কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকেরা আগাম পেঁয়াজ চাষ করে লাভের আশায় বুক বেঁধেছেন। চলতি বছর স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা ও দাম বেশি থাকায় বিগত বছরের চেয়ে এবার বেশি জমিতে মসলাজাতীয় পণ্যটির চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। আবহাওয়া অনুকূল থাকায় কম খরচে অধিক ফলন, ভালো দাম পেলে বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা লাভ পাবেন—এমনটাই আশা পেঁয়াজচাষিদের।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার আবহাওয়া অনুকূল থাকায় উপজেলার কৃষকেরা পেঁয়াজ চাষে বেশি লাভবান হবেন। এ বছর ১০ হেক্টরে পেঁয়াজ চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন পেঁয়াজের মাঠ ঘুরে দেখা গেছে, কিষান-কিষানিরা আগাম পেঁয়াজের বাজার ধরার প্রতিযোগিতায় মেতে উঠেছেন। এ জন্য জমিতে আগাছা পরিষ্কার, সেচ ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
বড়ভিটা মেলাবর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, ‘সরকারি রাজস্ব খাতের কৃষি প্রণোদনার সার, বীজ, প্রশিক্ষণ, পরামর্শ ও অর্থসহায়তা পেয়ে আমি দুই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। এতে সেচ, কৃষিশ্রমিক বাদে পুরোটাই লাভ হবে। এক বিঘা জমিতে ফলন পাওয়া যাবে ১৬-২০ মণ। সঠিক বাজারমূল্য পেলে খরচ বাদে ২ বিঘা জমিতে ৫০ হাজার টাকার মতো লাভ হতে পারে।’
একই গ্রামের কৃষক বিনয় চন্দ্র দুই বিঘা, পুঁটিমারী কাচারীপাড়ার আনছার আলী এক বিঘা, মাগুড়া মিয়াপাড়ার শাহজাহান আলী দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। তাঁরা বলেন, এ এলাকার বালুমিশ্রিত জমি অন্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে খুবই উপযোগী। যথাসময়ে সেচ, পরিচর্যা করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে। সঠিক সময়ের কৃষি প্রণোদনা, কম পরিশ্রম ও লাভ তুলনামূলক বেশি হওয়ায় পেঁয়াজ চাষ দিন দিন বাড়ছে।
কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘ভারত থেকে আমদানি কমানোসহ দেশের বাজারে পেঁয়াজের ঘাটতি মেটাতে কৃষিবান্ধব সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ৭৫ জন কৃষককে বিনা মূল্যে নাসিক রেড-৩ জাতের উচ্চফলনশীল বীজ, সার, পরামর্শ, পদ্ধতিগত প্রদর্শনী প্লট স্থাপন এবং অর্থসহায়তা দেওয়া হচ্ছে। মৌসুমের আগে এ পেঁয়াজ তোলা হলে বাজারে চাহিদা মিটবে এবং কৃষকেরা লাভবান হবেন।’
নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকেরা আগাম পেঁয়াজ চাষ করে লাভের আশায় বুক বেঁধেছেন। চলতি বছর স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা ও দাম বেশি থাকায় বিগত বছরের চেয়ে এবার বেশি জমিতে মসলাজাতীয় পণ্যটির চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। আবহাওয়া অনুকূল থাকায় কম খরচে অধিক ফলন, ভালো দাম পেলে বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা লাভ পাবেন—এমনটাই আশা পেঁয়াজচাষিদের।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার আবহাওয়া অনুকূল থাকায় উপজেলার কৃষকেরা পেঁয়াজ চাষে বেশি লাভবান হবেন। এ বছর ১০ হেক্টরে পেঁয়াজ চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন পেঁয়াজের মাঠ ঘুরে দেখা গেছে, কিষান-কিষানিরা আগাম পেঁয়াজের বাজার ধরার প্রতিযোগিতায় মেতে উঠেছেন। এ জন্য জমিতে আগাছা পরিষ্কার, সেচ ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
বড়ভিটা মেলাবর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, ‘সরকারি রাজস্ব খাতের কৃষি প্রণোদনার সার, বীজ, প্রশিক্ষণ, পরামর্শ ও অর্থসহায়তা পেয়ে আমি দুই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। এতে সেচ, কৃষিশ্রমিক বাদে পুরোটাই লাভ হবে। এক বিঘা জমিতে ফলন পাওয়া যাবে ১৬-২০ মণ। সঠিক বাজারমূল্য পেলে খরচ বাদে ২ বিঘা জমিতে ৫০ হাজার টাকার মতো লাভ হতে পারে।’
একই গ্রামের কৃষক বিনয় চন্দ্র দুই বিঘা, পুঁটিমারী কাচারীপাড়ার আনছার আলী এক বিঘা, মাগুড়া মিয়াপাড়ার শাহজাহান আলী দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। তাঁরা বলেন, এ এলাকার বালুমিশ্রিত জমি অন্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে খুবই উপযোগী। যথাসময়ে সেচ, পরিচর্যা করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে। সঠিক সময়ের কৃষি প্রণোদনা, কম পরিশ্রম ও লাভ তুলনামূলক বেশি হওয়ায় পেঁয়াজ চাষ দিন দিন বাড়ছে।
কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘ভারত থেকে আমদানি কমানোসহ দেশের বাজারে পেঁয়াজের ঘাটতি মেটাতে কৃষিবান্ধব সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ৭৫ জন কৃষককে বিনা মূল্যে নাসিক রেড-৩ জাতের উচ্চফলনশীল বীজ, সার, পরামর্শ, পদ্ধতিগত প্রদর্শনী প্লট স্থাপন এবং অর্থসহায়তা দেওয়া হচ্ছে। মৌসুমের আগে এ পেঁয়াজ তোলা হলে বাজারে চাহিদা মিটবে এবং কৃষকেরা লাভবান হবেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে