মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার সংরক্ষিত বনাঞ্চলের কয়েক হাজার গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় একটি প্রভাবশালী চক্র বনের আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার করেছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের হারবাং বন বিটের উত্তর হারবাং করমমুহুরীর লম্বা ঘোনা এলাকায় বন বিভাগের ১৫০ একর আয়তনের সৃজিত আকাশমণিবাগান রয়েছে। ওই বাগান থেকে প্রকাশ্যে এক মাস ধরে গাছ কাটা হচ্ছে। এলাকার প্রভাবশালী আবদুল মালেক ও নাছির উদ্দিনের নেতৃত্বে এই বনের গাছ লুট হচ্ছে।
এ নিয়ে স্থানীয় লোকজন বন বিভাগে গাছ উজাড়ের তথ্য দিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী একজন বলেন, গাছ কাটার বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হলে এই তথ্য গাছ লুটকারীদের কাছে পৌঁছে যায়।
যোগাযোগ করা হলে নিজে গাছ কাটার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন আবদুল মালেক। তিনি বলেন, ‘আমি গাছ ব্যবসায় জড়িত। গাছ কাটার সঙ্গে এলাকার কিছু ছেলে রয়েছে। সেখানে নাছিরের পাঁচ একর বাগান থেকে আমি গাছ কিনেছি বলে আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে।’ বন বিভাগের জমি নাছিরের কীভাবে হলো, জানতে চাইলে মালেক কোনো সদুত্তর দিতে পারেননি।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন গাছ কাটার বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি বলেন, সেখানে কিছু পাহাড়ের জমি নিয়ে বন বিভাগের সঙ্গে সমস্যা হয়েছে।
বন বিভাগের সংশ্লিষ্ট বিটের কর্মকর্তা শাহীনুর রহমান। তিনি হারবাং বনবিট ও চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব রয়েছেন। এই কর্মকর্তার সঙ্গে গত মঙ্গলবার ও গতকাল বৃহস্পতিবার কথা হয়। তিনি মঙ্গলবার গাছ সাবাড় ও এতে তাঁদের সহযোগিতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।
তবে গতকাল শাহীনুর রহমান গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, বন বিভাগের জবরদখলে যাওয়া কিছু পাহাড় থেকে গাছ কাটা গেছে। এসব বন জবরদখলকারীরা সৃজন করেছেন।
রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান আরও বলেন, ১১ ফেব্রুয়ারি প্রায় ৩০০ ঘনফুট গাছ জব্দ করা হয়েছে। গাছ পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দু-এক দিন আগে বিষয়টি আমি অবগত হয়েছি। ইতিমধ্যে গাছ কাটা বন্ধ হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) বিপুল কৃষ্ণ দাস বলেন, খোঁজ নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার সংরক্ষিত বনাঞ্চলের কয়েক হাজার গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় একটি প্রভাবশালী চক্র বনের আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার করেছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের হারবাং বন বিটের উত্তর হারবাং করমমুহুরীর লম্বা ঘোনা এলাকায় বন বিভাগের ১৫০ একর আয়তনের সৃজিত আকাশমণিবাগান রয়েছে। ওই বাগান থেকে প্রকাশ্যে এক মাস ধরে গাছ কাটা হচ্ছে। এলাকার প্রভাবশালী আবদুল মালেক ও নাছির উদ্দিনের নেতৃত্বে এই বনের গাছ লুট হচ্ছে।
এ নিয়ে স্থানীয় লোকজন বন বিভাগে গাছ উজাড়ের তথ্য দিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী একজন বলেন, গাছ কাটার বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হলে এই তথ্য গাছ লুটকারীদের কাছে পৌঁছে যায়।
যোগাযোগ করা হলে নিজে গাছ কাটার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন আবদুল মালেক। তিনি বলেন, ‘আমি গাছ ব্যবসায় জড়িত। গাছ কাটার সঙ্গে এলাকার কিছু ছেলে রয়েছে। সেখানে নাছিরের পাঁচ একর বাগান থেকে আমি গাছ কিনেছি বলে আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে।’ বন বিভাগের জমি নাছিরের কীভাবে হলো, জানতে চাইলে মালেক কোনো সদুত্তর দিতে পারেননি।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন গাছ কাটার বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি বলেন, সেখানে কিছু পাহাড়ের জমি নিয়ে বন বিভাগের সঙ্গে সমস্যা হয়েছে।
বন বিভাগের সংশ্লিষ্ট বিটের কর্মকর্তা শাহীনুর রহমান। তিনি হারবাং বনবিট ও চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব রয়েছেন। এই কর্মকর্তার সঙ্গে গত মঙ্গলবার ও গতকাল বৃহস্পতিবার কথা হয়। তিনি মঙ্গলবার গাছ সাবাড় ও এতে তাঁদের সহযোগিতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।
তবে গতকাল শাহীনুর রহমান গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, বন বিভাগের জবরদখলে যাওয়া কিছু পাহাড় থেকে গাছ কাটা গেছে। এসব বন জবরদখলকারীরা সৃজন করেছেন।
রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান আরও বলেন, ১১ ফেব্রুয়ারি প্রায় ৩০০ ঘনফুট গাছ জব্দ করা হয়েছে। গাছ পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দু-এক দিন আগে বিষয়টি আমি অবগত হয়েছি। ইতিমধ্যে গাছ কাটা বন্ধ হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) বিপুল কৃষ্ণ দাস বলেন, খোঁজ নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে