। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে চরটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। চরে জেলা প্রশাসনের নির্দেশনা-সংবলিত একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নতুন এ চরে বৃক্ষরোপণ করা হয়।
পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও পটুয়াখালী পৌর সভার বর্তমান মেয়র মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘২০১৭ সালে আমি চর বিজয়ে জেলা প্রশাসনের সঙ্গে গিয়েছিলাম। একই চর আবার উদ্বোধন করার বিষয়টি বিব্রতকর।’
কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, ‘আমি ঠিক জানি না। তবে ২০১৭ সালে মাসুমুর রহমান ডিসি থাকা অবস্থায় এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গাছ লাগানো হয়।’
এ বিষয়ে সাংসদ মহিব্বুর রহমান মহিব বলেন, ‘চর বিজয়ে বন বিভাগের গাছ লাগানোর প্রোগ্রাম ছিল। ওটার উদ্বোধন করতে গেছি। নামফলক কে বা কারা আনছে আমি জানি না। আসলে উদ্বোধনটা তো বড় কথা নয়, আমাদের এলাকার চর দেখতে গেছি। আগে উদ্বোধন হয়েছে। সে সময় তো আমরা ছিলাম না, তাই আরকি।’
এ ব্যাপারে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, চর বিজয়ে নতুন করে সাইনবোর্ড স্থাপনের বিষয়ে তাঁদেরকে জানানো হয়নি। এ বিষয়ে তিনি কিছু জানেন না।
চার বছর আগে উদ্বোধন হওয়া বিজয় চরের নতুন করে ফলক উন্মোচন ও নাম দিয়ে সাইনবোর্ড দিয়েছেন স্থানীয় সাংসদ। গতকাল মঙ্গলবার পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব ওই চরে গিয়ে নতুন করে ফলক উন্মোচন ও নাম দিয়ে সাইনবোর্ড দেন তিনি। সাংসদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, কুয়াকাটা সমুদ্রসৈকত গঙ্গামতি থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে সাগরের মধ্যে এ চর জেগে উঠেছে। চরটির দৈর্ঘ্য হবে আনুমানিক ৬ কিলোমিটার ও প্রস্থ দেড় কিলোমিটার। দেখতে অনেকটা চন্দ্রাকৃতির মতো। স্থানীয় লোকজন বলছেন, বেশ কয়েক বছর আগে থেকে চরটি জেলেদের চোখে ধরা পড়ে। সে সময়ে চরটি হাঁটুজলে থাকলেও পরে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে জেগে উঠতে শুরু করে। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক ড. মো. মাসুমুর রহমান নতুন চরটি দেখতে যান। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে চরটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। চরে জেলা প্রশাসনের নির্দেশনা-সংবলিত একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নতুন এ চরে বৃক্ষরোপণ করা হয়।
পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও পটুয়াখালী পৌর সভার বর্তমান মেয়র মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘২০১৭ সালে আমি চর বিজয়ে জেলা প্রশাসনের সঙ্গে গিয়েছিলাম। একই চর আবার উদ্বোধন করার বিষয়টি বিব্রতকর।’
কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, ‘আমি ঠিক জানি না। তবে ২০১৭ সালে মাসুমুর রহমান ডিসি থাকা অবস্থায় এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গাছ লাগানো হয়।’
এ বিষয়ে সাংসদ মহিব্বুর রহমান মহিব বলেন, ‘চর বিজয়ে বন বিভাগের গাছ লাগানোর প্রোগ্রাম ছিল। ওটার উদ্বোধন করতে গেছি। নামফলক কে বা কারা আনছে আমি জানি না। আসলে উদ্বোধনটা তো বড় কথা নয়, আমাদের এলাকার চর দেখতে গেছি। আগে উদ্বোধন হয়েছে। সে সময় তো আমরা ছিলাম না, তাই আরকি।’
এ ব্যাপারে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, চর বিজয়ে নতুন করে সাইনবোর্ড স্থাপনের বিষয়ে তাঁদেরকে জানানো হয়নি। এ বিষয়ে তিনি কিছু জানেন না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে