মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)
বেলের খোসা এখন আর ফেলনা নয়। বেলের খোসা থেকে ছোট ছোট পুঁতি কেটে সুতায় ভরে তৈরি হচ্ছে নান্দনিক মালা। আর সেই মালা দেশে ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।
মাগুরার মহম্মদপুরের প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি গ্রামে দরিদ্র মানুষের জীবিকা নির্বাহের অবলম্বন হিসাবে বেছে নিয়েছে এই বেলের মালা তৈরির কাজ। বংশপরম্পরায় তাঁরা আজও এই শিল্পটি টিকিয়ে রেখেছেন।
মাগুরা, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহ,চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গিয়ে কাঁচা বেল ও বেলের খোসা সংগ্রহ করেন গ্রামের লোকজন। সেগুলো প্রক্রিয়াজাতকরণ করে মালা তৈরির কাজে লাগানো হয়। এ সব মালা বাজারে ও মেলায় ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি করা হয়।
এ ছাড়া ওই গ্রামেই কয়েকজন মহাজন রয়েছে। তাঁরা গ্রামের লোকদের কাছ থেকে মালা কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার মোকামে বিক্রি করেন। ফ্যাশন ডিজাইনের কাজের জন্য ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে এখন রপ্তানি হচ্ছে এই মালা।
বাবুখালী ইউনিয়নে বেল মালা তৈরি হয় কয়েক প্রজন্ম ধরে। তাঁরা জানান, সাধারণত ৩০০টি বেল কেনেন চার শ টাকা দরে। এক গোছা মালা তৈরি করতে খরচ ১০ থেকে ১৫ টাকা। গ্রামের মহাজন তা কেনেন ৬০-৬৫ টাকা দরে।
চরসেলামাতপুর গ্রামের তৃপ্তি রানি, সন্ধ্যা রানি বলেন, ‘দিন পাল্টেছে। আগের মতো লাভ আর হয় না। বাজারে মালা ভালো দামে বিক্রি হলেও তার সুফল তাঁদের কাছে পৌঁছাচ্ছে না। তারপরও এই মালা তৈরির কাজ করেই সংসার চলে।’
শিল্পীদের দাবি, সরকারি ভাবে এই শিল্পকে বাঁচানোর জন্য পদক্ষেপ না নিলে, এই পেশা অচিরেই হারিয়ে যাবে।
মাগুরা জেলা শিল্প সহায়ক কেন্দ্র বিসিক এর উপ-ব্যবস্থাপক মো. আব্দুস সালাম আজকের পত্রিকা বলেন, ‘এ পেশার সঙ্গে জড়িতদের উন্নত প্রশিক্ষণ ও হস্তশিল্পকে টিকিয়ে রাখতে তাঁদের বিসিকের পক্ষ থেকে ঋণের ব্যবস্থা করা হবে।’
বেলের খোসা এখন আর ফেলনা নয়। বেলের খোসা থেকে ছোট ছোট পুঁতি কেটে সুতায় ভরে তৈরি হচ্ছে নান্দনিক মালা। আর সেই মালা দেশে ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।
মাগুরার মহম্মদপুরের প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি গ্রামে দরিদ্র মানুষের জীবিকা নির্বাহের অবলম্বন হিসাবে বেছে নিয়েছে এই বেলের মালা তৈরির কাজ। বংশপরম্পরায় তাঁরা আজও এই শিল্পটি টিকিয়ে রেখেছেন।
মাগুরা, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহ,চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গিয়ে কাঁচা বেল ও বেলের খোসা সংগ্রহ করেন গ্রামের লোকজন। সেগুলো প্রক্রিয়াজাতকরণ করে মালা তৈরির কাজে লাগানো হয়। এ সব মালা বাজারে ও মেলায় ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি করা হয়।
এ ছাড়া ওই গ্রামেই কয়েকজন মহাজন রয়েছে। তাঁরা গ্রামের লোকদের কাছ থেকে মালা কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার মোকামে বিক্রি করেন। ফ্যাশন ডিজাইনের কাজের জন্য ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে এখন রপ্তানি হচ্ছে এই মালা।
বাবুখালী ইউনিয়নে বেল মালা তৈরি হয় কয়েক প্রজন্ম ধরে। তাঁরা জানান, সাধারণত ৩০০টি বেল কেনেন চার শ টাকা দরে। এক গোছা মালা তৈরি করতে খরচ ১০ থেকে ১৫ টাকা। গ্রামের মহাজন তা কেনেন ৬০-৬৫ টাকা দরে।
চরসেলামাতপুর গ্রামের তৃপ্তি রানি, সন্ধ্যা রানি বলেন, ‘দিন পাল্টেছে। আগের মতো লাভ আর হয় না। বাজারে মালা ভালো দামে বিক্রি হলেও তার সুফল তাঁদের কাছে পৌঁছাচ্ছে না। তারপরও এই মালা তৈরির কাজ করেই সংসার চলে।’
শিল্পীদের দাবি, সরকারি ভাবে এই শিল্পকে বাঁচানোর জন্য পদক্ষেপ না নিলে, এই পেশা অচিরেই হারিয়ে যাবে।
মাগুরা জেলা শিল্প সহায়ক কেন্দ্র বিসিক এর উপ-ব্যবস্থাপক মো. আব্দুস সালাম আজকের পত্রিকা বলেন, ‘এ পেশার সঙ্গে জড়িতদের উন্নত প্রশিক্ষণ ও হস্তশিল্পকে টিকিয়ে রাখতে তাঁদের বিসিকের পক্ষ থেকে ঋণের ব্যবস্থা করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে