ক্রীড়া ডেস্ক
টেনিস কোর্টে অবিশ্বাস্য সময় কাটাচ্ছেন শীর্ষ বাছাই ইগা সিয়াতেক। টানা ৩২ ম্যাচ জেতা সিয়াতেককে যেন থামানোর সাধ্য কারও নেই! সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে চীনা প্রতিপক্ষ কুইনওয়েন জেংয়ের বিপক্ষে পেয়েছেন ঘুরে দাঁড়ানো এক জয়। তিন সেটে গড়ানো লড়াইয়ে সিয়াতেক বাজিমাত করেছেন ৭-৬ (৭-৫), ০-৬ ও ২-৬ গেমে। শেষ আটে আজ তাঁর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।
রোলা গাঁরোতে দ্বিতীয় শিরোপার সন্ধানে থাকা সিয়াতেক অবশ্য ভাগ্যকেও কিছুটা ধন্যবাদ দিতে পারেন। জয়ের ধারায় থাকা সিয়াতেক পরশু রাতে কিছুটা ছন্দহীন ছিলেন। ব্যাটে-বলে সব মিলছিল না। অন্যদিকে প্রথম সেটে জেতার পর চোটে পড়েন জেং। পরে চিকিৎসা নিয়ে ফিরেও আর ছন্দ ফিরে পাননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক জয় তুলে নেন সিয়াতেক।
পিছিয়ে পড়েও সিয়াতেকের ঘুরে দাঁড়ানোতে অবদান রেখেছে ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপার গান। তাঁর গান গেয়েই নিজেকে উজ্জীবিত করেন সিয়াতেক। এই পোলিশ টেনিস তারকা বলেন, ‘আমি মনে মনে গান গাচ্ছিলাম। প্রথম সেটেই আমি বুঝতে পেরেছিলাম, টেকনিক্যাল যে বিষয়গুলোয় আমি মনোযোগ দিচ্ছিলাম, তা কাজে লাগছিল না। সেটা করতে না পেরে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। তখন ডুয়া লিপার গান আমাকে সাহায্য করেছিল।’
ডুয়া লিপার গান গেয়ে নিজেকে উজ্জীবিত করলেও কোর্টের বাইরে বই পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সিয়াতেক। বিশেষ করে ম্যাচের আগে। কদিন আগে বিসিবিতে এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘বই পড়া আমার সবচেয়ে বেশি পছন্দের শখগুলোর একটি। এটা আমাকে নির্ভার রাখে এবং ম্যাচ জেতায় মনোযোগী হতে সহায়তা করে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরুর ৪০ মিনিট আগে অগাথা ক্রিস্টির মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস বইটি পড়ে শেষ করি।’ অগাথা ক্রিস্টি ছাড়া আলেক্সান্ডার ডুমা ও জর্জ অরওয়েলও নিজের পছন্দের লেখক বলে জানান সিয়াতেক।
এদিকে গতকাল শেষ আটের লড়াইয়ে ইতালিয়ান তারকা মার্টিনা থ্রেভিসানের কাছে হেরে গেছেন কানাডীয় তরুণী লেইলাহ ফার্নান্দেজ। তিন সেটের লড়াইয়ে মার্টিনা জিতেছেন ৬-২, ৬-৭ (৩-৭) ও ৬-৩ গেমে। তাঁর প্রতিপক্ষ সোলানে স্টেফানসকে হারান কোকো গাফ।
টেনিস কোর্টে অবিশ্বাস্য সময় কাটাচ্ছেন শীর্ষ বাছাই ইগা সিয়াতেক। টানা ৩২ ম্যাচ জেতা সিয়াতেককে যেন থামানোর সাধ্য কারও নেই! সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে চীনা প্রতিপক্ষ কুইনওয়েন জেংয়ের বিপক্ষে পেয়েছেন ঘুরে দাঁড়ানো এক জয়। তিন সেটে গড়ানো লড়াইয়ে সিয়াতেক বাজিমাত করেছেন ৭-৬ (৭-৫), ০-৬ ও ২-৬ গেমে। শেষ আটে আজ তাঁর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।
রোলা গাঁরোতে দ্বিতীয় শিরোপার সন্ধানে থাকা সিয়াতেক অবশ্য ভাগ্যকেও কিছুটা ধন্যবাদ দিতে পারেন। জয়ের ধারায় থাকা সিয়াতেক পরশু রাতে কিছুটা ছন্দহীন ছিলেন। ব্যাটে-বলে সব মিলছিল না। অন্যদিকে প্রথম সেটে জেতার পর চোটে পড়েন জেং। পরে চিকিৎসা নিয়ে ফিরেও আর ছন্দ ফিরে পাননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক জয় তুলে নেন সিয়াতেক।
পিছিয়ে পড়েও সিয়াতেকের ঘুরে দাঁড়ানোতে অবদান রেখেছে ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপার গান। তাঁর গান গেয়েই নিজেকে উজ্জীবিত করেন সিয়াতেক। এই পোলিশ টেনিস তারকা বলেন, ‘আমি মনে মনে গান গাচ্ছিলাম। প্রথম সেটেই আমি বুঝতে পেরেছিলাম, টেকনিক্যাল যে বিষয়গুলোয় আমি মনোযোগ দিচ্ছিলাম, তা কাজে লাগছিল না। সেটা করতে না পেরে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। তখন ডুয়া লিপার গান আমাকে সাহায্য করেছিল।’
ডুয়া লিপার গান গেয়ে নিজেকে উজ্জীবিত করলেও কোর্টের বাইরে বই পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সিয়াতেক। বিশেষ করে ম্যাচের আগে। কদিন আগে বিসিবিতে এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘বই পড়া আমার সবচেয়ে বেশি পছন্দের শখগুলোর একটি। এটা আমাকে নির্ভার রাখে এবং ম্যাচ জেতায় মনোযোগী হতে সহায়তা করে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরুর ৪০ মিনিট আগে অগাথা ক্রিস্টির মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস বইটি পড়ে শেষ করি।’ অগাথা ক্রিস্টি ছাড়া আলেক্সান্ডার ডুমা ও জর্জ অরওয়েলও নিজের পছন্দের লেখক বলে জানান সিয়াতেক।
এদিকে গতকাল শেষ আটের লড়াইয়ে ইতালিয়ান তারকা মার্টিনা থ্রেভিসানের কাছে হেরে গেছেন কানাডীয় তরুণী লেইলাহ ফার্নান্দেজ। তিন সেটের লড়াইয়ে মার্টিনা জিতেছেন ৬-২, ৬-৭ (৩-৭) ও ৬-৩ গেমে। তাঁর প্রতিপক্ষ সোলানে স্টেফানসকে হারান কোকো গাফ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে