সম্পাদকীয়
যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আবার হবে তো দেখা, শাওন রাতে যদি—এমন অসংখ্য প্রেম-বিরহের গান বাঙালির হৃদয়তন্ত্রীতে বাজবে বহুদিন। এসব গানের অমর স্রষ্টা হলেন কিংবদন্তি শিল্পী মান্না দে।
পিতা পূর্ণচন্দ্র তাঁর নাম রেখেছিলেন প্রবোধ চন্দ্র দে। কাকা কৃষ্ণচন্দ্র দে তাঁকে ডাকতেন মান্না বলে। সংগীতভুবনে এ নামেই তিনি খ্যাতিমান হয়ে ওঠেন। একাধারে শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ছিলেন।
তাঁর বিপুল গানের সম্ভার আজীবন তাঁকে জীবন্ত করে রাখবে। গান আর স্কুলের পাঠ শুরু হয়েছিল প্রায় একসঙ্গেই। কাকা সংগীতাচার্য কৃষ্ণচন্দ্র দে একাধারে ছিলেন তাঁর সংগীত গুরু ও প্রেরণার উৎস।
মাত্র ২৩ বছর বয়সে কাকার হাত ধরে মুম্বাইয়ে আসেন তিনি। সেই বছরই কাকার সংগীত পরিচালনায় ‘তামান্না’ ছবিতে গান একটি দ্বৈত সংগীত—আমরা যেটাকে ‘ডুয়েট গান’ বলে থাকি। সেটাই ছিল বলিউডে তাঁর প্রথম গান গাওয়া। তিনি সারা ভারতে জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৫৩ সালে ‘দো বিঘা জমি’ মুক্তির পর। সলিল চৌধুরীর কম্পোজিশনে এই ছবিতে গান গেয়েছিলেন তিনি।
সংগীতের অন্তত ২০-২৫টা ধারা তাঁর নখদর্পণে ছিল। খেয়ালের সঙ্গে সঙ্গে অসামান্য কাওয়ালিও গাইতে পারতেন তিনি। ‘বরসাত কি রাত’ ছবিতে তাঁর গাওয়া কাওয়ালির কোনো তুলনা হয় না। ইতিহাস হয়ে রয়েছে সে গান। হিন্দি, গুজরাটি, মারাঠি, ভোজপুরি, পাঞ্জাবি, কোঙ্কনি, অসমিয়া ও বাংলা ভাষার গানের পাশাপাশি রবীন্দ্র ও নজরুলসংগীতেও তিনি তাঁর অনন্য সংগীত প্রতিভার পরিচয় দিয়েছেন।
আট দশকের দীর্ঘ সংগীতজীবনে চার হাজারের বেশি গান গেয়েছেন তিনি।১৯৫৩ সালে কেরালার মেয়ে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুলোচনা কুমারনের সঙ্গে প্রেম থেকে পরিণয় হয়েছিল। কাশ্মীরি টুপি ছিল তাঁর স্টাইল।
২০১৩ সালের ২৪ অক্টোবর জীবনখাতার পাতায় সব হিসাব-নিকাশ চুকিয়ে জীবনের জলসাঘর থেকে বিদায় নেন তিনি।
যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আবার হবে তো দেখা, শাওন রাতে যদি—এমন অসংখ্য প্রেম-বিরহের গান বাঙালির হৃদয়তন্ত্রীতে বাজবে বহুদিন। এসব গানের অমর স্রষ্টা হলেন কিংবদন্তি শিল্পী মান্না দে।
পিতা পূর্ণচন্দ্র তাঁর নাম রেখেছিলেন প্রবোধ চন্দ্র দে। কাকা কৃষ্ণচন্দ্র দে তাঁকে ডাকতেন মান্না বলে। সংগীতভুবনে এ নামেই তিনি খ্যাতিমান হয়ে ওঠেন। একাধারে শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ছিলেন।
তাঁর বিপুল গানের সম্ভার আজীবন তাঁকে জীবন্ত করে রাখবে। গান আর স্কুলের পাঠ শুরু হয়েছিল প্রায় একসঙ্গেই। কাকা সংগীতাচার্য কৃষ্ণচন্দ্র দে একাধারে ছিলেন তাঁর সংগীত গুরু ও প্রেরণার উৎস।
মাত্র ২৩ বছর বয়সে কাকার হাত ধরে মুম্বাইয়ে আসেন তিনি। সেই বছরই কাকার সংগীত পরিচালনায় ‘তামান্না’ ছবিতে গান একটি দ্বৈত সংগীত—আমরা যেটাকে ‘ডুয়েট গান’ বলে থাকি। সেটাই ছিল বলিউডে তাঁর প্রথম গান গাওয়া। তিনি সারা ভারতে জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৫৩ সালে ‘দো বিঘা জমি’ মুক্তির পর। সলিল চৌধুরীর কম্পোজিশনে এই ছবিতে গান গেয়েছিলেন তিনি।
সংগীতের অন্তত ২০-২৫টা ধারা তাঁর নখদর্পণে ছিল। খেয়ালের সঙ্গে সঙ্গে অসামান্য কাওয়ালিও গাইতে পারতেন তিনি। ‘বরসাত কি রাত’ ছবিতে তাঁর গাওয়া কাওয়ালির কোনো তুলনা হয় না। ইতিহাস হয়ে রয়েছে সে গান। হিন্দি, গুজরাটি, মারাঠি, ভোজপুরি, পাঞ্জাবি, কোঙ্কনি, অসমিয়া ও বাংলা ভাষার গানের পাশাপাশি রবীন্দ্র ও নজরুলসংগীতেও তিনি তাঁর অনন্য সংগীত প্রতিভার পরিচয় দিয়েছেন।
আট দশকের দীর্ঘ সংগীতজীবনে চার হাজারের বেশি গান গেয়েছেন তিনি।১৯৫৩ সালে কেরালার মেয়ে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুলোচনা কুমারনের সঙ্গে প্রেম থেকে পরিণয় হয়েছিল। কাশ্মীরি টুপি ছিল তাঁর স্টাইল।
২০১৩ সালের ২৪ অক্টোবর জীবনখাতার পাতায় সব হিসাব-নিকাশ চুকিয়ে জীবনের জলসাঘর থেকে বিদায় নেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে