আজকের পত্রিকা ডেস্ক
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ বুধবার। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চার থেকে ছয় স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: জেলার সাপাহার, পোরশা ও পত্নীতলা উপজেলার ২৩ ইউপিতে ভোট আজ। ইতিমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। চার থেকে ছয় স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ তিন উপজেলার ২৩টি ইউনিয়নের ২২০টি কেন্দ্রের ১ হাজার ২০৩টি কক্ষে মোট ৪ লাখ ৩ হাজার ৮৩৮ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পত্নীতলা উপজেলার ১০০ কেন্দ্রের ৫১৮ কক্ষে ১ লাখ ৭৪ হাজার ১৬৯ জন ভোটার, পোরশায় ৫৮ কেন্দ্রের ৩১১ কক্ষে ১ লাখ ২ হাজার ৪৩৫ ভোটার এবং সাপাহারে ৬২ কেন্দ্রের ৩৭৪ কক্ষে ১ লাখ ২৭ হাজার ২৩৪ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
জানা গেছে, পত্নীতলা উপজেলার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৭ জন, পোরশায় ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৩ জন ও সাধারণ সদস্য পদে ২১৪ জন এবং সাপাহারের ৬ ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৫ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ইতিমধ্যে এসব কেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট পেপার ও ভোট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাচনে পত্নীতলা উপজেলার নজিপুর, সাপাহারের সাপাহার এবং পোরশার নিতপুর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট হবে। বাকি ২০ ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোট হবে।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার ১৪টি ইউপির ১৩৪ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। অর্থাৎ এ উপজেলার প্রায় অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৬০টি সাধারণ হিসাবে ধরা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪ ইউপিতে ৬৪ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব ইউপিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৪ হাজার ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন। নারী ভোটার রয়েছেন ১ লাখ ৩২ হাজার ১৯৪ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে ৭২ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ ইউপিতে নির্বাচন আজ। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার ব্যতীত অন্যান্য নির্বাচনী সামগ্রী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুস সালাম বলেন, উপজেলায় ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৫ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। উপজেলার ৫ ইউপির ৫২টি কেন্দ্রে ১ লাখ ৯৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলায় মোট ২৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
পাবনা: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পাবনার দুটি উপজেলায় ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এর মধ্যে বেড়া উপজেলার সাতটি ইউনিয়ন এবং ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার ৭ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ২৭ জন। মোট ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৮৩ জন। মোট ৯০ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। অপরদিকে, ফরিদপুর উপজেলার ৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৩৩ জন। মোট ভোটকেন্দ্র ৫৬টি। মোট ভোটার ৯২ হাজার ৫৬৯ জন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ বুধবার। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চার থেকে ছয় স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: জেলার সাপাহার, পোরশা ও পত্নীতলা উপজেলার ২৩ ইউপিতে ভোট আজ। ইতিমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। চার থেকে ছয় স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ তিন উপজেলার ২৩টি ইউনিয়নের ২২০টি কেন্দ্রের ১ হাজার ২০৩টি কক্ষে মোট ৪ লাখ ৩ হাজার ৮৩৮ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পত্নীতলা উপজেলার ১০০ কেন্দ্রের ৫১৮ কক্ষে ১ লাখ ৭৪ হাজার ১৬৯ জন ভোটার, পোরশায় ৫৮ কেন্দ্রের ৩১১ কক্ষে ১ লাখ ২ হাজার ৪৩৫ ভোটার এবং সাপাহারে ৬২ কেন্দ্রের ৩৭৪ কক্ষে ১ লাখ ২৭ হাজার ২৩৪ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
জানা গেছে, পত্নীতলা উপজেলার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৭ জন, পোরশায় ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৩ জন ও সাধারণ সদস্য পদে ২১৪ জন এবং সাপাহারের ৬ ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৫ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ইতিমধ্যে এসব কেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট পেপার ও ভোট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাচনে পত্নীতলা উপজেলার নজিপুর, সাপাহারের সাপাহার এবং পোরশার নিতপুর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট হবে। বাকি ২০ ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোট হবে।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার ১৪টি ইউপির ১৩৪ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। অর্থাৎ এ উপজেলার প্রায় অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৬০টি সাধারণ হিসাবে ধরা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪ ইউপিতে ৬৪ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব ইউপিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৪ হাজার ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন। নারী ভোটার রয়েছেন ১ লাখ ৩২ হাজার ১৯৪ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে ৭২ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ ইউপিতে নির্বাচন আজ। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার ব্যতীত অন্যান্য নির্বাচনী সামগ্রী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুস সালাম বলেন, উপজেলায় ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৫ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। উপজেলার ৫ ইউপির ৫২টি কেন্দ্রে ১ লাখ ৯৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলায় মোট ২৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
পাবনা: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পাবনার দুটি উপজেলায় ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এর মধ্যে বেড়া উপজেলার সাতটি ইউনিয়ন এবং ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার ৭ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ২৭ জন। মোট ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৮৩ জন। মোট ৯০ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। অপরদিকে, ফরিদপুর উপজেলার ৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৩৩ জন। মোট ভোটকেন্দ্র ৫৬টি। মোট ভোটার ৯২ হাজার ৫৬৯ জন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৭ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১০ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে