নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগর পৌর এলাকার আলামনগরে বিকল্প সড়ক নির্মাণ না করেই জনগুরুত্বপূর্ণ সেতু ভেঙে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ১০ গ্রামের কয়েক হাজার চরম বিপাকে পড়েছেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের অধীনে দরপত্র আহ্বান করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮ লাখ টাকা। সেতুটি নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ।
দুই মাস আগে সেতুটির নির্মাণের দায়িত্ব পাওয়ার পর ঠিকাদার লোকমান হোসেন চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ না করেই সেতুটি ভেঙে ফেলেন। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লাপাং, নবীপুর, চরলাপাং, চিত্রসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন এই সেতু দিয়ে। বিকল্প সড়ক নির্মাণ না করায় বিপাকে পড়েছেন তাঁরা। তাঁদের অনেক দূর দিয়ে ঘুরে যাতায়াত করতে হয়।
নুরে আলম নামে এক ব্যক্তি বলেন, ‘বিকল্প সড়ক না করায় যাতায়াতে অনেক কষ্ট করতে হচ্ছে। সব জায়গায় দেখি নতুন সেতু নির্মাণ করলে বিকল্প সড়ক করা হয়। আমাদের সেতুর কাজও হয় না সেতুর বিকল্প সড়কও হয় না।’
এ বিষয়ে ঠিকাদার লোকমান হোসেন বলেন, ‘সেতু নির্মাণের জন্য সেতুটির এক মাথায় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার বিপরীত দিকে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জায়গা। ব্যক্তি মালিকানাধীন জায়গায় একটি টিনশেড ঘরও রয়েছে। সে জায়গা থেকে ঘর সরিয়ে না নিলে বা তারা বাধা দিলে আমরা সেতুর কাজ শুরু করব কীভাবে। স্থানীয় মেয়র এই বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন।’
নবীনগর উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক হাসান বলেন, ‘আমি যখন যোগদান করেছি তখন এই সেতুটি ভাঙা অবস্থায় পেয়েছি। বিকল্প সড়ক তৈরি না করে সেতু ভাঙার নিয়ম নেই, সে জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি। দ্রুতই সেতুটির কাজ শুরু করার কথা, তবে স্থানীয়দের কিছু সমস্যা থাকায় কাজটি শুরু করা হয়নি।’
নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, আলমনগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের অনুমোদন দেয় সরকার। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবেন ঠিকাদার। আর বিকল্প সড়কের কাজ দুদিনের মধ্যেই শুরু করা হবে।
নবীনগর পৌর এলাকার আলামনগরে বিকল্প সড়ক নির্মাণ না করেই জনগুরুত্বপূর্ণ সেতু ভেঙে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ১০ গ্রামের কয়েক হাজার চরম বিপাকে পড়েছেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের অধীনে দরপত্র আহ্বান করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮ লাখ টাকা। সেতুটি নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ।
দুই মাস আগে সেতুটির নির্মাণের দায়িত্ব পাওয়ার পর ঠিকাদার লোকমান হোসেন চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ না করেই সেতুটি ভেঙে ফেলেন। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লাপাং, নবীপুর, চরলাপাং, চিত্রসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন এই সেতু দিয়ে। বিকল্প সড়ক নির্মাণ না করায় বিপাকে পড়েছেন তাঁরা। তাঁদের অনেক দূর দিয়ে ঘুরে যাতায়াত করতে হয়।
নুরে আলম নামে এক ব্যক্তি বলেন, ‘বিকল্প সড়ক না করায় যাতায়াতে অনেক কষ্ট করতে হচ্ছে। সব জায়গায় দেখি নতুন সেতু নির্মাণ করলে বিকল্প সড়ক করা হয়। আমাদের সেতুর কাজও হয় না সেতুর বিকল্প সড়কও হয় না।’
এ বিষয়ে ঠিকাদার লোকমান হোসেন বলেন, ‘সেতু নির্মাণের জন্য সেতুটির এক মাথায় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার বিপরীত দিকে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জায়গা। ব্যক্তি মালিকানাধীন জায়গায় একটি টিনশেড ঘরও রয়েছে। সে জায়গা থেকে ঘর সরিয়ে না নিলে বা তারা বাধা দিলে আমরা সেতুর কাজ শুরু করব কীভাবে। স্থানীয় মেয়র এই বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন।’
নবীনগর উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক হাসান বলেন, ‘আমি যখন যোগদান করেছি তখন এই সেতুটি ভাঙা অবস্থায় পেয়েছি। বিকল্প সড়ক তৈরি না করে সেতু ভাঙার নিয়ম নেই, সে জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি। দ্রুতই সেতুটির কাজ শুরু করার কথা, তবে স্থানীয়দের কিছু সমস্যা থাকায় কাজটি শুরু করা হয়নি।’
নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, আলমনগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের অনুমোদন দেয় সরকার। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবেন ঠিকাদার। আর বিকল্প সড়কের কাজ দুদিনের মধ্যেই শুরু করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে