দিনাজপুর ও গাইবান্ধা প্রতিনিধি
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে দিনাজপুর ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাপপুরের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি শীতল মার্ডি। বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের জেলা শাখার সহসভাপতি শিবানী উরাও, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান অ্যাডভোকেট গণেশ সরেন, সাধারণ সম্পাদক বুবেন মুর্মু প্রমুখ।
সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের কথা বলেছিলেন। কিন্তু টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পরও সেই ওয়াদার বাস্তবায়ন করেন নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমিজমা, পুকুর বিভিন্নভাবে দখল করছে প্রভাবশালীরা। সেই বিষয়টি বারবার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বলা হলেও এই সমস্যার সমাধান হয়নি।
তিনি আরও বলেন, সর্বশেষ রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি। সুষ্ঠু তদন্ত করে তাঁদের হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে বারবার তাগাদা দিলেও টালবাহানা করা হচ্ছে। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় শিক্ষা নিশ্চিত করে চাকরির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা বাস্তবায়নের দাবি জানান।
শেষে ১৬ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয় হয়। জেলা প্রশাসক তাঁদের স্মারকলিপি গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন।
এর আগে সমাবেশ উপলক্ষে শহরের কলেজ মোড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা একত্র হয়ে তির-ধনুক, ঢোল-তবলা, লাল পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে জড়ো হন।
গাইবান্ধা: জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদিবাসী সমাবেশ বক্তব্য দেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের আহ্বায়ক ফিলিমন বাস্কে, সদস্যসচিব খোকন সুইটেন মুরমু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, মাথিয়ার্স মার্ডি প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য দেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, মোর্শেদ হাসান দীপন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, ওয়ার্কার্স পার্টির নেতা মৃণাল কান্তি বর্মণ, সাঁকোয়া ইপিজেড বাস্তবায়ন কমিটির নেতা অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রমুখ।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে দিনাজপুর ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাপপুরের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি শীতল মার্ডি। বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের জেলা শাখার সহসভাপতি শিবানী উরাও, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান অ্যাডভোকেট গণেশ সরেন, সাধারণ সম্পাদক বুবেন মুর্মু প্রমুখ।
সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের কথা বলেছিলেন। কিন্তু টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পরও সেই ওয়াদার বাস্তবায়ন করেন নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমিজমা, পুকুর বিভিন্নভাবে দখল করছে প্রভাবশালীরা। সেই বিষয়টি বারবার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বলা হলেও এই সমস্যার সমাধান হয়নি।
তিনি আরও বলেন, সর্বশেষ রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি। সুষ্ঠু তদন্ত করে তাঁদের হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে বারবার তাগাদা দিলেও টালবাহানা করা হচ্ছে। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় শিক্ষা নিশ্চিত করে চাকরির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা বাস্তবায়নের দাবি জানান।
শেষে ১৬ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয় হয়। জেলা প্রশাসক তাঁদের স্মারকলিপি গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন।
এর আগে সমাবেশ উপলক্ষে শহরের কলেজ মোড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা একত্র হয়ে তির-ধনুক, ঢোল-তবলা, লাল পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে জড়ো হন।
গাইবান্ধা: জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদিবাসী সমাবেশ বক্তব্য দেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের আহ্বায়ক ফিলিমন বাস্কে, সদস্যসচিব খোকন সুইটেন মুরমু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, মাথিয়ার্স মার্ডি প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য দেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, মোর্শেদ হাসান দীপন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, ওয়ার্কার্স পার্টির নেতা মৃণাল কান্তি বর্মণ, সাঁকোয়া ইপিজেড বাস্তবায়ন কমিটির নেতা অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে