আনোয়ার সাদাৎ ইমরান, দেলদুয়ার থেকে ফিরে
এলংজানি নদীর তীব্র ভাঙনে দেলদুয়ার-লাউহাটি সড়কের ৫০ ফুট নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সড়ক ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে দেলদুয়ারের সদরের সঙ্গে লাউহাটি ও ফাজিলহাটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থ বরাদ্দ সাপেক্ষে নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেলদুয়ারের এলংজানি নদীতে দেখা দেয় তীব্র ভাঙন। এতে অনেক ফসলি জমি, ঘরবাড়ি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। বর্তমানে শাহধারীপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে থাকা দেলদুয়ার লাউহাটি পাকা সড়কের প্রায় ৫০ ফুট নদীগর্ভে চলে গেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির ওই অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ভারী যানবাহন চলাচল। খুবই ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, রিকশাভ্যান ও ছোট ছোট যানবাহন পাশের কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পুটিয়াজানী গ্রামের বাসুদেব সরকার বলেন, ‘আমরা খুবই ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছি। যেকোনো মুহূর্তে পুরো সড়ক ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই-তিন মাস আগে রাস্তার পূর্ব পাশে একটি জমিতে ভাঙন দেখা দেয়। বর্তমানে জমিটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। পরে এই রাস্তা ভাঙতে শুরু করে। গত প্রায় ১৫-২০ দিন আগে রাস্তাটির এই অংশ হঠাৎ ধসে পড়ে। এখনো ভাঙন অব্যাহত রয়েছে।
শাহধারী পাড়ার মোকাদ্দেছ মিয়া বলেন, ‘এই ভাঙা অংশের দক্ষিণ পাশেই আমার দোকান। যেভাবে সড়কটি ভেঙে যাচ্ছে আমি দুশ্চিন্তায় আছি। আমার দোকান কখন নদীতে ভেঙে পড়ে যায়। আমি দ্রুত রাস্তাটি মেরামত করার দাবি জানাই।’
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ভাঙনের শুরুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এভাবে পুরো রাস্তা ভেঙে যেত না। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দেলদুয়ারের সঙ্গে লাউহাটি ও ফাজিলহাটি ইউনিয়নের সড়ক পথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভোগান্তির শিকার হবে হাজার হাজার জনগণ। তাই তাঁরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে সওজ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী আলিউর হোসেন বলেন, ‘সড়কটি সওজের। কিন্তু নদীর অনেক গভীর থেকে ধসে যাওয়ায় রাস্তাটি মেরামতের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। আমি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে চিঠি দিয়েছি। পাউবো এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
পাউবো টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করার জন্য স্থানীয় সাংসদ ডিও লেটার দিয়েছেন। আমরা অর্থের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি। অর্থ বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি মেরামত করা হবে।’
এলংজানি নদীর তীব্র ভাঙনে দেলদুয়ার-লাউহাটি সড়কের ৫০ ফুট নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সড়ক ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে দেলদুয়ারের সদরের সঙ্গে লাউহাটি ও ফাজিলহাটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থ বরাদ্দ সাপেক্ষে নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেলদুয়ারের এলংজানি নদীতে দেখা দেয় তীব্র ভাঙন। এতে অনেক ফসলি জমি, ঘরবাড়ি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। বর্তমানে শাহধারীপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে থাকা দেলদুয়ার লাউহাটি পাকা সড়কের প্রায় ৫০ ফুট নদীগর্ভে চলে গেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির ওই অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ভারী যানবাহন চলাচল। খুবই ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, রিকশাভ্যান ও ছোট ছোট যানবাহন পাশের কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পুটিয়াজানী গ্রামের বাসুদেব সরকার বলেন, ‘আমরা খুবই ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছি। যেকোনো মুহূর্তে পুরো সড়ক ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই-তিন মাস আগে রাস্তার পূর্ব পাশে একটি জমিতে ভাঙন দেখা দেয়। বর্তমানে জমিটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। পরে এই রাস্তা ভাঙতে শুরু করে। গত প্রায় ১৫-২০ দিন আগে রাস্তাটির এই অংশ হঠাৎ ধসে পড়ে। এখনো ভাঙন অব্যাহত রয়েছে।
শাহধারী পাড়ার মোকাদ্দেছ মিয়া বলেন, ‘এই ভাঙা অংশের দক্ষিণ পাশেই আমার দোকান। যেভাবে সড়কটি ভেঙে যাচ্ছে আমি দুশ্চিন্তায় আছি। আমার দোকান কখন নদীতে ভেঙে পড়ে যায়। আমি দ্রুত রাস্তাটি মেরামত করার দাবি জানাই।’
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ভাঙনের শুরুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এভাবে পুরো রাস্তা ভেঙে যেত না। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দেলদুয়ারের সঙ্গে লাউহাটি ও ফাজিলহাটি ইউনিয়নের সড়ক পথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভোগান্তির শিকার হবে হাজার হাজার জনগণ। তাই তাঁরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে সওজ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী আলিউর হোসেন বলেন, ‘সড়কটি সওজের। কিন্তু নদীর অনেক গভীর থেকে ধসে যাওয়ায় রাস্তাটি মেরামতের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। আমি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে চিঠি দিয়েছি। পাউবো এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
পাউবো টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করার জন্য স্থানীয় সাংসদ ডিও লেটার দিয়েছেন। আমরা অর্থের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি। অর্থ বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি মেরামত করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে