আমতলীতে বাসভাড়া নিয়ে নৈরাজ্য

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০৯: ১৫
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ৪৬

দক্ষিণাঞ্চলে আঞ্চলিক সড়কে বাস ভাড়ায় চলছে নৈরাজ্য। সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতিদিনই যাত্রীদের সঙ্গে বাসের স্টাফদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটছে।

বাস মালিক সমিতি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভুক্তভোগী যাত্রীদের আরও অভিযোগ, প্রশাসন সব জেনেও এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না।

জানা গেছে, বরিশাল–কুয়াকাটার সরকার নির্ধারিত ভাড়া ২৩০ টাকা, কিন্তু বাসে আদায় করা হচ্ছে ২৭০ টাকা। পাগলা–আমতলীর ভাড়া ৮০ টাকা, কিন্তু আদায় হচ্ছে ৯০ টাকা। পটুয়াখালী–আমতলীর ভাড়া ৬০ টাকা, কিন্তু আদায় করা হচ্ছে ৭০ টাকা। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রতিদিন বাসের স্টাফদের সঙ্গে যাত্রীদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে।

বাসের যাত্রী জব্বার মিয়া বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেই ঝগড়াঝাঁটি শুরু করে বাসশ্রমিকেরা।’

যাত্রী শাওন বলেন, ‘তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে ভাড়া ৪০ ভাগ বাড়ানো হয়েছে। এটা চরম নৈরাজ্য। তেলের দাম বাড়িয়ে বাস মালিক সমিতির লাভ হয়েছে। ক্ষতি যত সব জনগণের।’

বরগুনা বাস মালিক সমিতির কার্যকরী সদস্য হাসান মৃধা অতিরিক্ত বাস ভাড়া আদায়ের কথা অস্বীকার করে বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে।’

পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ‘আগামী সপ্তাহে চার জেলার মালিক সমিতি সমন্বয় মিটিং করে বাস ভাড়া পুনর্নির্ধারণ করবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত