পাঁচ পেঁয়াজেই ১ কেজি

কেশবপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ১৭

যশোরের কেশবপুরে প্রণোদনার পেঁয়াজের বীজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন রামচন্দ্রপুর গ্রামের কৃষক সাইদুর রহমান। ৩০ শতক জমিতে তাঁর আবাদ করা পেঁয়াজের আকার অনেক বড় হওয়ায় কৃষকদেরও নজর কেড়েছে।

খেতের পাঁচটি পেঁয়াজের ওজন হয়েছে এক কেজি। এর আগে এ এলাকায় এত বড় আকারের পেঁয়াজ উৎপাদন হয়নি বলে কৃষকেরা দাবি করেছেন।

গত বৃহস্পতিবার কৃষক সাইদুর রহমান তাঁর খেতের ছয়টি পেঁয়াজ নিয়ে উপজেলা কৃষি অফিসে আসেন। ওই ছয়টি পেঁয়াজের ওজন হয় এক কেজি তিন শ গ্রাম। প্রণোদনা দেওয়া বীজে বড় বড় পেঁয়াজ উৎপাদন হওয়ায় কৃষকের পাশাপাশি কৃষি অফিসের কর্মকর্তারাও আনন্দ প্রকাশ করেছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম খান বলেন, ‘পেঁয়াজের বীজ পাওয়া কৃষক সাইদুর রহমানকে পরামর্শ দিয়ে বীজ বপন করতে বলা হয়। ওই বীজে বাম্পার ফলন হওয়ায় অন্য কৃষকেরাও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ‘গত সেপ্টেম্বর মাসে উপজেলার ৯০ জন কৃষককে বিনা মূল্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ১ কেজি করে নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজের বীজসহ সার দেওয়া হয়। গ্রীষ্মকালীন এ পেঁয়াজ আবাদ করে সফলতা পাওয়া কৃষক সাইদুর রহমান তাঁর খেতের উৎপাদিত পেঁয়াজ নিয়ে অফিসে আসেন। তাঁর মতো অন্য কৃষকেরাও সফলতা পেয়েছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত