দিদিয়ের দেশম (ফ্রান্স)
১০ বছর+ (৮ জুলাই, ২০১২ থেকে)
১০ বছর ধরে ফ্রান্স দলের কোচিংয়ের দায়িত্বে আছেন। এবারের বিশ্বকাপে কোচদের মধ্যে সবচেয়ে লম্বা সময় দলকে সামলাচ্ছেন তিনিই। এ সময়ের কোচদের মধ্যে দেশমকে সফলতম কোচ বললেও ভুল বলা হবে না। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। ফ্রান্সের এই বিশ্বকাপ পেতে অপেক্ষা করতে হয়েছে ২০ বছর।
ফার্নান্দো সান্তোস (পর্তুগাল)
৮ বছর+ (২৩ সেপ্টেম্বর, ২০১৪ থেকে)
চাকরির মেয়াদে দেশমের পরই ফার্নান্দো সান্তোস। তাঁর অধীনে পর্তুগাল জিতেছে ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ নেশনস লিগ। ২০১৭ ফিফা কনফেডারেশন কাপে পর্তুগাল হয়েছিল তৃতীয়। ২০১৪ সাল থেকে পর্তুগিজদের সামলানোর দায়িত্ব তাঁর কাঁধে।
আলিউ সিসে (সেনেগাল)
৭ বছর+ (৫ মার্চ, ২০১৫ থেকে)
সিসে সেনেগালের দায়িত্বে আছেন ৭ বছরেরও বেশি সময়। তাঁর অধীনে সেনেগাল দুইবার আফ্রিকা কাপ অব নেশনসের (অ্যাফকন) ফাইনাল খেলে সেনেগাল। ২০১৯ অ্যাফকনে সেনেগাল হয়েছিল রানার্সআপ। আর ২০২১ অ্যাফকনে আফ্রিকার দেশটি হয় চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটির সেরা কোচও হয়েছিলেন সিসে।
রবার্তো মার্তিনেজ (বেলজিয়াম)
৬ বছর+ (৩ আগস্ট, ২০১৬ থেকে)
রবার্তো মার্তিনেজ বেলজিয়াম দলের দায়িত্ব নেন ২০১৬ সালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম হয়েছিল তৃতীয়। সোনালি প্রজন্মের ফুটবলার পেয়েও এর চেয়ে বেশি সাফল্যের দেখা পাননি মার্তিনেজ। এবার সেই অপেক্ষার অবসান চান মার্তিনেজ নিজেও।
গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড)
৬ বছর+ (২৮ সেপ্টেম্বর, ২০১৬ থেকে)
মার্তিনেজের মতো গ্যারেথ সাউথগেটেরও চাকরির বয়স ৬ বছর। তাঁর অধীনে ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড হয়েছিল তৃতীয়। আর ২০২০ ইউরোতে রানার্সআপ। রাশিয়া বিশ্বকাপে থ্রি লায়ন্সরা খেলেছিল সেমিফাইনালে। তাঁর কোচিং নিয়ে অবশ্য প্রচুর সমালোচনা আছে ইংলিশদের মধ্যে।
জ্লাতকো দালিচ (ক্রোয়েশিয়া)
৫ বছর+ (৭ অক্টোবর, ২০১৭ থেকে)
ক্রোয়েশিয়া দলের দায়িত্বে জ্লাতকো দালিচ আছেন ৫ বছরেরও বেশি সময় ধরে। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। ফ্রান্সের কাছে হেরে অবশ্য শিরোপাটা আর জেতা হয়নি ক্রোয়াটদের। কাতার বিশ্বকাপে লুকা মদরিচদের নিয়ে আবারও সেই স্বপ্ন দেখছেন দালিচ।
ফেলিক্স সানচেজ (কাতার)
৫ বছর+ (৩ জুলাই, ২০১৭ থেকে)
কাতার দলের দায়িত্ব ফেলিক্স সানচেজ নিয়েছেন ২০১৭ সালে। ২০১৯ এএফসি এশিয়ান কাপ কাতার জিতেছিল তাঁর অধীনে। তবে স্প্যানিশ কোচের অধীনে বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকেরা, তাদের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে।
দিদিয়ের দেশম (ফ্রান্স)
১০ বছর+ (৮ জুলাই, ২০১২ থেকে)
১০ বছর ধরে ফ্রান্স দলের কোচিংয়ের দায়িত্বে আছেন। এবারের বিশ্বকাপে কোচদের মধ্যে সবচেয়ে লম্বা সময় দলকে সামলাচ্ছেন তিনিই। এ সময়ের কোচদের মধ্যে দেশমকে সফলতম কোচ বললেও ভুল বলা হবে না। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। ফ্রান্সের এই বিশ্বকাপ পেতে অপেক্ষা করতে হয়েছে ২০ বছর।
ফার্নান্দো সান্তোস (পর্তুগাল)
৮ বছর+ (২৩ সেপ্টেম্বর, ২০১৪ থেকে)
চাকরির মেয়াদে দেশমের পরই ফার্নান্দো সান্তোস। তাঁর অধীনে পর্তুগাল জিতেছে ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ নেশনস লিগ। ২০১৭ ফিফা কনফেডারেশন কাপে পর্তুগাল হয়েছিল তৃতীয়। ২০১৪ সাল থেকে পর্তুগিজদের সামলানোর দায়িত্ব তাঁর কাঁধে।
আলিউ সিসে (সেনেগাল)
৭ বছর+ (৫ মার্চ, ২০১৫ থেকে)
সিসে সেনেগালের দায়িত্বে আছেন ৭ বছরেরও বেশি সময়। তাঁর অধীনে সেনেগাল দুইবার আফ্রিকা কাপ অব নেশনসের (অ্যাফকন) ফাইনাল খেলে সেনেগাল। ২০১৯ অ্যাফকনে সেনেগাল হয়েছিল রানার্সআপ। আর ২০২১ অ্যাফকনে আফ্রিকার দেশটি হয় চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটির সেরা কোচও হয়েছিলেন সিসে।
রবার্তো মার্তিনেজ (বেলজিয়াম)
৬ বছর+ (৩ আগস্ট, ২০১৬ থেকে)
রবার্তো মার্তিনেজ বেলজিয়াম দলের দায়িত্ব নেন ২০১৬ সালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম হয়েছিল তৃতীয়। সোনালি প্রজন্মের ফুটবলার পেয়েও এর চেয়ে বেশি সাফল্যের দেখা পাননি মার্তিনেজ। এবার সেই অপেক্ষার অবসান চান মার্তিনেজ নিজেও।
গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড)
৬ বছর+ (২৮ সেপ্টেম্বর, ২০১৬ থেকে)
মার্তিনেজের মতো গ্যারেথ সাউথগেটেরও চাকরির বয়স ৬ বছর। তাঁর অধীনে ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড হয়েছিল তৃতীয়। আর ২০২০ ইউরোতে রানার্সআপ। রাশিয়া বিশ্বকাপে থ্রি লায়ন্সরা খেলেছিল সেমিফাইনালে। তাঁর কোচিং নিয়ে অবশ্য প্রচুর সমালোচনা আছে ইংলিশদের মধ্যে।
জ্লাতকো দালিচ (ক্রোয়েশিয়া)
৫ বছর+ (৭ অক্টোবর, ২০১৭ থেকে)
ক্রোয়েশিয়া দলের দায়িত্বে জ্লাতকো দালিচ আছেন ৫ বছরেরও বেশি সময় ধরে। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। ফ্রান্সের কাছে হেরে অবশ্য শিরোপাটা আর জেতা হয়নি ক্রোয়াটদের। কাতার বিশ্বকাপে লুকা মদরিচদের নিয়ে আবারও সেই স্বপ্ন দেখছেন দালিচ।
ফেলিক্স সানচেজ (কাতার)
৫ বছর+ (৩ জুলাই, ২০১৭ থেকে)
কাতার দলের দায়িত্ব ফেলিক্স সানচেজ নিয়েছেন ২০১৭ সালে। ২০১৯ এএফসি এশিয়ান কাপ কাতার জিতেছিল তাঁর অধীনে। তবে স্প্যানিশ কোচের অধীনে বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকেরা, তাদের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে