জমির উদ্দিন, চট্টগ্রাম
সামান্য জ্বর, পরে যে পরীক্ষায় ব্লাড ক্যানসার ধরা পড়ে, তা কি ভেবেছিলেন পাঁচ বছর বয়সী শিশু মহসীনের মা-বাবা?
মহসীনের মা-বাবা বলেন, এক মাস ধরে জ্বর ছিল মহসীনের। সঙ্গে ছিল লাল দানার মতো দাগ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দেন। প্রথম দু-চার দিন কিছুটা উন্নতি হলেও আবার জ্বর আসে। এরপর তাঁরা চিন্তায় পড়েন। পরে শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হন।
এদিকে চার বছর বয়সী শিশু রেজাকে গোসল করাতে গিয়ে মা অনুভব করেন, তার শরীরে চাকাসদৃশ বস্তু। পরে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষা করান। রেজার ব্লাড ক্যানসার ধরা পড়ে। সারা দিন ঘর যারা মাতিয়ে রাখত, তারা ক্যানসার আক্রান্ত হওয়ায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় দুই পরিবারে।
মহসীন চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মা, শিশু জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু ক্যানসার ও রক্তরোগ বিভাগ) ডা. ইন্দিরা চৌধুরীর তত্ত্বাবধানে। এই চিকিৎসক বলেন, পরীক্ষা-নিরীক্ষায় রক্তে ক্যানসার ধরা পড়ে শিশুটির। মহসীনকে তিন ইউনিট রক্ত দেওয়া হয়েছে। প্রায় ছয় মাস ইনটেনসিভ থেরাপির পর মহসীনের এখন মেইনটেন্স থেরাপি চলছে। তিন বছর তার চিকিৎসা চলবে।
চার বছরের শিশু রেজার বাড়ি কক্সবাজারে। রেজাও ডা. ইন্দিরা চৌধুরীর তত্ত্বাবধানে ছিল।
সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় নিশ্চিত হয় তার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়েছে। তার অপারেশনের আগে কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রায় তিন মাস কেমো দেওয়ার পর অস্ত্রোপচার করা হয়। এরপর সিদ্ধান্ত হয় রেডিওথেরাপি দেওয়ার। কিন্তু বয়স কম হওয়ায় রেডিওথেরাপি দেওয়া সম্ভব হয়নি। কেমোথেরাপি শেষ হলেও রক্ষা মেলেনি রেজার। চার মাস আগে রেজাকে তার বাবা হাসপাতালে নিয়ে আসেন। এক্স-রে করলে দেখা যায় বুকে পানি জমেছে।
পরীক্ষা করালে দেখা যায়, ক্যানসার তার শরীরে আবারও বাসা বেঁধেছে। পরে তাকে সাইকেলথেরাপি দিয়ে বাসায় নিয়ে যায় তার পরিবার। কিছুটা উন্নতি হওয়ার পর পরবর্তী থেরাপি নিতে তাঁরা রাজি হননি। কিছুদিন পর শিশুটি মারা যায়।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ছয়জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০২১ সালে চিকিৎসা নেয় ক্যানসার আক্রান্ত ৩১ শিশু। তাদের সবার বয়স ৫ বছরের নিচে। তাদের কারও কেমোথেরাপি চলছে, কারও আবার সদ্য অস্ত্রোপচার হয়েছে।
গবেষকেরা বলছেন, রক্ত, লিভার ও কিডনির ক্যানসার বেশির ভাগ দেখা যায় শিশুদের মধ্যে। জিনগত পরিবর্তনের ফলে গর্ভাবস্থায় থাকা কিছু ভ্রূণ কোষ শিশু ভূমিষ্ঠ হওয়ার আগের অবস্থায় থেকে যাওয়া এবং অস্থিমজ্জায় অস্বাভাবিক বিভাজনই শিশুদের ক্যানসার আক্রান্তের অন্যতম কারণ। তেজস্ক্রিয়া রশ্মি, রাসায়নিক দ্রব্যও ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
ডা. ইন্দিরা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০২১ সালে ৩১ শিশুর ক্যানসার ধরা পড়ে। তাদের মধ্যে ১০ জন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায়, অ্যাকুইট মায়েলয়েড লিউকোমিয়ার ৩ জন, এন হজকিন লিম্ফোমায় ৪ জন, হেপাস্টোব্লাস্টোমায় ৩ জন। এ ছাড়া জার্মসেল টিউমার হয় দুজনের। এ দুজনই চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ। ওইলমুস টিউমার পাঁচজন, ইউংস সারকোমায় একজন, রেটিনোব্লাস্টেমায় (চোখের টিউমার) দুজন ও রেবডোমায়ো সারকোমায় একজন আক্রান্ত হন।
গতকাল সোমবার দুপুরে চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা গেছে, সেখানে ক্যানসার আক্রান্ত ছয় শিশুর চিকিৎসা চলছে। তাদের মধ্যে আছে কক্সবাজার থেকে আসা পাঁচ বছর বয়সী সুমাইয়া আক্তার, কুতুবদিয়ার তিন মাস বয়সী হাবিবুর রহমান, বন্দরের ফ্রি পোর্ট এলাকার ৯ মাস বয়সী সাজিব, আগ্রাবাদ ব্যাপারীপাড়ার আট বছর বয়সী মো. মরিয়ম, বাঁশখালী থেকে আসা ১০ বছর বয়সী মো. এনাম।
চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রধান জগদীশ চন্দ্র দাশ বলেন, ‘ক্যানসার আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুরা রক্ত ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে। এখন আমাদের ১৪টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৬ জন।’
সামান্য জ্বর, পরে যে পরীক্ষায় ব্লাড ক্যানসার ধরা পড়ে, তা কি ভেবেছিলেন পাঁচ বছর বয়সী শিশু মহসীনের মা-বাবা?
মহসীনের মা-বাবা বলেন, এক মাস ধরে জ্বর ছিল মহসীনের। সঙ্গে ছিল লাল দানার মতো দাগ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দেন। প্রথম দু-চার দিন কিছুটা উন্নতি হলেও আবার জ্বর আসে। এরপর তাঁরা চিন্তায় পড়েন। পরে শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হন।
এদিকে চার বছর বয়সী শিশু রেজাকে গোসল করাতে গিয়ে মা অনুভব করেন, তার শরীরে চাকাসদৃশ বস্তু। পরে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষা করান। রেজার ব্লাড ক্যানসার ধরা পড়ে। সারা দিন ঘর যারা মাতিয়ে রাখত, তারা ক্যানসার আক্রান্ত হওয়ায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় দুই পরিবারে।
মহসীন চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মা, শিশু জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু ক্যানসার ও রক্তরোগ বিভাগ) ডা. ইন্দিরা চৌধুরীর তত্ত্বাবধানে। এই চিকিৎসক বলেন, পরীক্ষা-নিরীক্ষায় রক্তে ক্যানসার ধরা পড়ে শিশুটির। মহসীনকে তিন ইউনিট রক্ত দেওয়া হয়েছে। প্রায় ছয় মাস ইনটেনসিভ থেরাপির পর মহসীনের এখন মেইনটেন্স থেরাপি চলছে। তিন বছর তার চিকিৎসা চলবে।
চার বছরের শিশু রেজার বাড়ি কক্সবাজারে। রেজাও ডা. ইন্দিরা চৌধুরীর তত্ত্বাবধানে ছিল।
সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় নিশ্চিত হয় তার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়েছে। তার অপারেশনের আগে কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রায় তিন মাস কেমো দেওয়ার পর অস্ত্রোপচার করা হয়। এরপর সিদ্ধান্ত হয় রেডিওথেরাপি দেওয়ার। কিন্তু বয়স কম হওয়ায় রেডিওথেরাপি দেওয়া সম্ভব হয়নি। কেমোথেরাপি শেষ হলেও রক্ষা মেলেনি রেজার। চার মাস আগে রেজাকে তার বাবা হাসপাতালে নিয়ে আসেন। এক্স-রে করলে দেখা যায় বুকে পানি জমেছে।
পরীক্ষা করালে দেখা যায়, ক্যানসার তার শরীরে আবারও বাসা বেঁধেছে। পরে তাকে সাইকেলথেরাপি দিয়ে বাসায় নিয়ে যায় তার পরিবার। কিছুটা উন্নতি হওয়ার পর পরবর্তী থেরাপি নিতে তাঁরা রাজি হননি। কিছুদিন পর শিশুটি মারা যায়।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ছয়জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০২১ সালে চিকিৎসা নেয় ক্যানসার আক্রান্ত ৩১ শিশু। তাদের সবার বয়স ৫ বছরের নিচে। তাদের কারও কেমোথেরাপি চলছে, কারও আবার সদ্য অস্ত্রোপচার হয়েছে।
গবেষকেরা বলছেন, রক্ত, লিভার ও কিডনির ক্যানসার বেশির ভাগ দেখা যায় শিশুদের মধ্যে। জিনগত পরিবর্তনের ফলে গর্ভাবস্থায় থাকা কিছু ভ্রূণ কোষ শিশু ভূমিষ্ঠ হওয়ার আগের অবস্থায় থেকে যাওয়া এবং অস্থিমজ্জায় অস্বাভাবিক বিভাজনই শিশুদের ক্যানসার আক্রান্তের অন্যতম কারণ। তেজস্ক্রিয়া রশ্মি, রাসায়নিক দ্রব্যও ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
ডা. ইন্দিরা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০২১ সালে ৩১ শিশুর ক্যানসার ধরা পড়ে। তাদের মধ্যে ১০ জন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায়, অ্যাকুইট মায়েলয়েড লিউকোমিয়ার ৩ জন, এন হজকিন লিম্ফোমায় ৪ জন, হেপাস্টোব্লাস্টোমায় ৩ জন। এ ছাড়া জার্মসেল টিউমার হয় দুজনের। এ দুজনই চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ। ওইলমুস টিউমার পাঁচজন, ইউংস সারকোমায় একজন, রেটিনোব্লাস্টেমায় (চোখের টিউমার) দুজন ও রেবডোমায়ো সারকোমায় একজন আক্রান্ত হন।
গতকাল সোমবার দুপুরে চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা গেছে, সেখানে ক্যানসার আক্রান্ত ছয় শিশুর চিকিৎসা চলছে। তাদের মধ্যে আছে কক্সবাজার থেকে আসা পাঁচ বছর বয়সী সুমাইয়া আক্তার, কুতুবদিয়ার তিন মাস বয়সী হাবিবুর রহমান, বন্দরের ফ্রি পোর্ট এলাকার ৯ মাস বয়সী সাজিব, আগ্রাবাদ ব্যাপারীপাড়ার আট বছর বয়সী মো. মরিয়ম, বাঁশখালী থেকে আসা ১০ বছর বয়সী মো. এনাম।
চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রধান জগদীশ চন্দ্র দাশ বলেন, ‘ক্যানসার আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুরা রক্ত ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে। এখন আমাদের ১৪টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৬ জন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে