জাপান (তামিল সিনেমা)
অভিনয়: কার্থি, আনু ইমানুয়েল, সুনীল
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: কোনোভাবেই ধরা যাচ্ছে না জাপানকে। এরই মধ্যে ১৮২টি মামলা জমে গেছে তার বিরুদ্ধে। স্বর্ণ, নারী আর ক্ষমতার বলয়ে জাপানের বসবাস। কিছুতেই তাকে আটকাতে পারছে না পুলিশ। এবার সে শহরের প্রাণকেন্দ্রে ইতিহাসের সর্বোচ্চ চুরিটা করে। প্রায় ২০০ কোটি রুপির স্বর্ণ চুরি করে সে। পুরো পুলিশ ডিপার্টমেন্ট মাঠে নামে জাপানকে ধরতে।
কুসে মুনিসামি বীরাপ্পান (ডকুমেন্টরি সিরিজ)
দেখা যাবে: জি ফাইভ
গল্প সংক্ষেপ: দস্যু বীরাপ্পানের জীবনী নিয়ে তৈরি হয়েছে তথ্যনির্ভর সিরিজটি। বীরাপ্পান ছিল একজন ভারতীয় চোরাকারবারি ও দস্যু। মুক্তিপণ আদায়ের জন্য বিশিষ্ট রাজনীতিবিদদের অপহরণ করেছিল সে। তার বিরুদ্ধে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা রাজ্যের জঙ্গলে চন্দন কাঠ পাচার ও হাতি শিকারের অভিযোগ ছিল। প্রায় ৩৬ বছর ধরে সক্রিয় ছিল বীরাপ্পান। তার জীবনের জানা-অজানা নানা তথ্য আর রিয়েল ফুটেজ স্থান পেয়েছে এই সিরিজে।
দ্য ক্রাউন: সিজন ৬ (ইংলিশ সিরিজ)
অভিনয়: এলিজাবেথ ডেবিকি, ইমেলডা স্টন্টন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: এমি অ্যাওয়ার্ড বিজয়ী এই সিরিজের এটি ষষ্ঠ ও শেষ সিজন। সিরিজের গল্প তৈরি হয়েছে ব্রিটিশ রাজপরিবারের কাহিনি নিয়ে। প্রিন্সেস ডায়ানার মর্মান্তিক মৃত্যুর ঘটনা দিয়ে শেষ হচ্ছে সিরিজটি। শেষ সিজনে জানা যাবে, কীভাবে মৃত্যু হয়েছিল প্রিন্সেস ডায়ানার। কী কারণে হয়েছিল তাঁর মৃত্যু? আর ব্রিটিশ রাজপরিবার এমনকি রাজনীতিতে কতটা প্রভাব ফেলেছিল ডায়ানার মৃত্যু?
দ্য ফ্রিল্যান্সার (হিন্দি সিরিজ)
অভিনয়: মোহিত রায়না, কাশ্মীরা পরদেশি, অনুপম খের
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্প সংক্ষেপ: শিরিষ ঠোরাটের ‘অ্যা টিকেট টু সিরিয়া’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। সিরিজের গল্প একজন পুলিশ কর্মকর্তার কম বয়সী এক মেয়েকে ঘিরে, যে রহস্যময় এক পুরুষকে বিয়ে করে। হানিমুনে যাওয়ার কথা বলে মেয়েটিকে সিরিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে বিপদে পড়ে সে। মেয়েটি সিরিয়া-ইরাক বর্ডারের কাছাকাছি একটি অঞ্চলে বন্দি। ভয়ানক সার্ভেইল্যান্স চারদিকে। তাকে উদ্ধার করার দায়িত্ব পড়ে অবিনাশ কামাথের ওপর। মুম্বাইয়ের একজন মদ্যপ ও সাসপেন্ডেড পুলিশ অফিসার সে।