আলী যাকের
জীবনে প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন আলী যাকের। মুস্তাফা নূরউল ইসলামের সঙ্গে। সে সময় জার্মানি ছিল বিভক্ত। পূর্ব জার্মানি ছিল সোভিয়েত বলয়ের দেশ। বার্লিন সে দেশের রাজধানী। বার্লিনে থাকার সময় একদিন ব্রেকফাস্ট সেরে আলী যাকের একটু ঘোরার জন্য বের হতে চাইলেন। মুস্তাফা নূরউল ইসলাম বললেন, ‘আমার দু-একটা ছোটখাটো জিনিস কেনার আছে। তবে এখনো তো কয়েক দিন আছি, পরে দেখা যাবে।’
বার্লিনের সোনালি রোদে একাই হাঁটতে বের হলেন আলী যাকের। মৃদুমন্দ বাতাস বইছে। তাঁর পরনে হালকা একটা পাতলা জ্যাকেট আর জিনস। ছোটখাটো বাগান, নীরব রাস্তা। ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ ফটক দেখে রোমাঞ্চিত হলেন।
এবার ফেরার পালা। ফেরার সময় হঠাৎ পেছন থেকে শুনতে পেলেন একটি নারীকণ্ঠ, ‘স্যার।’
ফিরে দেখেন অতি সুন্দরী এক যুবতী। প্রথমবার বিদেশে আসা—নারীকণ্ঠের ডাক শুনে ভড়কে গেলেন তিনি। মেয়েটা জার্মান ভাষায় বলল, ‘স্প্রাখেন সি ডয়েচ?’ (তুমি কি জার্মান বলতে পারো?)
ইংরেজিতে আলী যাকের জবাব দিলেন, ‘নো।’
ভাঙা ইংরেজিতে মেয়েটি বাংলাদেশ সম্পর্কে নানা কথা বলতে লাগল। আসলেই বাংলাদেশকে সে চেনে। হোটেলে পৌঁছে হোটেলের কফিশপে দুজনের জন্য দুই পেয়ালা কফি নেওয়া হলো।
এরপর এক অদ্ভুত প্রশ্ন করে বসল মেয়েটি, ‘তুমি যে জিনস পরে আছ, সে রকম আর কি আছে তোমার?’ আলী যাকের বললেন, ‘না।’
দমে গেল মেয়েটা। তারপর প্রবল উৎসাহে বলল, ‘আমি যদি তোমাকে ১০০ ফেনিগ (জার্মান মুদ্রা) জোগাড় করে দিই, তুমি কি তোমার পরনের জিনসটা আমাকে দেবে?’
‘এটা তো পুরোনো জিনস!’
‘আমার তাতেই চলবে।’ বলল মেয়েটা।
আসলে পশ্চিম জার্মানির ছেলেমেয়েরা তখন ফ্যাশনেবল হয়ে উঠেছে, কিন্তু পূর্ব জার্মানির লোকেরা পরছে মান্ধাতার আমলের কাপড়চোপড়। একটা জিনস তাই সেখানে বিক্রি হতো সোনার দরে।
সূত্র: আলী যাকের, দূরে কাছে স্বর্গ আছে, পৃষ্ঠা ৬৮-৬৯
জীবনে প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন আলী যাকের। মুস্তাফা নূরউল ইসলামের সঙ্গে। সে সময় জার্মানি ছিল বিভক্ত। পূর্ব জার্মানি ছিল সোভিয়েত বলয়ের দেশ। বার্লিন সে দেশের রাজধানী। বার্লিনে থাকার সময় একদিন ব্রেকফাস্ট সেরে আলী যাকের একটু ঘোরার জন্য বের হতে চাইলেন। মুস্তাফা নূরউল ইসলাম বললেন, ‘আমার দু-একটা ছোটখাটো জিনিস কেনার আছে। তবে এখনো তো কয়েক দিন আছি, পরে দেখা যাবে।’
বার্লিনের সোনালি রোদে একাই হাঁটতে বের হলেন আলী যাকের। মৃদুমন্দ বাতাস বইছে। তাঁর পরনে হালকা একটা পাতলা জ্যাকেট আর জিনস। ছোটখাটো বাগান, নীরব রাস্তা। ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ ফটক দেখে রোমাঞ্চিত হলেন।
এবার ফেরার পালা। ফেরার সময় হঠাৎ পেছন থেকে শুনতে পেলেন একটি নারীকণ্ঠ, ‘স্যার।’
ফিরে দেখেন অতি সুন্দরী এক যুবতী। প্রথমবার বিদেশে আসা—নারীকণ্ঠের ডাক শুনে ভড়কে গেলেন তিনি। মেয়েটা জার্মান ভাষায় বলল, ‘স্প্রাখেন সি ডয়েচ?’ (তুমি কি জার্মান বলতে পারো?)
ইংরেজিতে আলী যাকের জবাব দিলেন, ‘নো।’
ভাঙা ইংরেজিতে মেয়েটি বাংলাদেশ সম্পর্কে নানা কথা বলতে লাগল। আসলেই বাংলাদেশকে সে চেনে। হোটেলে পৌঁছে হোটেলের কফিশপে দুজনের জন্য দুই পেয়ালা কফি নেওয়া হলো।
এরপর এক অদ্ভুত প্রশ্ন করে বসল মেয়েটি, ‘তুমি যে জিনস পরে আছ, সে রকম আর কি আছে তোমার?’ আলী যাকের বললেন, ‘না।’
দমে গেল মেয়েটা। তারপর প্রবল উৎসাহে বলল, ‘আমি যদি তোমাকে ১০০ ফেনিগ (জার্মান মুদ্রা) জোগাড় করে দিই, তুমি কি তোমার পরনের জিনসটা আমাকে দেবে?’
‘এটা তো পুরোনো জিনস!’
‘আমার তাতেই চলবে।’ বলল মেয়েটা।
আসলে পশ্চিম জার্মানির ছেলেমেয়েরা তখন ফ্যাশনেবল হয়ে উঠেছে, কিন্তু পূর্ব জার্মানির লোকেরা পরছে মান্ধাতার আমলের কাপড়চোপড়। একটা জিনস তাই সেখানে বিক্রি হতো সোনার দরে।
সূত্র: আলী যাকের, দূরে কাছে স্বর্গ আছে, পৃষ্ঠা ৬৮-৬৯
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে