সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা)
নেত্রকোনার মোহনগঞ্জে রাস্তা সংস্কারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সংস্কার করতে গিয়ে নামমাত্র পাথর দিয়ে বাকিটা ডাস্ট ঢেলে পিচ ঢালাইয়ের কাজ সারছেন ঠিকাদার। পিচ ঢালার পর ঠিকমতো দেওয়া হচ্ছে না রোলার। এতে কিছুটা পরপর রাস্তায় ভাঁজ পড়েছে।
এমন নিম্নমানের সংস্কারকাজের ফলে খুব দ্রুততই রাস্তা ভেঙে আগের বেহাল অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের নওহাল বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে শিশুপার্কের সামনে দিয়ে রেললাইনের দিকে যাওয়া রাস্তার চিত্র এটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৭৫ মিটার দৈর্ঘ্য ও ২০ ফিট প্রস্থের পৌরশহরের শিশু পার্কের সামনের এই রাস্তাটির পিচ করার কাজ চলছে। ২৪ লাখ টাকার বেশি বরাদ্দের এই কাজের ঠিকাদার পাশের উপজেলা মদনের মোতাহার হোসেন খান।
এলাকাবাসী জানায়, কাজ খুবই নিম্ন মানের হয়েছে। পাথরের পরিবর্তে ডাস্ট দিয়ে কাজ করার ফলে এ রাস্তা বেশি দিন টিকবে না। রোলার দিয়ে রাস্তাটি সমানও করা হয়নি। শিশু পার্কের সামনের রাস্তা হওয়ায় এখানে প্রতিনিয়ত মানুষ গাড়ি নিয়ে আসবে। এই রাস্তাটি ভালো মানের হওয়া উচিত ছিল। রাস্তা টেকসই হওয়ার মূল উপাদান হলো পাথর, কিন্তু এখানে ঠিকাদার পাথরের পরিবর্তে ডাস্ট দিয়ে কাজ করে যাচ্ছে। এতে ছয় মাসও টিকবে না এই রাস্তা।
স্থানীয় বাসিন্দা আহমেদ শরীফ বলেন, উন্নয়নের নামে এখানে ঠিকাদার আর প্রকৌশলীর পকেট ভরছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। পিচ ঢালাইয়ে কয়েক ধরনের পাথর দেওয়া হয়। আর মসৃণের জন্য সামান্য পরিমাণ ডাস্ট দেওয়া হয়। এই রাস্তায় তো দেখছি পুরোটাই ডাস্ট। পাথর নেই বললেই চলে।
এ বিষয়ে ঠিকাদার মোতাহার হোসেন খান বলেন, পাথর, ডাস্টসহ সবকিছুর পরিমাণ ঠিকই আছে। তবে ডাস্টের পরিমাণ কিছুটা বেশি হওয়ায় রাস্তার জন্য ভালো হচ্ছে। এতে করে মেশাতে গিয়ে বেশি বিটুমিন লাগছে, তাই রাস্তা টিকবে বেশি দিন। এটা কোনো অনিয়ম নয়।
ঠিকাদারের সঙ্গে তাল মিলিয়ে পৌর প্রকৌশলী সাইফুল আমিন বলেন, এখানে বিভিন্ন মাপের পাথরও আছে, তবে ডাস্টের পরিমাণটা বেশি। রাস্তার জন্য ডাস্ট খুবই ভাল। যদিও পাথরের চেয়ে ডাস্টের দাম কম, তবে অনেক ঠিকাদার তো ডাস্ট দিতেই চায় না। আমরা তাকে একটু বেশি পরিমাণে ডাস্ট দেওয়ার জন্য বলেছি।
নেত্রকোনার মোহনগঞ্জে রাস্তা সংস্কারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সংস্কার করতে গিয়ে নামমাত্র পাথর দিয়ে বাকিটা ডাস্ট ঢেলে পিচ ঢালাইয়ের কাজ সারছেন ঠিকাদার। পিচ ঢালার পর ঠিকমতো দেওয়া হচ্ছে না রোলার। এতে কিছুটা পরপর রাস্তায় ভাঁজ পড়েছে।
এমন নিম্নমানের সংস্কারকাজের ফলে খুব দ্রুততই রাস্তা ভেঙে আগের বেহাল অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের নওহাল বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে শিশুপার্কের সামনে দিয়ে রেললাইনের দিকে যাওয়া রাস্তার চিত্র এটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৭৫ মিটার দৈর্ঘ্য ও ২০ ফিট প্রস্থের পৌরশহরের শিশু পার্কের সামনের এই রাস্তাটির পিচ করার কাজ চলছে। ২৪ লাখ টাকার বেশি বরাদ্দের এই কাজের ঠিকাদার পাশের উপজেলা মদনের মোতাহার হোসেন খান।
এলাকাবাসী জানায়, কাজ খুবই নিম্ন মানের হয়েছে। পাথরের পরিবর্তে ডাস্ট দিয়ে কাজ করার ফলে এ রাস্তা বেশি দিন টিকবে না। রোলার দিয়ে রাস্তাটি সমানও করা হয়নি। শিশু পার্কের সামনের রাস্তা হওয়ায় এখানে প্রতিনিয়ত মানুষ গাড়ি নিয়ে আসবে। এই রাস্তাটি ভালো মানের হওয়া উচিত ছিল। রাস্তা টেকসই হওয়ার মূল উপাদান হলো পাথর, কিন্তু এখানে ঠিকাদার পাথরের পরিবর্তে ডাস্ট দিয়ে কাজ করে যাচ্ছে। এতে ছয় মাসও টিকবে না এই রাস্তা।
স্থানীয় বাসিন্দা আহমেদ শরীফ বলেন, উন্নয়নের নামে এখানে ঠিকাদার আর প্রকৌশলীর পকেট ভরছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। পিচ ঢালাইয়ে কয়েক ধরনের পাথর দেওয়া হয়। আর মসৃণের জন্য সামান্য পরিমাণ ডাস্ট দেওয়া হয়। এই রাস্তায় তো দেখছি পুরোটাই ডাস্ট। পাথর নেই বললেই চলে।
এ বিষয়ে ঠিকাদার মোতাহার হোসেন খান বলেন, পাথর, ডাস্টসহ সবকিছুর পরিমাণ ঠিকই আছে। তবে ডাস্টের পরিমাণ কিছুটা বেশি হওয়ায় রাস্তার জন্য ভালো হচ্ছে। এতে করে মেশাতে গিয়ে বেশি বিটুমিন লাগছে, তাই রাস্তা টিকবে বেশি দিন। এটা কোনো অনিয়ম নয়।
ঠিকাদারের সঙ্গে তাল মিলিয়ে পৌর প্রকৌশলী সাইফুল আমিন বলেন, এখানে বিভিন্ন মাপের পাথরও আছে, তবে ডাস্টের পরিমাণটা বেশি। রাস্তার জন্য ডাস্ট খুবই ভাল। যদিও পাথরের চেয়ে ডাস্টের দাম কম, তবে অনেক ঠিকাদার তো ডাস্ট দিতেই চায় না। আমরা তাকে একটু বেশি পরিমাণে ডাস্ট দেওয়ার জন্য বলেছি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে