ময়মনসিংহ প্রতিনিধি
পিরিয়ডের সময় সবচেয়ে বেশি সমস্যায় ভুগতে হয় স্কুলপড়ুয়া মেয়েদের। অনেকে লজ্জা ও ভয়ে বিষয়টি চেপে যায়। করে স্কুল কামাই। এমন দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসির বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের চাঁদার টাকায় ছাত্রীদের জন্য উপহার দিয়েছেন হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। তাঁদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা।
বিদায়ী শিক্ষার্থী আফরিনা নওশিন জবার কথায়, ‘বিদায় অনুষ্ঠান আয়োজনের আগে চিন্তায় আসে, জুনিয়র শিক্ষার্থীদের কিছু উপহার দেওয়া যায় কি না। সেই চিন্তাভাবনা থেকে ঢাকার একটি প্রতিষ্ঠানের ওয়াশরুমে হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন আছে বলে জানতে পারি। মূলত সেখানকার ধারণা থেকে বিদ্যাময়ীতে এটি উপহার দেওয়া। পরে দিবা শাখার ১৩৬ জন শিক্ষার্থী ১৮০ টাকা করে চাঁদা দিয়ে ভেন্ডিং মেশিন কিনে দিই।’
মায়মুনাহ সরকার অর্থির ভাষ্য, ‘খুব সহজেই একটি কার্ডের মাধ্যমে স্ক্যান করলে প্যাড চলে আসবে। এখন আর লজ্জায় কাউকে ক্লাস কামাই করতে হবে না। মেশিনটি চলে বিদ্যুৎ ও ওয়াইফাই সংযোগে। প্রত্যেক ক্লাসের ক্লাস ক্যাপ্টেন ও নারী শিক্ষকদের কাছে কার্ড দেওয়া আছে। স্কুলে আসার পর যে কারও পিরিয়ড হলে, তাঁরা সহজে সেবাটি পাবে।’
দশম শ্রেণির শিক্ষার্থী অহনা বলছিল, ‘এ সম্পর্কে আমরা অনেকে হীনম্মন্যতায় ভুগি, কারও সঙ্গে কথা বলতে চাই না। এখন হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।’
অভিভাবক মাহমুদা আক্তার বলেন, ‘যখন ছোট মেয়েদের পিরিয়ড হয়েছে যায়। তখন তারা মানসিক অবসাদে ভোগে। এখন আর সেটি হবে না। তারা নিজেদের সুরক্ষা নিজেরাই নিতে পারবে।’
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘মেয়েরা স্কুলে তাদের ছোট বোনদের হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উপহার দিতে চায়। তাদের বিদায় উপলক্ষে এমন সিদ্ধান্ত আমাদের জানালে আমরা সাধুবাদ জানাই। বিদ্যাময়ীর মাধ্যমে সারা দেশের মানুষ শিখবে। একসময় মেয়েরা ইতস্তত বোধ করত, এখন তারা এ থেকে বেরিয়ে এসেছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ‘মেয়েরা এখন অনেক অগ্রসর। তাদের কিছু কাজ আমাদের মুগ্ধ করে। সম্প্রতি এসএসসির বিদায়ী শিক্ষার্থীদের চাঁদার টাকায় কেনা হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনে সুরক্ষা পাবে প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী। এতে মেয়েদের স্কুলে অনুপস্থিতি কমবে, সুরক্ষায় থাকবে। আমরা চাই মেয়েরা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুক, নিজেদের বিষয়ে সচেতন হোক।’
পিরিয়ডের সময় সবচেয়ে বেশি সমস্যায় ভুগতে হয় স্কুলপড়ুয়া মেয়েদের। অনেকে লজ্জা ও ভয়ে বিষয়টি চেপে যায়। করে স্কুল কামাই। এমন দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসির বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের চাঁদার টাকায় ছাত্রীদের জন্য উপহার দিয়েছেন হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। তাঁদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা।
বিদায়ী শিক্ষার্থী আফরিনা নওশিন জবার কথায়, ‘বিদায় অনুষ্ঠান আয়োজনের আগে চিন্তায় আসে, জুনিয়র শিক্ষার্থীদের কিছু উপহার দেওয়া যায় কি না। সেই চিন্তাভাবনা থেকে ঢাকার একটি প্রতিষ্ঠানের ওয়াশরুমে হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন আছে বলে জানতে পারি। মূলত সেখানকার ধারণা থেকে বিদ্যাময়ীতে এটি উপহার দেওয়া। পরে দিবা শাখার ১৩৬ জন শিক্ষার্থী ১৮০ টাকা করে চাঁদা দিয়ে ভেন্ডিং মেশিন কিনে দিই।’
মায়মুনাহ সরকার অর্থির ভাষ্য, ‘খুব সহজেই একটি কার্ডের মাধ্যমে স্ক্যান করলে প্যাড চলে আসবে। এখন আর লজ্জায় কাউকে ক্লাস কামাই করতে হবে না। মেশিনটি চলে বিদ্যুৎ ও ওয়াইফাই সংযোগে। প্রত্যেক ক্লাসের ক্লাস ক্যাপ্টেন ও নারী শিক্ষকদের কাছে কার্ড দেওয়া আছে। স্কুলে আসার পর যে কারও পিরিয়ড হলে, তাঁরা সহজে সেবাটি পাবে।’
দশম শ্রেণির শিক্ষার্থী অহনা বলছিল, ‘এ সম্পর্কে আমরা অনেকে হীনম্মন্যতায় ভুগি, কারও সঙ্গে কথা বলতে চাই না। এখন হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।’
অভিভাবক মাহমুদা আক্তার বলেন, ‘যখন ছোট মেয়েদের পিরিয়ড হয়েছে যায়। তখন তারা মানসিক অবসাদে ভোগে। এখন আর সেটি হবে না। তারা নিজেদের সুরক্ষা নিজেরাই নিতে পারবে।’
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘মেয়েরা স্কুলে তাদের ছোট বোনদের হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উপহার দিতে চায়। তাদের বিদায় উপলক্ষে এমন সিদ্ধান্ত আমাদের জানালে আমরা সাধুবাদ জানাই। বিদ্যাময়ীর মাধ্যমে সারা দেশের মানুষ শিখবে। একসময় মেয়েরা ইতস্তত বোধ করত, এখন তারা এ থেকে বেরিয়ে এসেছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ‘মেয়েরা এখন অনেক অগ্রসর। তাদের কিছু কাজ আমাদের মুগ্ধ করে। সম্প্রতি এসএসসির বিদায়ী শিক্ষার্থীদের চাঁদার টাকায় কেনা হাইজিন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনে সুরক্ষা পাবে প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী। এতে মেয়েদের স্কুলে অনুপস্থিতি কমবে, সুরক্ষায় থাকবে। আমরা চাই মেয়েরা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুক, নিজেদের বিষয়ে সচেতন হোক।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে