গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে নির্যাতন করে বাড়ি থেকে বের দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত বৃদ্ধার ছোট ছেলের নাম শমসের মণ্ডল (৩৫)। তিনি নাজিরপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম সুফিয়া বেগম। তিনি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব মামুদপুর গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। তাঁর দুই ছেলের নাম খালেক মণ্ডল ও শমসের মণ্ডল। এ ছাড়া হালিমা, ছাহেলা ও শায়লা নামে তিন মেয়েসন্তানও আছে।
জানা গেছে, ২০১৩ সালে স্বামী মারা যাওয়ার পর ছোট সন্তান শমসের মণ্ডলকে নিয়ে তাঁর নিজ নামীয় ভিটায় তিন ঘরবিশিষ্ট বাড়িতে থাকতেন বৃদ্ধা সুফিয়া। সুখেই ছিলেন তিনি। হঠাৎ ছোট সন্তানের নজর পড়ে মায়ের নামীয় সম্পত্তির ওপর। সে সম্পত্তি লিখে নিতে মায়ের ওপর চাপ দেন তিনি। একপর্যায়ে মা জমি লিখে না দেওয়ায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
ঘটনাটি প্রায় সাত মাস আগের। এরপর থেকে স্থানীয়দের কাছে ধরনা দিয়েও কোনো সমাধান পাননি ওই বৃদ্ধা। পরে থানায় যান তিনি। সেখানে পর পর তিনবার অভিযোগ করেছেন তিনি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এরপর তিনি আদালতে যান। সেখানেও চক্রান্তের শিকার হন সুফিয়া বেগম।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে আদালত থেকে জামিন নেন। এরপর আর কোনো খবর নেওয়া হয়নি তাঁর। কৌশলে বৃদ্ধ মায়ের লিচুবাগান ও বাড়ি ব্যাংকে জামানত রেখে ৩ লাখ টাকা উত্তোলন করেন ছেলে শমসের মণ্ডল।
সুফিয়া বেগম বলেন, তাঁর জমি ও বাড়ি লিখে না দেওয়ায় ছোট ছেলে তাঁকে মারধর করেছেন। আট মাস আগে এক রাতে ওই ছেলে এবং তাঁর বউ গলায় হাঁসুয়া ঠেকিয়ে হত্যা করতে চেয়েছিলেন। পরদিন জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতিতে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তাঁরা ঘুম থেকে ওঠার আগেই জীবনের ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন বৃদ্ধা। এখন তিনি আরেক ছেলের শ্যালকের বাড়ি মামুদপুর দক্ষিণপাড়া এলাকাতে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি গত সোমবার তাঁর জমি ফেরত পেতে আবারও থানায় অভিযোগ করেছেন।
সুফিয়া বেগমের ছোট ছেলে সমশের বলেন, মায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কোনো নির্যাতন করা হয়নি। তবে তাঁর বাগানবাড়ি জামানত রেখে ব্যাংক থেকে ৩ লাখ টাকা ওঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, জমি ও বাগান বাড়ি ফিরিয়ে দিতে শমসের মণ্ডলকে বলা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, যেহেতু এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে, তাই অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন আকারে পাঠানো হয়েছে।
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে নির্যাতন করে বাড়ি থেকে বের দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত বৃদ্ধার ছোট ছেলের নাম শমসের মণ্ডল (৩৫)। তিনি নাজিরপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম সুফিয়া বেগম। তিনি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব মামুদপুর গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। তাঁর দুই ছেলের নাম খালেক মণ্ডল ও শমসের মণ্ডল। এ ছাড়া হালিমা, ছাহেলা ও শায়লা নামে তিন মেয়েসন্তানও আছে।
জানা গেছে, ২০১৩ সালে স্বামী মারা যাওয়ার পর ছোট সন্তান শমসের মণ্ডলকে নিয়ে তাঁর নিজ নামীয় ভিটায় তিন ঘরবিশিষ্ট বাড়িতে থাকতেন বৃদ্ধা সুফিয়া। সুখেই ছিলেন তিনি। হঠাৎ ছোট সন্তানের নজর পড়ে মায়ের নামীয় সম্পত্তির ওপর। সে সম্পত্তি লিখে নিতে মায়ের ওপর চাপ দেন তিনি। একপর্যায়ে মা জমি লিখে না দেওয়ায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
ঘটনাটি প্রায় সাত মাস আগের। এরপর থেকে স্থানীয়দের কাছে ধরনা দিয়েও কোনো সমাধান পাননি ওই বৃদ্ধা। পরে থানায় যান তিনি। সেখানে পর পর তিনবার অভিযোগ করেছেন তিনি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এরপর তিনি আদালতে যান। সেখানেও চক্রান্তের শিকার হন সুফিয়া বেগম।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে আদালত থেকে জামিন নেন। এরপর আর কোনো খবর নেওয়া হয়নি তাঁর। কৌশলে বৃদ্ধ মায়ের লিচুবাগান ও বাড়ি ব্যাংকে জামানত রেখে ৩ লাখ টাকা উত্তোলন করেন ছেলে শমসের মণ্ডল।
সুফিয়া বেগম বলেন, তাঁর জমি ও বাড়ি লিখে না দেওয়ায় ছোট ছেলে তাঁকে মারধর করেছেন। আট মাস আগে এক রাতে ওই ছেলে এবং তাঁর বউ গলায় হাঁসুয়া ঠেকিয়ে হত্যা করতে চেয়েছিলেন। পরদিন জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতিতে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তাঁরা ঘুম থেকে ওঠার আগেই জীবনের ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন বৃদ্ধা। এখন তিনি আরেক ছেলের শ্যালকের বাড়ি মামুদপুর দক্ষিণপাড়া এলাকাতে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি গত সোমবার তাঁর জমি ফেরত পেতে আবারও থানায় অভিযোগ করেছেন।
সুফিয়া বেগমের ছোট ছেলে সমশের বলেন, মায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কোনো নির্যাতন করা হয়নি। তবে তাঁর বাগানবাড়ি জামানত রেখে ব্যাংক থেকে ৩ লাখ টাকা ওঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, জমি ও বাগান বাড়ি ফিরিয়ে দিতে শমসের মণ্ডলকে বলা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, যেহেতু এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে, তাই অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন আকারে পাঠানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে