নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশজুড়ে সহিংসতার মধ্য দিয়ে চতুর্থ ধাপে ৫৮ জেলার ৮৩৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট শেষ হয়েছে। ভোটের ফলাফলও পেয়ে গেছেন প্রার্থীরা। ফল প্রকাশের পর প্রার্থী ও সমর্থকেরা সংঘর্ষে জড়াচ্ছেন। ঠাকুরগাঁওয়ে ভোট পরবর্তী সহিংসতায় গুলিতে মৃত্যু হয়েছে একজনের। গাইবান্ধায় নৌকা প্রতীকে জেতা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করা হয়েছে। কুড়িগ্রামে ফল ঘোষণার পর প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলা এবং পরে এ ঘটনায় ছয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনের পরে দুই দিন ধরে দেশের বিভিন্ন জেলায় এমন একের পর এক সহিংস ঘটনা ঘটেই চলছে।
ভোটের আগেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত তিনজন মারা যায়। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় গড়ে অর্ধশত আহত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা এড়াতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তাতেও পরিস্থিতি পাল্টয়নি।
এদিকে গত রোববার অনুষ্ঠিত ৮৩৬ ইউপিতে ভোট নেওয়া হয়। এরমধ্যে ৭৯৬টির ফল ঘোষণা হয়েছে। এই ফলাফলে দেখা গেছে অন্তত আড়াই শর বেশি ইউপিতে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। ৩৯৬ ইউপিতে নৌকা মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান হয়েছেন। অন্যদিকে বিএনপি–জামায়াতপন্থী স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ৫০টির বেশিতে ইউপিতে। ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে মোট ৩৯০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন ৩৯৬ জন।
চতুর্থ ধাপে বিনা ভোটে চেয়ারম্যান পদে ৪৮ জন জয়ী হয়েছেন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। চতুর্থ ধাপে ৪৮ চেয়ারম্যানসহ ২৯৫ জনপ্রতিনিধি ভোটের আগেই জয়ী হন। তাদের মধ্যে ১১২ সংরক্ষিত সদস্য ও ১৩৫ জন সাধারণ সদস্য রয়েছেন।
সিলেটের দুই উপজেলার ২০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সাতটিতে ও আওয়ামী লীগের বিদ্রোহীরা তিনটিতে জিতেছেন। স্বতন্ত্রের ব্যানারে বিএনপি ও জামায়াত তিনটি করে এবং জাতীয় পার্টি একটিতে বিজয়ী হয়েছে। রাজশাহীর তিন উপজেলায় ১৫ ইউপির ১০টিতে আওয়ামী লীগের প্রার্থী, তিনটিতে বিদ্রোহী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬ ইউপিতে চেয়ারম্যান পদে নয়টিতে আওয়ামী লীগ এবং সাতটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ফেনীর সোনাগাজী ও দাগনভূঞার ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিমাত্র ইউনিয়নেই আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী পরাজিত হয়েছেন। গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলার দুটি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ জিতেছে। রাঙামাটিতে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। সেখানে ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।
মাদারীপুরে কোনো দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। সবই স্বতন্ত্র। এবং এরা সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে নৌকা এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ফরিদপুরে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৩টি ইউপির মধ্যে ১০টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী সাতজন জয়ী হন।
মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর উপজেলার ১৬টি ইউনিয়নে নয়জন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর ও তালা উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের তিনজন জিতেছেন।
মুন্সিগঞ্জের ১৯টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন। নীলফামারীর দুই উপজেলার ১২টি ইউনিয়নে তিনটিতে জিতেছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউপির ৫টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা।
চট্টগ্রামে তিন উপজেলায় ২৭টি ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ২১জন। বাকিরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী। রংপুরে দুই উপজেলার ১৯ ইউনিয়নের ৬টিতে নৌকা ও ৩টিতে লাঙলের প্রার্থীরা জিতেছেন।
পাবনার তিন উপজেলার ১৮ ইউপির মধ্যে ১৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর নয়জন আওয়ামী লীগের বিদ্রোহী এবং বাকিরা বিএনপি–জামায়াতপন্থী। সুনামগঞ্জের তিন উপজেলার ২১ ইউপির মাত্র ৭টি ইউপিতে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ২০ ইউনিয়নে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী ও নয়টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৬ ইউপির ১১টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দেশজুড়ে সহিংসতার মধ্য দিয়ে চতুর্থ ধাপে ৫৮ জেলার ৮৩৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট শেষ হয়েছে। ভোটের ফলাফলও পেয়ে গেছেন প্রার্থীরা। ফল প্রকাশের পর প্রার্থী ও সমর্থকেরা সংঘর্ষে জড়াচ্ছেন। ঠাকুরগাঁওয়ে ভোট পরবর্তী সহিংসতায় গুলিতে মৃত্যু হয়েছে একজনের। গাইবান্ধায় নৌকা প্রতীকে জেতা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করা হয়েছে। কুড়িগ্রামে ফল ঘোষণার পর প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলা এবং পরে এ ঘটনায় ছয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনের পরে দুই দিন ধরে দেশের বিভিন্ন জেলায় এমন একের পর এক সহিংস ঘটনা ঘটেই চলছে।
ভোটের আগেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত তিনজন মারা যায়। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় গড়ে অর্ধশত আহত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা এড়াতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তাতেও পরিস্থিতি পাল্টয়নি।
এদিকে গত রোববার অনুষ্ঠিত ৮৩৬ ইউপিতে ভোট নেওয়া হয়। এরমধ্যে ৭৯৬টির ফল ঘোষণা হয়েছে। এই ফলাফলে দেখা গেছে অন্তত আড়াই শর বেশি ইউপিতে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। ৩৯৬ ইউপিতে নৌকা মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান হয়েছেন। অন্যদিকে বিএনপি–জামায়াতপন্থী স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ৫০টির বেশিতে ইউপিতে। ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে মোট ৩৯০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন ৩৯৬ জন।
চতুর্থ ধাপে বিনা ভোটে চেয়ারম্যান পদে ৪৮ জন জয়ী হয়েছেন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। চতুর্থ ধাপে ৪৮ চেয়ারম্যানসহ ২৯৫ জনপ্রতিনিধি ভোটের আগেই জয়ী হন। তাদের মধ্যে ১১২ সংরক্ষিত সদস্য ও ১৩৫ জন সাধারণ সদস্য রয়েছেন।
সিলেটের দুই উপজেলার ২০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সাতটিতে ও আওয়ামী লীগের বিদ্রোহীরা তিনটিতে জিতেছেন। স্বতন্ত্রের ব্যানারে বিএনপি ও জামায়াত তিনটি করে এবং জাতীয় পার্টি একটিতে বিজয়ী হয়েছে। রাজশাহীর তিন উপজেলায় ১৫ ইউপির ১০টিতে আওয়ামী লীগের প্রার্থী, তিনটিতে বিদ্রোহী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬ ইউপিতে চেয়ারম্যান পদে নয়টিতে আওয়ামী লীগ এবং সাতটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ফেনীর সোনাগাজী ও দাগনভূঞার ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিমাত্র ইউনিয়নেই আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী পরাজিত হয়েছেন। গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলার দুটি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ জিতেছে। রাঙামাটিতে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। সেখানে ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।
মাদারীপুরে কোনো দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। সবই স্বতন্ত্র। এবং এরা সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে নৌকা এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ফরিদপুরে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৩টি ইউপির মধ্যে ১০টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী সাতজন জয়ী হন।
মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর উপজেলার ১৬টি ইউনিয়নে নয়জন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর ও তালা উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের তিনজন জিতেছেন।
মুন্সিগঞ্জের ১৯টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন। নীলফামারীর দুই উপজেলার ১২টি ইউনিয়নে তিনটিতে জিতেছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউপির ৫টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা।
চট্টগ্রামে তিন উপজেলায় ২৭টি ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ২১জন। বাকিরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী। রংপুরে দুই উপজেলার ১৯ ইউনিয়নের ৬টিতে নৌকা ও ৩টিতে লাঙলের প্রার্থীরা জিতেছেন।
পাবনার তিন উপজেলার ১৮ ইউপির মধ্যে ১৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর নয়জন আওয়ামী লীগের বিদ্রোহী এবং বাকিরা বিএনপি–জামায়াতপন্থী। সুনামগঞ্জের তিন উপজেলার ২১ ইউপির মাত্র ৭টি ইউপিতে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ২০ ইউনিয়নে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী ও নয়টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৬ ইউপির ১১টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে