সিলেট সংবাদদাতা
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (জেসিপিএসসি) উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস–২০২১’ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল কোরআন তিলাওয়াত, মোনাজাত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি।
গতকাল রোববার সকালে জেসিপিএসসি’র শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের শিক্ষক ও নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণে করেন। অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে সংযুক্ত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
সহকারী শিক্ষক শর্মিলী দাস সিমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক সাইফ উদ্দিন আহমেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারদান আবির ও দশম শ্রেণির শিক্ষার্থী মারজানা হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর গৌরবোজ্জ্বল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ যে প্রেরণার উন্মেষ ঘটিয়েছিল তা মুক্তিযুদ্ধকে একটি জনযুদ্ধে পরিণত করে। যা পরবর্তীকালে একটি সফল পরিসমাপ্তি ঘটে এবং আমাদের মুক্তি ও বিজয় নিশ্চিত হয়।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত সশস্ত্র বাহিনীর সব সদস্য দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজে প্রতিনিয়ত নিবেদিতপ্রাণ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে পেশাদারির পরিচয় দিচ্ছে এর জন্য বিশ্বের দরবারে হচ্ছে প্রশংসিত।
ক্যারিয়ার হিসেবেও বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্মানজনক পেশা। তাই শিক্ষার্থীদের এ পেশায় সম্পৃক্ত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (জেসিপিএসসি) উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস–২০২১’ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল কোরআন তিলাওয়াত, মোনাজাত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি।
গতকাল রোববার সকালে জেসিপিএসসি’র শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের শিক্ষক ও নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণে করেন। অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে সংযুক্ত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
সহকারী শিক্ষক শর্মিলী দাস সিমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক সাইফ উদ্দিন আহমেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারদান আবির ও দশম শ্রেণির শিক্ষার্থী মারজানা হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর গৌরবোজ্জ্বল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ যে প্রেরণার উন্মেষ ঘটিয়েছিল তা মুক্তিযুদ্ধকে একটি জনযুদ্ধে পরিণত করে। যা পরবর্তীকালে একটি সফল পরিসমাপ্তি ঘটে এবং আমাদের মুক্তি ও বিজয় নিশ্চিত হয়।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত সশস্ত্র বাহিনীর সব সদস্য দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজে প্রতিনিয়ত নিবেদিতপ্রাণ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে পেশাদারির পরিচয় দিচ্ছে এর জন্য বিশ্বের দরবারে হচ্ছে প্রশংসিত।
ক্যারিয়ার হিসেবেও বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্মানজনক পেশা। তাই শিক্ষার্থীদের এ পেশায় সম্পৃক্ত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে