চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় মামা বাড়িতে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার সোহাগ হোসেন ও বিপ্লব হোসেন। গত বৃহস্পতিবার চৌগাছা থানায় ধর্ষণ মামলার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনাটি ঘটে আগের দিন সন্ধ্যায়।
ছাত্রীটির মায়ের লিখিত এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লোখাপড়া করে। বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের সোহাগ হোসেন তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়েটি মামা বাড়িতে যাচ্ছিল।
এ সময় সোহাগ হোসেন অপর যুবক বিপ্লবের সহায়তায় শিশুটিকে মুখ চেপে একটি বাগানে নিয়ে যায়। পরে মেয়েটির ডাকচিৎকারে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।
শিশুটির মা বলেন, ‘আমরা মেয়ে বাড়িতে না আসায় খুঁজতে বের হয়ে রাত ৮টার দিকে একটি কলাবাগানে তাঁকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পাই। পরে মেয়ের কাছে বিস্তারিত জানার পর থানায় অভিযোগ করি।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।’
ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার মায়ের করা মামলা গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
যশোরের চৌগাছায় মামা বাড়িতে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার সোহাগ হোসেন ও বিপ্লব হোসেন। গত বৃহস্পতিবার চৌগাছা থানায় ধর্ষণ মামলার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনাটি ঘটে আগের দিন সন্ধ্যায়।
ছাত্রীটির মায়ের লিখিত এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লোখাপড়া করে। বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের সোহাগ হোসেন তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়েটি মামা বাড়িতে যাচ্ছিল।
এ সময় সোহাগ হোসেন অপর যুবক বিপ্লবের সহায়তায় শিশুটিকে মুখ চেপে একটি বাগানে নিয়ে যায়। পরে মেয়েটির ডাকচিৎকারে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।
শিশুটির মা বলেন, ‘আমরা মেয়ে বাড়িতে না আসায় খুঁজতে বের হয়ে রাত ৮টার দিকে একটি কলাবাগানে তাঁকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পাই। পরে মেয়ের কাছে বিস্তারিত জানার পর থানায় অভিযোগ করি।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।’
ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার মায়ের করা মামলা গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২০ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে