জিন এক্সপার্ট মেশিন চালু হলো শিবচরে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০৭: ৪৫
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ৩৯

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে জিন এক্সপার্ট মেশিন সংযুক্ত করা হয়েছে। গত শনিবার জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এই জিন এক্সপার্ট মেশিনটি উদ্বোধন করেন। এই মেশিনের সাহায্যে কয়েকটি পরীক্ষার মাধ্যমে এখন সহজেই শনাক্ত করা যাবে করোনা ও যক্ষ্মা রোগীদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জিন এক্সপার্ট মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে। এই জিন এক্সপার্ট মেশিন দিয়ে সহজেই করোনা ও যক্ষ্মা রোগীদের শনাক্ত করা যাবে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিফ হুইপ হাসপাতালে নতুন এক্সপার্ট মেশিনটি উদ্বোধন করেছেন। যে সব যক্ষ্মা রোগী সাধারণ টেস্টে শনাক্ত হয় না, এক্সপার্ট মেশিনের সাহায্যে সে সব রোগী সহজেই শনাক্ত করা যাচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত