নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) যেভাবে গঠন করা হয়েছিল, আইন না থাকায় এবারও সে পথেই হাঁটছে সরকার। নতুন ইসি গঠনে সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপ করবেন। পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতির এই সংলাপকে নিয়মরক্ষার বলে মনে করছেন কেউ কেউ।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। এই কমিশন গঠনের আগে ২০১৬ সালে ৩১টি দলের সঙ্গে সংলাপ করেছিলেন রাষ্ট্রপতি। এক মাস সংলাপ শেষে সার্চ কমিটি করে ইসি গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। বর্তমান ইসি গঠনে আবদুল হামিদও সেই প্রক্রিয়া অনুসরণ করেন।
ইসি গঠনে সংবিধানে আইনের কথা বলা থাকলেও এখনো তা হয়নি। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে সেই আইন প্রণয়নের দাবি ওঠে। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইসি গঠনে আইন প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগামী কমিশন আইনের মাধ্যমে গঠনের সুযোগ নেই। আইন না থাকায় ক্ষমতাসীনরা নিজেদের পছন্দমতো কমিশন গঠন করে বলে অভিযোগ রয়েছে। এর ব্যাখ্যায় বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া সব বিষয়ে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করতে হয়। এ কারণে ইসি গঠনে রাষ্ট্রপতি সংলাপ ও সার্চ কমিটি করলেও তাতে ক্ষমতাসীনদের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে জানান, সংলাপের জন্য আজ জাতীয় পার্টি এবং আগামী বুধবার জাসদকে (ইনু) আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে।
আইন চায় সবাই
সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবে বিভিন্ন রাজনৈতিক দল। এ ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেমন কমিশন দরকার, সে বিষয়গুলো রাষ্ট্রপতিকে বলবেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘সংলাপে আমরা নির্বাচন কমিশন আইন করার দাবি জানাব। অন্য কী কী বিষয় নিয়ে কথা বলব, তা সংলাপে যাওয়ার আগে নিজেরা বসে ঠিক করব।’
২২ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য একটা যোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। ইসি গঠনে আইন প্রণয়নের বিষয়ে আমরা জোর দেব।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আইনের ভিত্তিতেই ইসি গঠন করা উচিত। কিন্তু সেই আইন নেই এবং শিগগির তা হচ্ছে বলে মনে হয় না। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আমরা আইনের কথাই বলব।’
আইন না থাকায় আগের সংলাপের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নিয়মরক্ষার সংলাপ করছেন বলে মনে করেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত সংলাপে আমরা আইন প্রণয়নের কথা বলেছিলাম। কিন্তু সরকার তো সেই পথে হাঁটছে না। তাই এই সংলাপে নতুন কিছু হবে বলে আমার মনে হয় না।’
তবে নির্বাচন কমিশন গঠনে আইন না থাকলেও একটি কাঠামো দাঁড়িয়ে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন না হলেও তার মতো একটি কাঠামো দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করবেন। সেটায় অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকেন। সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর সুপারিশ করা নাম থেকে ১০টি নাম রাষ্ট্রপতির কাছে দেবেন। সেখান থেকে রাষ্ট্রপতি পাঁচজনকে নিয়োগ দেবেন। এটা অতীতেও করা হয়েছে। এবারও সব রাজনৈতিক দল আসবে, তাদের সঙ্গে কথা বলে তা করা হবে।’ ইসি গঠনে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার এটা সম্ভব হবে না। পরেরবার হয়তো আইনি মাধ্যমেই ইসি গঠন করা হবে।
ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি অংশ নেবে না বলে দলের কয়েকজন নেতা জানিয়েছেন। সংলাপে যোগ দিতে রাষ্ট্রপতির দপ্তর থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। ইসি গঠন নিয়ে বিএনপির মতামতকে খুব একটা প্রাধান্য দিচ্ছে না আওয়ামী লীগ। এর ব্যাখ্যায় ফারুক খান বলেন, ‘বিএনপি দেশে আর জনপ্রিয় নয়। ইসি গঠন নিয়ে তাদের কাছ থেকে আমরা কোনো কথা শুনতে চাই না। তাদের সময় কীভাবে ইসি গঠন করেছিল, সেটা দেশের মানুষ জানে।’
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) যেভাবে গঠন করা হয়েছিল, আইন না থাকায় এবারও সে পথেই হাঁটছে সরকার। নতুন ইসি গঠনে সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপ করবেন। পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতির এই সংলাপকে নিয়মরক্ষার বলে মনে করছেন কেউ কেউ।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। এই কমিশন গঠনের আগে ২০১৬ সালে ৩১টি দলের সঙ্গে সংলাপ করেছিলেন রাষ্ট্রপতি। এক মাস সংলাপ শেষে সার্চ কমিটি করে ইসি গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। বর্তমান ইসি গঠনে আবদুল হামিদও সেই প্রক্রিয়া অনুসরণ করেন।
ইসি গঠনে সংবিধানে আইনের কথা বলা থাকলেও এখনো তা হয়নি। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে সেই আইন প্রণয়নের দাবি ওঠে। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইসি গঠনে আইন প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগামী কমিশন আইনের মাধ্যমে গঠনের সুযোগ নেই। আইন না থাকায় ক্ষমতাসীনরা নিজেদের পছন্দমতো কমিশন গঠন করে বলে অভিযোগ রয়েছে। এর ব্যাখ্যায় বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া সব বিষয়ে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করতে হয়। এ কারণে ইসি গঠনে রাষ্ট্রপতি সংলাপ ও সার্চ কমিটি করলেও তাতে ক্ষমতাসীনদের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে জানান, সংলাপের জন্য আজ জাতীয় পার্টি এবং আগামী বুধবার জাসদকে (ইনু) আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে।
আইন চায় সবাই
সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবে বিভিন্ন রাজনৈতিক দল। এ ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেমন কমিশন দরকার, সে বিষয়গুলো রাষ্ট্রপতিকে বলবেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘সংলাপে আমরা নির্বাচন কমিশন আইন করার দাবি জানাব। অন্য কী কী বিষয় নিয়ে কথা বলব, তা সংলাপে যাওয়ার আগে নিজেরা বসে ঠিক করব।’
২২ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য একটা যোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। ইসি গঠনে আইন প্রণয়নের বিষয়ে আমরা জোর দেব।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আইনের ভিত্তিতেই ইসি গঠন করা উচিত। কিন্তু সেই আইন নেই এবং শিগগির তা হচ্ছে বলে মনে হয় না। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আমরা আইনের কথাই বলব।’
আইন না থাকায় আগের সংলাপের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নিয়মরক্ষার সংলাপ করছেন বলে মনে করেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত সংলাপে আমরা আইন প্রণয়নের কথা বলেছিলাম। কিন্তু সরকার তো সেই পথে হাঁটছে না। তাই এই সংলাপে নতুন কিছু হবে বলে আমার মনে হয় না।’
তবে নির্বাচন কমিশন গঠনে আইন না থাকলেও একটি কাঠামো দাঁড়িয়ে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন না হলেও তার মতো একটি কাঠামো দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করবেন। সেটায় অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকেন। সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর সুপারিশ করা নাম থেকে ১০টি নাম রাষ্ট্রপতির কাছে দেবেন। সেখান থেকে রাষ্ট্রপতি পাঁচজনকে নিয়োগ দেবেন। এটা অতীতেও করা হয়েছে। এবারও সব রাজনৈতিক দল আসবে, তাদের সঙ্গে কথা বলে তা করা হবে।’ ইসি গঠনে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার এটা সম্ভব হবে না। পরেরবার হয়তো আইনি মাধ্যমেই ইসি গঠন করা হবে।
ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি অংশ নেবে না বলে দলের কয়েকজন নেতা জানিয়েছেন। সংলাপে যোগ দিতে রাষ্ট্রপতির দপ্তর থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। ইসি গঠন নিয়ে বিএনপির মতামতকে খুব একটা প্রাধান্য দিচ্ছে না আওয়ামী লীগ। এর ব্যাখ্যায় ফারুক খান বলেন, ‘বিএনপি দেশে আর জনপ্রিয় নয়। ইসি গঠন নিয়ে তাদের কাছ থেকে আমরা কোনো কথা শুনতে চাই না। তাদের সময় কীভাবে ইসি গঠন করেছিল, সেটা দেশের মানুষ জানে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে