নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করাই তাদের কাজ। যাঁরা অন্যের নিরাপত্তা নিয়ে কাজ করেন, সেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের কর্মকর্তারা কাজ করছেন জরাজীর্ণ পরিবেশে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে দেখা যায়, ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত প্রতিষ্ঠানটি ওই ভবন থেকে সরিয়ে না নিলে যেকোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটির ছাদের অংশবিশেষ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাদ থেকে প্রায় সময় পলেস্তারা খসে পড়ে। তাই আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি, কখন ছাদ ভেঙে মাথায় পড়ে।’ তারা দ্রুত প্রতিষ্ঠানটির অফিস ওই ভবন থেকে সরিয়ে নেওয়া আরবান জানান।
শ্রম নীতি এবং শ্রম পরিদর্শন সম্পর্কিত ৮১ নম্বর আই এল ও কনভেনশন অনুযায়ী ১৯৭০ সালে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর নামে একটি স্বতন্ত্র পরিদপ্তর সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠার সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে কার্যক্রম শুরু করে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর। এরপর ২০০৭ সাল পর্যন্ত ওই ভবনের তৃতীয় তলায় অফিস করতেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কিন্তু ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০০৭ সালে ওই ভবনের পাশে শিপ ব্রেকিং ইয়ার্ড প্রজেক্টের জন্য তৈরি করা একটি ভবনে স্থানান্তরিত হন তারা। এরপর ২০১৪ সাল পর্যন্ত ওই ভবনে অফিস করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ২০১৬ সালে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর এখন পুনরায় বিভাগীয় শ্রম দপ্তরের জরাজীর্ণ ওই ভবনে অফিস করা শুরু করেছেন প্রতিষ্ঠানটি কর্মকর্তারা।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ছাদের নিচের অংশে তৈরি হয়েছে অসংখ্য ক্ষত। ওই ক্ষত দিয়ে ছাদের রড বেরিয়ে পড়েছে। দেয়ালগুলোর অবস্থাও নাজুক।
এ সম্পর্কে জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত ঢাকায় আছেন জানিয়ে প্রতিষ্ঠানটির সহ-মহাপরিদর্শক শিপন চৌধুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটি সহ-মহাপরিদর্শক শিপন চৌধুরী বলেন, ‘আমি ২০১৬ সালে এখানে আসি। আসার পর থেকে দেখছি শ্রম দপ্তরের এই ভবনেই আমাদের অফিস। ভবনটির এমন অবস্থা, দেখে মনে হয় এখনই ছাদ ধসে পড়বে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
শিপ ব্রেকিং ইয়ার্ড প্রজেক্টের ভবনটি পরিত্যক্ত ঘোষণা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভবনটি একটি প্রকল্পের অধীনে তৈরি করা হয়। বর্ষাকালে ওই ভবনটির নিচতলায় পানি উঠে যেতো। যে কারণে একপর্যায়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত সহ-মহাপরিদর্শক (সেফটি) মিজানুর রহমান জনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন তৈরির একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১৫ দিন আগে আমরা ভবন তৈরির জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করে এসেছি। এ সম্পর্কিত একটি প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি।’
কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করাই তাদের কাজ। যাঁরা অন্যের নিরাপত্তা নিয়ে কাজ করেন, সেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের কর্মকর্তারা কাজ করছেন জরাজীর্ণ পরিবেশে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে দেখা যায়, ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত প্রতিষ্ঠানটি ওই ভবন থেকে সরিয়ে না নিলে যেকোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটির ছাদের অংশবিশেষ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাদ থেকে প্রায় সময় পলেস্তারা খসে পড়ে। তাই আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি, কখন ছাদ ভেঙে মাথায় পড়ে।’ তারা দ্রুত প্রতিষ্ঠানটির অফিস ওই ভবন থেকে সরিয়ে নেওয়া আরবান জানান।
শ্রম নীতি এবং শ্রম পরিদর্শন সম্পর্কিত ৮১ নম্বর আই এল ও কনভেনশন অনুযায়ী ১৯৭০ সালে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর নামে একটি স্বতন্ত্র পরিদপ্তর সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠার সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে কার্যক্রম শুরু করে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর। এরপর ২০০৭ সাল পর্যন্ত ওই ভবনের তৃতীয় তলায় অফিস করতেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কিন্তু ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০০৭ সালে ওই ভবনের পাশে শিপ ব্রেকিং ইয়ার্ড প্রজেক্টের জন্য তৈরি করা একটি ভবনে স্থানান্তরিত হন তারা। এরপর ২০১৪ সাল পর্যন্ত ওই ভবনে অফিস করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ২০১৬ সালে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর এখন পুনরায় বিভাগীয় শ্রম দপ্তরের জরাজীর্ণ ওই ভবনে অফিস করা শুরু করেছেন প্রতিষ্ঠানটি কর্মকর্তারা।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ছাদের নিচের অংশে তৈরি হয়েছে অসংখ্য ক্ষত। ওই ক্ষত দিয়ে ছাদের রড বেরিয়ে পড়েছে। দেয়ালগুলোর অবস্থাও নাজুক।
এ সম্পর্কে জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত ঢাকায় আছেন জানিয়ে প্রতিষ্ঠানটির সহ-মহাপরিদর্শক শিপন চৌধুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটি সহ-মহাপরিদর্শক শিপন চৌধুরী বলেন, ‘আমি ২০১৬ সালে এখানে আসি। আসার পর থেকে দেখছি শ্রম দপ্তরের এই ভবনেই আমাদের অফিস। ভবনটির এমন অবস্থা, দেখে মনে হয় এখনই ছাদ ধসে পড়বে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
শিপ ব্রেকিং ইয়ার্ড প্রজেক্টের ভবনটি পরিত্যক্ত ঘোষণা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভবনটি একটি প্রকল্পের অধীনে তৈরি করা হয়। বর্ষাকালে ওই ভবনটির নিচতলায় পানি উঠে যেতো। যে কারণে একপর্যায়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত সহ-মহাপরিদর্শক (সেফটি) মিজানুর রহমান জনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন তৈরির একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১৫ দিন আগে আমরা ভবন তৈরির জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করে এসেছি। এ সম্পর্কিত একটি প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে