ছাড়পত্র না থাকায় দুই ইটভাটাকে জরিমানা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ০৬: ৫৪

কুষ্টিয়ার ভেড়ামারায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দশমাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. রেকসোনা খাতুন। এ সময় বিএসটিআই অধিদপ্তরের পরিদর্শক আতিকুজ্জামান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরচর ইউনিয়নের এম এইচ টি এবং এম কে বি দীর্ঘদিন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করাসহ কাঠ পুড়িয়ে আসছে। গতকাল দুপুরে অভিযান চালিয়ে দুই ভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার রেকসোনা খাতুন বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা এবং কাঠ ব্যবহার করায় দুই ইটভাটা মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি সংশোধনের জন্য মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত