চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি এবং বেশি শীত না পড়ায় আশানুরূপ খেজুর রস সংগ্রহ করতে পারছেন না গাছিরা।
দিনের বেলায় কখনো কখনো রোদের দেখা মিললে কাটছে না মেঘলা আবহাওয়া। রাতে ঝরছে ফের বৃষ্টি। ফলে গাছ না শুকানোয় রস সংগ্রহে বাধাগ্রস্ত হচ্ছেন তাঁরা। এক সপ্তাহ ধরে চলা এমন পরিস্থিতিতে এবার খেজুর রস ও গুড় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে গাছিরা আশঙ্কা প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উপজেলার ১১ ইউনিয়ন ও চৌগাছা পৌরসভায় খেজুর রস উৎপাদনের মতো ২৩ হাজারের বেশি গাছ রয়েছে। যা থেকে চলতি মৌসুমে ৯৫ মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
তবে উপজেলার বিভিন্ন গ্রামের গাছিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেও কাঙ্ক্ষিত মাত্রায় শীত না পড়ায় চলতি মৌসুমে পর্যাপ্ত পরিমাণ রস সংগ্রহ নিয়ে চিন্তিত ছিলেন তাঁরা। তার ওপর ডিসেম্বরের ৩ তারিখ থেকেই আকাশে মেঘ থাকায় রস সংগ্রহে বাধাগ্রস্ত হন তাঁরা। এর পর ৪,৫ ও ৬ ডিসেম্বর টানা বর্ষণে নিচু এলাকা পানিতে ডুবে যাওয়ায় গাছ ভিজে রয়েছে। এ অবস্থায় কয়েক দিন ধরে গাছ কাটতে পারছেন না তাঁরা। ৭ ডিসেম্বরও সারা দিন মেঘলা আবহাওয়া থাকায় এবং রোদ না ওঠায় ঠিক কবে থেকে আবার গাছ কেটে রস সংগ্রহ করতে পারবেন তা বলতে পারছেন না গাছিরা।
চৌগাছা পৌরসভার মাঠপাড়া গ্রামের গাছি হানেফ আলী বলেন, ‘প্রায় ৩৫ বছর ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছি। আগে নভেম্বর মাসের শুরু থেকেই কাঙ্ক্ষিত মাত্রায় শীতও পড়ত, ভালো রসও পেতাম। কিন্তু গত কয়েক বছর নভেম্বর মাসে খুব বেশি শীত পড়ে না। এ বছর তো ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হলেও শীতের খুব একটা দেখা নেই।’
গাছি হানেফ আলী বলেন, ‘ইতিমধ্যেই খেজুর গাছ তোলা এবং চাচ দেওয়ার পর কাটা শুরু হয়েছিল। স্বল্প পরিমাণে হলেও রস সংগ্রহও শুরু হয়েছিল। কিন্তু এই কয়েক দিনের মেঘলা আবহাওয়া ও বৃষ্টির কারণে গাছ কাটা সম্ভব হয়নি। রোদে গাছ না শুকানো পর্যন্ত কাটাও যাবে না।’
স্বরুপদাহ গ্রামের গাছি শামছুল উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘অসময়ে কয়েক দিনের বৃষ্টিতে গাছিরা কিছুটা ক্ষতিগ্রস্ত তো হবেনই। তবে আশা করি লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না।’
যশোরের চৌগাছায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি এবং বেশি শীত না পড়ায় আশানুরূপ খেজুর রস সংগ্রহ করতে পারছেন না গাছিরা।
দিনের বেলায় কখনো কখনো রোদের দেখা মিললে কাটছে না মেঘলা আবহাওয়া। রাতে ঝরছে ফের বৃষ্টি। ফলে গাছ না শুকানোয় রস সংগ্রহে বাধাগ্রস্ত হচ্ছেন তাঁরা। এক সপ্তাহ ধরে চলা এমন পরিস্থিতিতে এবার খেজুর রস ও গুড় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে গাছিরা আশঙ্কা প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উপজেলার ১১ ইউনিয়ন ও চৌগাছা পৌরসভায় খেজুর রস উৎপাদনের মতো ২৩ হাজারের বেশি গাছ রয়েছে। যা থেকে চলতি মৌসুমে ৯৫ মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
তবে উপজেলার বিভিন্ন গ্রামের গাছিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেও কাঙ্ক্ষিত মাত্রায় শীত না পড়ায় চলতি মৌসুমে পর্যাপ্ত পরিমাণ রস সংগ্রহ নিয়ে চিন্তিত ছিলেন তাঁরা। তার ওপর ডিসেম্বরের ৩ তারিখ থেকেই আকাশে মেঘ থাকায় রস সংগ্রহে বাধাগ্রস্ত হন তাঁরা। এর পর ৪,৫ ও ৬ ডিসেম্বর টানা বর্ষণে নিচু এলাকা পানিতে ডুবে যাওয়ায় গাছ ভিজে রয়েছে। এ অবস্থায় কয়েক দিন ধরে গাছ কাটতে পারছেন না তাঁরা। ৭ ডিসেম্বরও সারা দিন মেঘলা আবহাওয়া থাকায় এবং রোদ না ওঠায় ঠিক কবে থেকে আবার গাছ কেটে রস সংগ্রহ করতে পারবেন তা বলতে পারছেন না গাছিরা।
চৌগাছা পৌরসভার মাঠপাড়া গ্রামের গাছি হানেফ আলী বলেন, ‘প্রায় ৩৫ বছর ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছি। আগে নভেম্বর মাসের শুরু থেকেই কাঙ্ক্ষিত মাত্রায় শীতও পড়ত, ভালো রসও পেতাম। কিন্তু গত কয়েক বছর নভেম্বর মাসে খুব বেশি শীত পড়ে না। এ বছর তো ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হলেও শীতের খুব একটা দেখা নেই।’
গাছি হানেফ আলী বলেন, ‘ইতিমধ্যেই খেজুর গাছ তোলা এবং চাচ দেওয়ার পর কাটা শুরু হয়েছিল। স্বল্প পরিমাণে হলেও রস সংগ্রহও শুরু হয়েছিল। কিন্তু এই কয়েক দিনের মেঘলা আবহাওয়া ও বৃষ্টির কারণে গাছ কাটা সম্ভব হয়নি। রোদে গাছ না শুকানো পর্যন্ত কাটাও যাবে না।’
স্বরুপদাহ গ্রামের গাছি শামছুল উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, ‘অসময়ে কয়েক দিনের বৃষ্টিতে গাছিরা কিছুটা ক্ষতিগ্রস্ত তো হবেনই। তবে আশা করি লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে