বিনোদন ডেস্ক
ইরানের অন্যতম আলোচিত নির্মাতা মোহাম্মদ রাসুলফ। আব্বাস কিয়ারোস্তামি, আসগর ফরহাদি, দারিয়ুশ মেহেরজুই, জাফর পানাহির সঙ্গে বিশ্বজুড়ে তাঁর নামও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। রাসুলফের চলচ্চিত্রে উঠে এসেছে ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। যে কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও তিনি অংশ নিতে পারেননি ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে। এবারের ৭৭তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। এটি নিয়েও খড়্গহস্ত হয়েছে ইরান সরকার।
ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ যাতে কান উৎসবে প্রদর্শিত না হয়, সে চেষ্টা করছে ইরান সরকার। মোহাম্মদ রাসুলফকে চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি সিনেমাটি উৎসব থেকে সরিয়ে নেন। রাসুলফের আইনজীবী বাবাক পাকনিয়া সম্প্রতি এক্সে পোস্ট করে জানিয়েছেন, গত সপ্তাহে দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ সিনেমার প্রযোজক ও অভিনয়শিল্পীদের ডেকে পাঠানো হয়েছিল। কয়েক ঘণ্টা জেরা করা হয়েছে তাঁদের। দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। পাকনিয়া লিখেছেন, ‘এ সিনেমার অভিনয়শিল্পীদের ইরানের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলা হয়েছে, তাঁরা যেন পরিচালককে বলেন কান উৎসবের তালিকা থেকে এ সিনেমা সরিয়ে নিতে।’
এবারের কান উৎসবে রাসুলফ অংশ নিতে পারবেন কি না, সে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী বাবাক পাকনিয়া। রাসুলফের ‘দেয়ার ইজ নো ইভিল’ ও ‘আ ম্যান অব ইনটেগ্রিটি’ সিনেমার প্রযোজক কেভিশ ফারনাম ভ্যারাইটিকে জানিয়েছেন, রাসুলফ এ মুহূর্তে আত্মগোপনে আছেন, তাই কান উৎসব থেকে সিনেমা সরিয়ে নিতে তাঁকে সরাসরি চাপ দিতে পারছে না ইরান সরকার। তবে সিনেমার প্রযোজক ও অভিনয়শিল্পীদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
জানা গেছে, দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। সিনেমার গল্প ইমান নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি তেহরানের বিপ্লবী আদালতের একজন তদন্তকারী বিচারক। একসময় দেশব্যাপী রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। নাগরিকরা প্রতিবাদ করতে শুরু করেন। ইমানের মনেও অবিশ্বাস ও বিভ্রান্তি তীব্র আকার ধারণ করে। ১৪ মে থেকে শুরু হতে যাওয়া কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা।
ইরানের অন্যতম আলোচিত নির্মাতা মোহাম্মদ রাসুলফ। আব্বাস কিয়ারোস্তামি, আসগর ফরহাদি, দারিয়ুশ মেহেরজুই, জাফর পানাহির সঙ্গে বিশ্বজুড়ে তাঁর নামও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। রাসুলফের চলচ্চিত্রে উঠে এসেছে ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। যে কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও তিনি অংশ নিতে পারেননি ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে। এবারের ৭৭তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। এটি নিয়েও খড়্গহস্ত হয়েছে ইরান সরকার।
ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ যাতে কান উৎসবে প্রদর্শিত না হয়, সে চেষ্টা করছে ইরান সরকার। মোহাম্মদ রাসুলফকে চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি সিনেমাটি উৎসব থেকে সরিয়ে নেন। রাসুলফের আইনজীবী বাবাক পাকনিয়া সম্প্রতি এক্সে পোস্ট করে জানিয়েছেন, গত সপ্তাহে দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ সিনেমার প্রযোজক ও অভিনয়শিল্পীদের ডেকে পাঠানো হয়েছিল। কয়েক ঘণ্টা জেরা করা হয়েছে তাঁদের। দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। পাকনিয়া লিখেছেন, ‘এ সিনেমার অভিনয়শিল্পীদের ইরানের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলা হয়েছে, তাঁরা যেন পরিচালককে বলেন কান উৎসবের তালিকা থেকে এ সিনেমা সরিয়ে নিতে।’
এবারের কান উৎসবে রাসুলফ অংশ নিতে পারবেন কি না, সে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী বাবাক পাকনিয়া। রাসুলফের ‘দেয়ার ইজ নো ইভিল’ ও ‘আ ম্যান অব ইনটেগ্রিটি’ সিনেমার প্রযোজক কেভিশ ফারনাম ভ্যারাইটিকে জানিয়েছেন, রাসুলফ এ মুহূর্তে আত্মগোপনে আছেন, তাই কান উৎসব থেকে সিনেমা সরিয়ে নিতে তাঁকে সরাসরি চাপ দিতে পারছে না ইরান সরকার। তবে সিনেমার প্রযোজক ও অভিনয়শিল্পীদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
জানা গেছে, দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। সিনেমার গল্প ইমান নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি তেহরানের বিপ্লবী আদালতের একজন তদন্তকারী বিচারক। একসময় দেশব্যাপী রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। নাগরিকরা প্রতিবাদ করতে শুরু করেন। ইমানের মনেও অবিশ্বাস ও বিভ্রান্তি তীব্র আকার ধারণ করে। ১৪ মে থেকে শুরু হতে যাওয়া কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে