মাসুদ উর রহমান
ছায়াঢাকা-পাখি ডাকা বৃক্ষ সুশোভিত তিতাস অববাহিকার একটি স্নিগ্ধ সুন্দর গ্রাম বিদ্যাকুট। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্বাংশের এ গ্রামটি বহুকাল আগে থেকেই শিক্ষা-সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি-ঐতিহ্যে এক অগ্রসর জনপদ। জনশ্রুতি আছে যে তিতাস অববাহিকায় জেগে ওঠা নতুন চরাঞ্চলে বসতি গড়ে ওঠায় গ্রামটির নামকরণ হয় নবদ্বীপ। এই নবদ্বীপে ক্রমেই অনেক গুণী কৃতীর জন্ম হতে থাকে, বাড়তে থাকে বিদ্যান্বেষণে দেশ-বিদেশে ছড়িয়ে পড়া বিদ্যার্থীদের সংখ্যা। বিদ্যার্থীদের গুণগত সংখ্যার স্তূপীকৃত রূপের লৌকিক নাম হয় ‘বিদ্যার পাহাড়’, যার আভিধানিক রূপ ‘বিদ্যাকুট’। এ-ও জনশ্রুতি আছে যে বিদ্যার পরিধি ক্রমেই বৃদ্ধি পাওয়ায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এ গ্রামটির নামকরণ হয় বিদ্যাকুট।
উনিশ শতকের গোড়ার দিকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে বিদ্যার্থীদের সংখ্যা বৃদ্ধিতে ১৯১৩ সালে উচ্চ ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন অমর চন্দ্র ভট্টাচার্য্য। স্কুলটি ১৯৪৭ সালের ৭ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতি লাভ করে। তখনকার বাস্তবতায় হিন্দু সংখ্যাগরিষ্ঠের এই গ্রামে বেশ কয়েকটি তালুকদার ও জমিদার পরিবারের বাস ছিল। ফলে শতবর্ষের আগেই দাতব্য চিকিৎসালয়, দেওয়ানি আদালত, পোস্ট অফিস, তহশিল অফিস, কাচারি ঘর, কালীবাড়িসহ অনেক মন্দির গড়ে ওঠে। সেই সব মন্দিরে উপাসনা করে ভক্তকুলের মন যেমন পবিত্র হতো, ভেসে আসত মন্দির থেকে কীর্তনের সুর। বিপরীত ঘটনাও কি ঘটত না?
হ্যাঁ ঘটত, জীবন্ত দগ্ধদের আর্তচিৎকার ভেসে আসত যে মন্দিরটি থেকে, সেটি সতীদাহ মন্দির হিসেবে পরিচিত। গ্রামের পশ্চিম অংশে গুরুদাস হাসপাতালের পাশে প্রায় ২০০ বছরের পুরোনো জীর্ণ মন্দিরটিকে ধারণা করা হয় ভারতবর্ষের সর্বশেষ সতীদাহ মন্দির। হিন্দু সমাজে একসময় সতীদাহ প্রথা চালু ছিল। সদ্য বিধবাকে বলপূর্বক এখানে জীবন্ত দাহ করা হতো বাদ্য-বাজনা বাজিয়ে, যেন করুণ আর্তনাদ-আর্তচিৎকার দাহকারীদের কানে না পৌঁছায়। কেউ কেউ স্বেচ্ছায়ও সতীদাহ বরণ করত। তেমনি একজন দেওয়ান বাড়ির রাম মানিকের মাতা। ১৮৩৫ সালে তাঁকে সর্বশেষ সতী হিসেবে দাহ করা হয় এবং তাঁর নামফলক (যা মুক্তিযুদ্ধের সময় নষ্ট হয়ে যায়) খচিত এ মন্দিরটি নির্মাণ করা হয়।
আধ্যাত্মিক সাধনায় সমগ্র ভারত উপমহাদেশ তথা বিশ্বব্যাপী খ্যাতি যিনি অর্জন করেছিলেন, তিনি এই বিদ্যাকুটের কৃতী মা আনন্দময়ী। তাঁর পিতার নাম বিপিণ বিহারী ভট্টাচার্য এবং মাতার নাম শ্রীমতী মোক্ষদা সুন্দরী। দীর্ঘদিন আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন মা আনন্দময়ীর ভক্তকুল ছড়িয়ে-ছিটিয়ে আছে গোটা বিশ্বে। তাঁর জীবনী গ্রন্থ থেকে জানা যায় যে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহর লাল নেহরু, শ্রীমতী কমলা নেহরু, নেতাজি সুভাস চন্দ্র বসু, বল্লভ ভাই প্যাটেল প্রমুখ মা আনন্দময়ীর ভক্ত ছিলেন।
পণ্ডিত শশীভূষণ বিদ্যালংকারের জন্মও নবদ্বীপ নামে পরিচিত বিদ্যাকুট গ্রামে। তাঁর অমর কীর্তি ‘জীবনী কোষ’ গ্রন্থ। তিনি ১৯৩৪-৪৪ খ্রিষ্টাব্দ কালের মধ্যে এই বৃহৎ জীবনী কোষ রচনা করেন। জীবনী কোষ পৌরাণিক ও ঐতিহাসিক এই দুই অংশে বিভক্ত। পৌরাণিক অংশ দুই খণ্ডে এবং ঐতিহাসিক অংশ পাঁচ খণ্ডে প্রকাশিত হয়েছিল। তিনি ‘বাল্যসখা’ ও ‘স্বাবলম্বন’ নামে দুটি পত্রিকাও সম্পাদনা করতেন। তাঁর স্ত্রী বনলতা দেবী একজন কবি এবং কলকাতা থেকে প্রকাশিত ‘অন্তঃপুর’ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁদের কৃতী সন্তান অধ্যাপক দেবব্রত চক্রবর্তী পালি সাহিত্যের বঙ্গানুবাদ করেছেন। পণ্ডিত শশীভূষণ বিদ্যালংকারকে বিদ্যাকুট গ্রামবাসী একদা সংবর্ধনা দিয়েছিল। সেই সংবর্ধনা অনুষ্ঠানে বাণী পাঠিয়েছিলেন আচার্য যদুনাথ সরকার, ভাষাবিদ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ।
সত্য ভূষণ বর্মণ ছিলেন এই গ্রামের আরেক কৃতী। ব্রিটিশ আমলে ওডিশা হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার গৌরব অর্জন করেছিলেন এই ব্যারিস্টার। তাঁর পিতৃব্য রাস বিহারী বর্মণও ছিলেন সেকালের একজন সম্মানিত জেলা জজ। এই গ্রামেই বড় হয়েছেন বর্তমান ভারতের একজন রাজনীতিবিদ, ত্রিপুরা রাজ্যসভার সদ্য পদত্যাগী স্পিকার রেবতী মোহন দাস, যিনি বিদ্যাকুট অমর হাইস্কুল থেকে ১৯৬৭ সালে ম্যাট্রিকুলেশন পাস করে উচ্চশিক্ষার জন্য ভারতের ত্রিপুরায় চলে যান এবং সেখানকার ভারতীয়
জনতা পার্টিতে নিজের স্থান পোক্ত করে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। অন্তু বর্মণ হিসেবে পরিচিত প্রফেসর ড. প্রণয় কুমার রায় বর্মণ ১৯৫৯ সালে বিদ্যাকুট স্কুল থেকে ইতিহাস বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ডে ১৩তম স্থান অর্জন করেন। বয়সের বাধা অতিক্রম করে স্কুলের এই প্রাক্তন এখনো কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন।
বিদ্যাকুট গ্রামের আরেক কৃতী সন্তান ডা. মিজানুর রহমান, যিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশের (আইসিডিডিআরবি) চিকিৎসাবিজ্ঞানী ছিলেন। গুঁড়া চালের স্যালাইন তাঁর উল্লেখযোগ্য আবিষ্কারের একটি। তাঁর বাবা আবদুল কাদের মাশরেকী একজন মরমি কবি হিসেবে সুপরিচিত ছিলেন।
আমাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধেও এই গ্রামের অবদান ছিল গর্ব করার মতো। বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম নুরুল ইসলাম চেয়ারম্যান, শাহজাহান মোল্লা, আব্দুল হাফিজ (হাবিজ), চন্দন চক্রবর্তী, আব্দুর রউফ প্রমুখ। এর বাইরে অনেক নিরীহ মানুষ যুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধের একেবারে শেষ দিকে এসে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা সেলিম, যাঁর নামে বর্তমান সেলিমনগর গ্রাম।
এমন অসংখ্য গুণী-কৃতীর তীর্থভূমি হিসেবে পরিচিত বিদ্যাকুট গ্রামের বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চবিদ্যালয়টি এবার শতবর্ষ পূর্তি উৎসব পালন করতে যাচ্ছে। শতবর্ষ পূর্তি স্মরণীয় করে রাখতে প্রকাশিত হতে যাচ্ছে স্মরণিকা ‘শতবর্ষী বাতিঘর’ এবং বিদ্যালয় আঙিনায় নির্মাণ করা হচ্ছে ‘শতবর্ষী টাওয়ার’। শতবর্ষী এই বিদ্যায়তনের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিদ্যাকুট গ্রামকে নিয়ে তৈরি করা এই লেখা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। সফল হোক এই আয়োজন। আরও উঁচু হোক বিদ্যার পাহাড় তথা বিদ্যাকুট।
লেখক: কলেজশিক্ষক ও সংস্কৃতিকর্মী
ছায়াঢাকা-পাখি ডাকা বৃক্ষ সুশোভিত তিতাস অববাহিকার একটি স্নিগ্ধ সুন্দর গ্রাম বিদ্যাকুট। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্বাংশের এ গ্রামটি বহুকাল আগে থেকেই শিক্ষা-সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি-ঐতিহ্যে এক অগ্রসর জনপদ। জনশ্রুতি আছে যে তিতাস অববাহিকায় জেগে ওঠা নতুন চরাঞ্চলে বসতি গড়ে ওঠায় গ্রামটির নামকরণ হয় নবদ্বীপ। এই নবদ্বীপে ক্রমেই অনেক গুণী কৃতীর জন্ম হতে থাকে, বাড়তে থাকে বিদ্যান্বেষণে দেশ-বিদেশে ছড়িয়ে পড়া বিদ্যার্থীদের সংখ্যা। বিদ্যার্থীদের গুণগত সংখ্যার স্তূপীকৃত রূপের লৌকিক নাম হয় ‘বিদ্যার পাহাড়’, যার আভিধানিক রূপ ‘বিদ্যাকুট’। এ-ও জনশ্রুতি আছে যে বিদ্যার পরিধি ক্রমেই বৃদ্ধি পাওয়ায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এ গ্রামটির নামকরণ হয় বিদ্যাকুট।
উনিশ শতকের গোড়ার দিকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে বিদ্যার্থীদের সংখ্যা বৃদ্ধিতে ১৯১৩ সালে উচ্চ ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন অমর চন্দ্র ভট্টাচার্য্য। স্কুলটি ১৯৪৭ সালের ৭ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতি লাভ করে। তখনকার বাস্তবতায় হিন্দু সংখ্যাগরিষ্ঠের এই গ্রামে বেশ কয়েকটি তালুকদার ও জমিদার পরিবারের বাস ছিল। ফলে শতবর্ষের আগেই দাতব্য চিকিৎসালয়, দেওয়ানি আদালত, পোস্ট অফিস, তহশিল অফিস, কাচারি ঘর, কালীবাড়িসহ অনেক মন্দির গড়ে ওঠে। সেই সব মন্দিরে উপাসনা করে ভক্তকুলের মন যেমন পবিত্র হতো, ভেসে আসত মন্দির থেকে কীর্তনের সুর। বিপরীত ঘটনাও কি ঘটত না?
হ্যাঁ ঘটত, জীবন্ত দগ্ধদের আর্তচিৎকার ভেসে আসত যে মন্দিরটি থেকে, সেটি সতীদাহ মন্দির হিসেবে পরিচিত। গ্রামের পশ্চিম অংশে গুরুদাস হাসপাতালের পাশে প্রায় ২০০ বছরের পুরোনো জীর্ণ মন্দিরটিকে ধারণা করা হয় ভারতবর্ষের সর্বশেষ সতীদাহ মন্দির। হিন্দু সমাজে একসময় সতীদাহ প্রথা চালু ছিল। সদ্য বিধবাকে বলপূর্বক এখানে জীবন্ত দাহ করা হতো বাদ্য-বাজনা বাজিয়ে, যেন করুণ আর্তনাদ-আর্তচিৎকার দাহকারীদের কানে না পৌঁছায়। কেউ কেউ স্বেচ্ছায়ও সতীদাহ বরণ করত। তেমনি একজন দেওয়ান বাড়ির রাম মানিকের মাতা। ১৮৩৫ সালে তাঁকে সর্বশেষ সতী হিসেবে দাহ করা হয় এবং তাঁর নামফলক (যা মুক্তিযুদ্ধের সময় নষ্ট হয়ে যায়) খচিত এ মন্দিরটি নির্মাণ করা হয়।
আধ্যাত্মিক সাধনায় সমগ্র ভারত উপমহাদেশ তথা বিশ্বব্যাপী খ্যাতি যিনি অর্জন করেছিলেন, তিনি এই বিদ্যাকুটের কৃতী মা আনন্দময়ী। তাঁর পিতার নাম বিপিণ বিহারী ভট্টাচার্য এবং মাতার নাম শ্রীমতী মোক্ষদা সুন্দরী। দীর্ঘদিন আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন মা আনন্দময়ীর ভক্তকুল ছড়িয়ে-ছিটিয়ে আছে গোটা বিশ্বে। তাঁর জীবনী গ্রন্থ থেকে জানা যায় যে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহর লাল নেহরু, শ্রীমতী কমলা নেহরু, নেতাজি সুভাস চন্দ্র বসু, বল্লভ ভাই প্যাটেল প্রমুখ মা আনন্দময়ীর ভক্ত ছিলেন।
পণ্ডিত শশীভূষণ বিদ্যালংকারের জন্মও নবদ্বীপ নামে পরিচিত বিদ্যাকুট গ্রামে। তাঁর অমর কীর্তি ‘জীবনী কোষ’ গ্রন্থ। তিনি ১৯৩৪-৪৪ খ্রিষ্টাব্দ কালের মধ্যে এই বৃহৎ জীবনী কোষ রচনা করেন। জীবনী কোষ পৌরাণিক ও ঐতিহাসিক এই দুই অংশে বিভক্ত। পৌরাণিক অংশ দুই খণ্ডে এবং ঐতিহাসিক অংশ পাঁচ খণ্ডে প্রকাশিত হয়েছিল। তিনি ‘বাল্যসখা’ ও ‘স্বাবলম্বন’ নামে দুটি পত্রিকাও সম্পাদনা করতেন। তাঁর স্ত্রী বনলতা দেবী একজন কবি এবং কলকাতা থেকে প্রকাশিত ‘অন্তঃপুর’ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁদের কৃতী সন্তান অধ্যাপক দেবব্রত চক্রবর্তী পালি সাহিত্যের বঙ্গানুবাদ করেছেন। পণ্ডিত শশীভূষণ বিদ্যালংকারকে বিদ্যাকুট গ্রামবাসী একদা সংবর্ধনা দিয়েছিল। সেই সংবর্ধনা অনুষ্ঠানে বাণী পাঠিয়েছিলেন আচার্য যদুনাথ সরকার, ভাষাবিদ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ।
সত্য ভূষণ বর্মণ ছিলেন এই গ্রামের আরেক কৃতী। ব্রিটিশ আমলে ওডিশা হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার গৌরব অর্জন করেছিলেন এই ব্যারিস্টার। তাঁর পিতৃব্য রাস বিহারী বর্মণও ছিলেন সেকালের একজন সম্মানিত জেলা জজ। এই গ্রামেই বড় হয়েছেন বর্তমান ভারতের একজন রাজনীতিবিদ, ত্রিপুরা রাজ্যসভার সদ্য পদত্যাগী স্পিকার রেবতী মোহন দাস, যিনি বিদ্যাকুট অমর হাইস্কুল থেকে ১৯৬৭ সালে ম্যাট্রিকুলেশন পাস করে উচ্চশিক্ষার জন্য ভারতের ত্রিপুরায় চলে যান এবং সেখানকার ভারতীয়
জনতা পার্টিতে নিজের স্থান পোক্ত করে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। অন্তু বর্মণ হিসেবে পরিচিত প্রফেসর ড. প্রণয় কুমার রায় বর্মণ ১৯৫৯ সালে বিদ্যাকুট স্কুল থেকে ইতিহাস বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ডে ১৩তম স্থান অর্জন করেন। বয়সের বাধা অতিক্রম করে স্কুলের এই প্রাক্তন এখনো কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন।
বিদ্যাকুট গ্রামের আরেক কৃতী সন্তান ডা. মিজানুর রহমান, যিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশের (আইসিডিডিআরবি) চিকিৎসাবিজ্ঞানী ছিলেন। গুঁড়া চালের স্যালাইন তাঁর উল্লেখযোগ্য আবিষ্কারের একটি। তাঁর বাবা আবদুল কাদের মাশরেকী একজন মরমি কবি হিসেবে সুপরিচিত ছিলেন।
আমাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধেও এই গ্রামের অবদান ছিল গর্ব করার মতো। বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম নুরুল ইসলাম চেয়ারম্যান, শাহজাহান মোল্লা, আব্দুল হাফিজ (হাবিজ), চন্দন চক্রবর্তী, আব্দুর রউফ প্রমুখ। এর বাইরে অনেক নিরীহ মানুষ যুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধের একেবারে শেষ দিকে এসে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা সেলিম, যাঁর নামে বর্তমান সেলিমনগর গ্রাম।
এমন অসংখ্য গুণী-কৃতীর তীর্থভূমি হিসেবে পরিচিত বিদ্যাকুট গ্রামের বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চবিদ্যালয়টি এবার শতবর্ষ পূর্তি উৎসব পালন করতে যাচ্ছে। শতবর্ষ পূর্তি স্মরণীয় করে রাখতে প্রকাশিত হতে যাচ্ছে স্মরণিকা ‘শতবর্ষী বাতিঘর’ এবং বিদ্যালয় আঙিনায় নির্মাণ করা হচ্ছে ‘শতবর্ষী টাওয়ার’। শতবর্ষী এই বিদ্যায়তনের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিদ্যাকুট গ্রামকে নিয়ে তৈরি করা এই লেখা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। সফল হোক এই আয়োজন। আরও উঁচু হোক বিদ্যার পাহাড় তথা বিদ্যাকুট।
লেখক: কলেজশিক্ষক ও সংস্কৃতিকর্মী
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে