চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পরিত্যক্ত নারকেলের মালা দিয়ে তৈরি হচ্ছে শৌখিন পণ্য। পাখির বাসা, সাবান দানি, ল্যাম্প সেট, লবণ রাখা পাত্র, শোপিস, গয়না, তৈজসপত্র, ফুলদানি, নৌকা, কলমদানি, হারিকেন, কেটলি, চামচ, কাপসহ প্রায় ২৫০ রকমের পণ্য বানানো হচ্ছে। দেশের বাজারে চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে।
নারকেলের মালা দিয়ে হস্তশিল্প তৈরি করছেন তরুণ উদ্যোক্তা, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ার বাসিন্দা খালিদ বিন ওয়ালিদ। তিনি পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি কোর্স ছিল পরিবেশ রসায়ন। সেই থেকেই মাথায় চিন্তা আসে পরিবেশ নিয়ে কিছু একটা করতে হবে। এরপর থেকে শুরু পরিবেশবান্ধব পণ্য নিয়ে কাজ করার। গবেষণা, দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা, তথ্য সংগ্রহ করে সংরক্ষণ ও পর্যালোচনা করেন। এরপর সাতগাড়ি এলাকায় গড়ে তোলেন বড় একটি কারখানা।
ওয়ালিদ কারখানায় হস্তশিল্পের পণ্য তৈরির কাজের জন্য সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের কাঠমিস্ত্রি আলামিন হোসেনকে প্রস্তাব দেন। তাঁকে মালা দিয়ে তৈরি জিনিসপত্র তৈরির কাজ দেখানোর জন্য নিয়ে যান বরিশালের বিভিন্ন এলাকায়। সেখান থেকে প্রাথমিক ধারণা নেন কাজের। এরপর অল্প পরিসরে কারখানায় কাজ শুরু হয়। পরে ইউটিউবে বিভিন্ন ধরনের হস্ত শিল্পের কাজগুলো দেখেন।
কারখানা ম্যানেজার সবুজ সাবিদ বলেন, আমাদের উৎপাদিত পণ্যগুলো বিভিন্ন জেলা থেকে এসে ব্যবসায়ীরা কারখানা থেকে কিনে নিয়ে যান। অনেকে আবার অনলাইনের মাধ্যমে অর্ডার দেন। মালার তৈরি জিনিসের চাহিদা অনেক বেশি।
কারিগর আলামিন বলেন, ‘এ কাজ চোখে দেখে রপ্ত করি। মালিক সঙ্গে করে নিয়ে যান বরিশালে। সেখানকার কারিগরদের কাজ দেখে আসি। ইউটিউব দেখে পণ্য বানাই। ১০ হাজার টাকা বেতন পায় তা দিয়ে ভালোভাবে সংসার চলছে।’
রোদো হ্যান্ডিক্যাফটের পরিচালক ওয়ালিদ বলেন, ‘পরিবেশ রক্ষা করতে এ উদ্যোগ। নারিকেলের মালা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে দেশে ও বিদেশে বিক্রি করছি। চাহিদা অনেক। মালা দিয়ে তৈরি উপকরণগুলো দেখতে সুন্দর। প্রথমে লোকসান দিয়ে এ কারখানা চালু করতে হয়। বর্তমানে বিক্রি অনেক ভালো।’
চুয়াডাঙ্গায় পরিত্যক্ত নারকেলের মালা দিয়ে তৈরি হচ্ছে শৌখিন পণ্য। পাখির বাসা, সাবান দানি, ল্যাম্প সেট, লবণ রাখা পাত্র, শোপিস, গয়না, তৈজসপত্র, ফুলদানি, নৌকা, কলমদানি, হারিকেন, কেটলি, চামচ, কাপসহ প্রায় ২৫০ রকমের পণ্য বানানো হচ্ছে। দেশের বাজারে চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে।
নারকেলের মালা দিয়ে হস্তশিল্প তৈরি করছেন তরুণ উদ্যোক্তা, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ার বাসিন্দা খালিদ বিন ওয়ালিদ। তিনি পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি কোর্স ছিল পরিবেশ রসায়ন। সেই থেকেই মাথায় চিন্তা আসে পরিবেশ নিয়ে কিছু একটা করতে হবে। এরপর থেকে শুরু পরিবেশবান্ধব পণ্য নিয়ে কাজ করার। গবেষণা, দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা, তথ্য সংগ্রহ করে সংরক্ষণ ও পর্যালোচনা করেন। এরপর সাতগাড়ি এলাকায় গড়ে তোলেন বড় একটি কারখানা।
ওয়ালিদ কারখানায় হস্তশিল্পের পণ্য তৈরির কাজের জন্য সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের কাঠমিস্ত্রি আলামিন হোসেনকে প্রস্তাব দেন। তাঁকে মালা দিয়ে তৈরি জিনিসপত্র তৈরির কাজ দেখানোর জন্য নিয়ে যান বরিশালের বিভিন্ন এলাকায়। সেখান থেকে প্রাথমিক ধারণা নেন কাজের। এরপর অল্প পরিসরে কারখানায় কাজ শুরু হয়। পরে ইউটিউবে বিভিন্ন ধরনের হস্ত শিল্পের কাজগুলো দেখেন।
কারখানা ম্যানেজার সবুজ সাবিদ বলেন, আমাদের উৎপাদিত পণ্যগুলো বিভিন্ন জেলা থেকে এসে ব্যবসায়ীরা কারখানা থেকে কিনে নিয়ে যান। অনেকে আবার অনলাইনের মাধ্যমে অর্ডার দেন। মালার তৈরি জিনিসের চাহিদা অনেক বেশি।
কারিগর আলামিন বলেন, ‘এ কাজ চোখে দেখে রপ্ত করি। মালিক সঙ্গে করে নিয়ে যান বরিশালে। সেখানকার কারিগরদের কাজ দেখে আসি। ইউটিউব দেখে পণ্য বানাই। ১০ হাজার টাকা বেতন পায় তা দিয়ে ভালোভাবে সংসার চলছে।’
রোদো হ্যান্ডিক্যাফটের পরিচালক ওয়ালিদ বলেন, ‘পরিবেশ রক্ষা করতে এ উদ্যোগ। নারিকেলের মালা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে দেশে ও বিদেশে বিক্রি করছি। চাহিদা অনেক। মালা দিয়ে তৈরি উপকরণগুলো দেখতে সুন্দর। প্রথমে লোকসান দিয়ে এ কারখানা চালু করতে হয়। বর্তমানে বিক্রি অনেক ভালো।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে