বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ পথ পেরিয়ে এল দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। আজ প্রচারিত হবে ধারাবাহিকটির ৫০০তম পর্ব। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলে যাওয়া নাটকটির গল্পের শুরু প্রত্যন্ত এক গ্রাম থেকে। সেই গ্রামে মায়া আর ভালোবাসায় জড়িয়ে ছিল দুই ভাইবোন—মণি ও মন্ডা। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মে খেলা আর ‘মাশরাফি’র জন্য আবেগ ও ভালোবাসা।
গ্রামের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে একসময় মন্ডা হারিয়ে গেলে ভাইকে খুঁজতে শহরে আসে মণি। কাজ নেয় সাদিক খানের বাড়িতে। এখানে মণি সাহচর্য পায় বন্ধু আয়ান আর তার মমতাময়ী মা রুনার। আয়ানের সঙ্গে মেয়ে হয়েও ছেলের বেশ ধরে ক্রিকেট খেলে মণি সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলে মণি।
ভাইকে দেওয়া কথা রাখতে জাতীয় পর্যায়ে যেতে চায় মণি। ছেলে সেজে খেলতে খেলতে হাঁপিয়ে ওঠা মণি আর কত দিন পরিচয় লুকিয়ে রাখবে! সে কি ভাইকে দেওয়া কথা রাখতে পারবে? ক্রিকেট নিয়ে তার যে স্বপ্নের শুরু, সেটা কি পূরণ হবে? এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে ‘মাশরাফি জুনিয়র’ নাটকের সামনের পর্বগুলোতে।
আহমেদ খান হীরকের গল্পে ধারাবাহিকটির চিত্রনাট্য লিখছেন আসফিদুল হক, সংলাপ মো. মারুফ হাসানের। সাজ্জাদ সুমনের পরিচালনায় এ নাটকে লাইন প্রোডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।
সিরিয়াল: মাশরাফি জুনিয়র
অভিনয়ে: সাফানা নমনি, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, মাইমুনা ফেরদৌস মম, তিনু করিম প্রমুখ।
চ্যানেল: দীপ্ত টিভি
প্রচার: প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিট
দীর্ঘ পথ পেরিয়ে এল দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। আজ প্রচারিত হবে ধারাবাহিকটির ৫০০তম পর্ব। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলে যাওয়া নাটকটির গল্পের শুরু প্রত্যন্ত এক গ্রাম থেকে। সেই গ্রামে মায়া আর ভালোবাসায় জড়িয়ে ছিল দুই ভাইবোন—মণি ও মন্ডা। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মে খেলা আর ‘মাশরাফি’র জন্য আবেগ ও ভালোবাসা।
গ্রামের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে একসময় মন্ডা হারিয়ে গেলে ভাইকে খুঁজতে শহরে আসে মণি। কাজ নেয় সাদিক খানের বাড়িতে। এখানে মণি সাহচর্য পায় বন্ধু আয়ান আর তার মমতাময়ী মা রুনার। আয়ানের সঙ্গে মেয়ে হয়েও ছেলের বেশ ধরে ক্রিকেট খেলে মণি সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলে মণি।
ভাইকে দেওয়া কথা রাখতে জাতীয় পর্যায়ে যেতে চায় মণি। ছেলে সেজে খেলতে খেলতে হাঁপিয়ে ওঠা মণি আর কত দিন পরিচয় লুকিয়ে রাখবে! সে কি ভাইকে দেওয়া কথা রাখতে পারবে? ক্রিকেট নিয়ে তার যে স্বপ্নের শুরু, সেটা কি পূরণ হবে? এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে ‘মাশরাফি জুনিয়র’ নাটকের সামনের পর্বগুলোতে।
আহমেদ খান হীরকের গল্পে ধারাবাহিকটির চিত্রনাট্য লিখছেন আসফিদুল হক, সংলাপ মো. মারুফ হাসানের। সাজ্জাদ সুমনের পরিচালনায় এ নাটকে লাইন প্রোডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।
সিরিয়াল: মাশরাফি জুনিয়র
অভিনয়ে: সাফানা নমনি, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, মাইমুনা ফেরদৌস মম, তিনু করিম প্রমুখ।
চ্যানেল: দীপ্ত টিভি
প্রচার: প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিট
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে