মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে জেলাভিত্তিক প্রথম সরকারি সমন্বিত অফিস চালু হয় দুই মাস আগে। এরই মধ্যে অত্যাধুনিক ১০ তলা সরকারি সমন্বিত অফিসের একটি ইউনিটের ২৪টি জানালার কাচ ভেঙে গেছে। সামান্য দমকা হাওয়ায় এই কাচ ভেঙে যায়। এ ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
গতকাল সোমবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘কী কারণে জানালার কাচ ভেঙেছে তা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে।’
জানা গেছে, ৪ ফেব্রুয়ারি রাতে সামান্য ঝোড়ো হাওয়ায় ১০ তলা ভবনের ষষ্ঠ তলার পূর্বপাশের ব্লকের তিনটি রুমের পূর্বপাশের জানালার কাচ ভেঙে পড়ে। এতে ওই কক্ষের কম্পিউটার, ফটোকপির মেশিনসহ বেশকিছু ইলেকট্রনিকস মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘এ কাজে কারও কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাদারীপুরের উপপরিচালক আজাহারুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তাঁরা পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কেন এমন ঘটনা ঘটল এ নিয়ে কিছু বলা যাবে না।’
কমিটির অন্য সদস্যরা হলেন মাদারীপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম ও মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ আবুল কালাম।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাদারীপুর জেলা সহকারী পরিচালক মুয়িত উদ্দিন মোল্লা বলেন, ‘কয়েক দিন আগের দমকা হাওয়ায় ভবনের ষষ্ঠ তলার পূর্বপাশের ব্লকের ৬০৭-৬০৯ নম্বর কক্ষের সব জানালার কাচ ভেঙে যায়। জানালার পাশে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিনসহ বেশকিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পুরোপুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।’
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের শকুনী মৌজায় ১ একর জায়গায় ৬৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক সরকারি সমন্বিত অফিস ভবন। ২০১৬ সালে ভবনের নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ। ২০২১ সালের ৩ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সমন্বিত অফিস উদ্বোধন করেন। পুরো নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভবনে অফিশিয়াল কার্যক্রম শুরু করা হয়। ১০ তলা ভবনে রয়েছে ৪টি লিফট, মাল্টিপারপাস হলরুম, একই সঙ্গে ৫৫টি গাড়ি পার্কিংয়ের আলাদা স্থান ও প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য আলাদা জায়গা।
মাদারীপুরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে জেলাভিত্তিক প্রথম সরকারি সমন্বিত অফিস চালু হয় দুই মাস আগে। এরই মধ্যে অত্যাধুনিক ১০ তলা সরকারি সমন্বিত অফিসের একটি ইউনিটের ২৪টি জানালার কাচ ভেঙে গেছে। সামান্য দমকা হাওয়ায় এই কাচ ভেঙে যায়। এ ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
গতকাল সোমবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘কী কারণে জানালার কাচ ভেঙেছে তা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে।’
জানা গেছে, ৪ ফেব্রুয়ারি রাতে সামান্য ঝোড়ো হাওয়ায় ১০ তলা ভবনের ষষ্ঠ তলার পূর্বপাশের ব্লকের তিনটি রুমের পূর্বপাশের জানালার কাচ ভেঙে পড়ে। এতে ওই কক্ষের কম্পিউটার, ফটোকপির মেশিনসহ বেশকিছু ইলেকট্রনিকস মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘এ কাজে কারও কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাদারীপুরের উপপরিচালক আজাহারুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তাঁরা পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কেন এমন ঘটনা ঘটল এ নিয়ে কিছু বলা যাবে না।’
কমিটির অন্য সদস্যরা হলেন মাদারীপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম ও মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ আবুল কালাম।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাদারীপুর জেলা সহকারী পরিচালক মুয়িত উদ্দিন মোল্লা বলেন, ‘কয়েক দিন আগের দমকা হাওয়ায় ভবনের ষষ্ঠ তলার পূর্বপাশের ব্লকের ৬০৭-৬০৯ নম্বর কক্ষের সব জানালার কাচ ভেঙে যায়। জানালার পাশে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিনসহ বেশকিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পুরোপুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।’
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের শকুনী মৌজায় ১ একর জায়গায় ৬৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক সরকারি সমন্বিত অফিস ভবন। ২০১৬ সালে ভবনের নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ। ২০২১ সালের ৩ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সমন্বিত অফিস উদ্বোধন করেন। পুরো নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভবনে অফিশিয়াল কার্যক্রম শুরু করা হয়। ১০ তলা ভবনে রয়েছে ৪টি লিফট, মাল্টিপারপাস হলরুম, একই সঙ্গে ৫৫টি গাড়ি পার্কিংয়ের আলাদা স্থান ও প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য আলাদা জায়গা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে