নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতিসভায় দুই পক্ষের হাতাহাতি ও মারামারি হয়েছে। গতকাল বুধবার বরিশাল নগরীর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে শ্রমিক দলের একাংশ দাবি করেছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান বিভাগীয় প্রস্তুতি সভা বানচাল করতে তাঁর লোকদের পাঠিয়ে এ হামলা চালিয়েছেন। তবে নগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ এই অভিযোগ অস্বীকার করেছেন।
হামলার শিকার বরিশাল জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক জয়নাল আবেদিন খান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর শ্রমিক দলের ওয়ার্ড সদস্য রিয়াজ ও মাসুম দলীয় কার্যালয়ে প্রবেশকালে আমি আর কবির বের হচ্ছিলাম। এ সময় রিয়াজ বলে, সিনিয়ররা খারাপ। নগরে আমাদের ওপর কথা বলার কে আছে। এর প্রতিবাদ করে সেখানে থাকা শ্রমিকনেতা কামাল। একপর্যায়ে রিয়াজ আমাদের ওপর চড়াও হয়। টের পেয়ে আশপাশের নেতা-কর্মীরাও এই হাতাহাতিতে জড়িয়ে পড়ে।’
বাচ্চু আরও বলেন, ‘রিয়াজ মহানগর শ্রমিক দল করে, এখানে কেন এল। বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা বানচাল করতেই মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ খান তাদের পাঠিয়েছে বলে আমাদের ধারণা। ফয়েজ পরে এসে রিয়াজসহ তার লোকজনকে নিয়ে গেছে।’ মহানগর শ্রমিক দলের সদস্য রিয়াজ হোসেন বলেন, ‘বড় ভাই বাচ্চুর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। একশ্রেণির লোক পেছনে লেগেই থাকে। তারাই আমার ওপর চড়াও হয়েছে। বিভাগীয় সভা বানচালের প্রশ্নই আসে না। ফয়েজ ভাই আমাদের পাঠান দলীয় কার্যালয়ে লোকজন দেখতে। তবে ফয়েজ ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি।’
এ প্রসঙ্গে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান বলেন, ‘বিভাগীয় সভায় আমার দাওয়াত ছিল না। তাই সেখানে যাইনি। তা ছাড়া এই বিভাগীয় শ্রমিক দলের কমিটি ২০-২৫ বছর আগের মেয়াদোত্তীর্ণ। এর কোনো সাংগঠনিক গুরুত্ব নেই। দলীয় কার্যালয়ের সামনে হাতাহাতির সঙ্গে মহানগর শ্রমিক দলের যোগসূত্র নাই। এসব ব্যক্তিগত দ্বন্দ্ব।’
শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম জি ফারুক প্রস্তুতি সভার প্রধান অতিথি ছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারির পর নেতা-কর্মীরা বলেছেন যে মহানগর আহ্বায়ক ফয়েজ দলীয় কার্যালয় পাশের প্যারারা রোডে অপেক্ষা করে রিয়াজ, কবিরকে ঝামেলা করতে পাঠিয়ে দেয়। আমার ধারণা, ফয়েজ এটা করতে পারে। সে চাইছে ৬ জেলার নেতাদের নিয়ে প্রস্তুতিসভা সুষ্ঠুভাবে না হোক। কারণ, তাহলে তার অস্তিত্ব থাকে না। প্রস্তুতি সভা কেউ বানচাল করতে এলে তবে কী করার আছে। বিষয়টি কেন্দ্রে জানাব।’
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে বলেন, ‘৫ নভেম্বরের সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা মহানগর শ্রমিক দল বানচাল করবে—এমনটা কী করে হয়। হয়তো এটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতিসভায় দুই পক্ষের হাতাহাতি ও মারামারি হয়েছে। গতকাল বুধবার বরিশাল নগরীর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে শ্রমিক দলের একাংশ দাবি করেছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান বিভাগীয় প্রস্তুতি সভা বানচাল করতে তাঁর লোকদের পাঠিয়ে এ হামলা চালিয়েছেন। তবে নগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ এই অভিযোগ অস্বীকার করেছেন।
হামলার শিকার বরিশাল জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক জয়নাল আবেদিন খান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর শ্রমিক দলের ওয়ার্ড সদস্য রিয়াজ ও মাসুম দলীয় কার্যালয়ে প্রবেশকালে আমি আর কবির বের হচ্ছিলাম। এ সময় রিয়াজ বলে, সিনিয়ররা খারাপ। নগরে আমাদের ওপর কথা বলার কে আছে। এর প্রতিবাদ করে সেখানে থাকা শ্রমিকনেতা কামাল। একপর্যায়ে রিয়াজ আমাদের ওপর চড়াও হয়। টের পেয়ে আশপাশের নেতা-কর্মীরাও এই হাতাহাতিতে জড়িয়ে পড়ে।’
বাচ্চু আরও বলেন, ‘রিয়াজ মহানগর শ্রমিক দল করে, এখানে কেন এল। বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা বানচাল করতেই মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ খান তাদের পাঠিয়েছে বলে আমাদের ধারণা। ফয়েজ পরে এসে রিয়াজসহ তার লোকজনকে নিয়ে গেছে।’ মহানগর শ্রমিক দলের সদস্য রিয়াজ হোসেন বলেন, ‘বড় ভাই বাচ্চুর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। একশ্রেণির লোক পেছনে লেগেই থাকে। তারাই আমার ওপর চড়াও হয়েছে। বিভাগীয় সভা বানচালের প্রশ্নই আসে না। ফয়েজ ভাই আমাদের পাঠান দলীয় কার্যালয়ে লোকজন দেখতে। তবে ফয়েজ ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি।’
এ প্রসঙ্গে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান বলেন, ‘বিভাগীয় সভায় আমার দাওয়াত ছিল না। তাই সেখানে যাইনি। তা ছাড়া এই বিভাগীয় শ্রমিক দলের কমিটি ২০-২৫ বছর আগের মেয়াদোত্তীর্ণ। এর কোনো সাংগঠনিক গুরুত্ব নেই। দলীয় কার্যালয়ের সামনে হাতাহাতির সঙ্গে মহানগর শ্রমিক দলের যোগসূত্র নাই। এসব ব্যক্তিগত দ্বন্দ্ব।’
শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম জি ফারুক প্রস্তুতি সভার প্রধান অতিথি ছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারির পর নেতা-কর্মীরা বলেছেন যে মহানগর আহ্বায়ক ফয়েজ দলীয় কার্যালয় পাশের প্যারারা রোডে অপেক্ষা করে রিয়াজ, কবিরকে ঝামেলা করতে পাঠিয়ে দেয়। আমার ধারণা, ফয়েজ এটা করতে পারে। সে চাইছে ৬ জেলার নেতাদের নিয়ে প্রস্তুতিসভা সুষ্ঠুভাবে না হোক। কারণ, তাহলে তার অস্তিত্ব থাকে না। প্রস্তুতি সভা কেউ বানচাল করতে এলে তবে কী করার আছে। বিষয়টি কেন্দ্রে জানাব।’
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে বলেন, ‘৫ নভেম্বরের সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা মহানগর শ্রমিক দল বানচাল করবে—এমনটা কী করে হয়। হয়তো এটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে