মুনীরুল ইসলাম
ইসলামের শিক্ষা হচ্ছে, ‘মানুষ খাওয়ার জন্য বেঁচে থাকে না, বরং বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করে’। অর্থাৎ, অতি ভোজনবিলাসী হতে নিরুৎসাহিত করে ইসলাম। ইসলাম পানাহারের আদব-শিষ্টাচার এবং নিয়মকানুন অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে খাবার গ্রহণের যেসব শিষ্টাচারের কথা বলেছেন, এখানে তার কয়েকটি তুলে ধরা হলো: খাবার গ্রহণের আগে এবং পরে উভয় হাত ও মুখ ধুয়ে নেওয়া এবং কুলি করে নেওয়া। খাওয়া শুরু করার আগে ‘বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’ দোয়া পড়া। শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ‘বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ’ পড়া। বাঁ হাতে পানাহার না করা। খাওয়ার সময় কোনো খাবার নিচে পড়ে গেলে, এতে ময়লা ইত্যাদি লাগলে তা পরিষ্কার করে খাওয়া। তেমনি খাওয়া শেষ হয়ে গেলে হাত ধোয়ার আগে আঙুলের সঙ্গে লেগে থাকা খাবার চেটে খাওয়া।
দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া। কয়েকজন একসঙ্গে এক প্লেটে খাওয়া।
উটের মতো এক শ্বাসে পানীয় পান না করা। তিন শ্বাসে এবং ‘বিসমিল্লাহ’ বলে পান করা। রাসুলুল্লাহ (সা.) টেবিলে ও ছোট ছোট পেয়ালায় খেতেন না, বরং তিনি ও তাঁর সাহাবায়ে কেরাম দস্তরখানে বসে একসঙ্গে খেতেন। কলস, হাঁড়ি, জগ ইত্যাদিতে মুখ লাগিয়ে পান না করা। পানির পাত্রে নিশ্বাস না ফেলা এবং ফুঁক না দেওয়া। দাঁড়িয়ে পান না করা।
রাসুলুল্লাহ (সা.) হেলান দিয়ে কিছু খেতেন না। কখনো খাবারের দোষ ধরতেন না। খাবার পছন্দ হলে খেতেন, নতুবা পরিহার করতেন। হজরত হুজায়ফা (রা.) বলেছেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাদের সোনা কিংবা রুপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। খাওয়া শেষ হলে ‘আলহামদুলিল্লা হিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জায়ালানা মিনাল মুসলিমিন’ দোয়াটি পড়া। (বুখারি ও মুসলিম)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ইসলামের শিক্ষা হচ্ছে, ‘মানুষ খাওয়ার জন্য বেঁচে থাকে না, বরং বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করে’। অর্থাৎ, অতি ভোজনবিলাসী হতে নিরুৎসাহিত করে ইসলাম। ইসলাম পানাহারের আদব-শিষ্টাচার এবং নিয়মকানুন অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে খাবার গ্রহণের যেসব শিষ্টাচারের কথা বলেছেন, এখানে তার কয়েকটি তুলে ধরা হলো: খাবার গ্রহণের আগে এবং পরে উভয় হাত ও মুখ ধুয়ে নেওয়া এবং কুলি করে নেওয়া। খাওয়া শুরু করার আগে ‘বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’ দোয়া পড়া। শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ‘বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ’ পড়া। বাঁ হাতে পানাহার না করা। খাওয়ার সময় কোনো খাবার নিচে পড়ে গেলে, এতে ময়লা ইত্যাদি লাগলে তা পরিষ্কার করে খাওয়া। তেমনি খাওয়া শেষ হয়ে গেলে হাত ধোয়ার আগে আঙুলের সঙ্গে লেগে থাকা খাবার চেটে খাওয়া।
দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া। কয়েকজন একসঙ্গে এক প্লেটে খাওয়া।
উটের মতো এক শ্বাসে পানীয় পান না করা। তিন শ্বাসে এবং ‘বিসমিল্লাহ’ বলে পান করা। রাসুলুল্লাহ (সা.) টেবিলে ও ছোট ছোট পেয়ালায় খেতেন না, বরং তিনি ও তাঁর সাহাবায়ে কেরাম দস্তরখানে বসে একসঙ্গে খেতেন। কলস, হাঁড়ি, জগ ইত্যাদিতে মুখ লাগিয়ে পান না করা। পানির পাত্রে নিশ্বাস না ফেলা এবং ফুঁক না দেওয়া। দাঁড়িয়ে পান না করা।
রাসুলুল্লাহ (সা.) হেলান দিয়ে কিছু খেতেন না। কখনো খাবারের দোষ ধরতেন না। খাবার পছন্দ হলে খেতেন, নতুবা পরিহার করতেন। হজরত হুজায়ফা (রা.) বলেছেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাদের সোনা কিংবা রুপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। খাওয়া শেষ হলে ‘আলহামদুলিল্লা হিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জায়ালানা মিনাল মুসলিমিন’ দোয়াটি পড়া। (বুখারি ও মুসলিম)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে