চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বিসিক আয়োজিত নারী শিল্পোদ্যোক্তা মেলা প্রাঙ্গণে নানা বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। করোনার প্রকোপ কমে যাওয়ায় অনেকে ঘুরতে আসছেন মেলায়। বিজয়ের মাসে ও সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। স্বাস্থ্যবিধি মেনে এ মেলা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
মেলার আয়োজক কমিটি ও মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের দাবি, এ ধরনের একটি সুন্দর ও মনোরম পরিবেশে মেলা আয়োজন করায় সাড়াও পাচ্ছেন তাঁরা। বিভিন্ন পণ্যের সমাবেশ ঘটেছে নারী উদ্যোক্তা পণ্যমেলায়। এসব পণ্যের প্রতি দর্শকদের বেশ আগ্রহ দেখা গেছে। বিক্রিও হচ্ছে ভালো। নারীদের তৈরি ব্যতিক্রমধর্মী পণ্যের সমাবেশে জমে উঠেছে মেলাটি।
চাঁপাইনবাবগঞ্জ শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বিপরীতে ১ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে নারী উদ্যোক্তা মেলা। বিসিক, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের নিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শুরু হয়েছে।
সরেজমিন দেখা গেছে, প্রতিদিন শত শত দর্শনার্থীর ভিড়ে মুখর থাকে মেলা প্রাঙ্গণ। বিশেষ করে শুক্র ও শনিবার অফিস-আদালত বন্ধ থাকায় উদ্যোক্তাদের হাতে তৈরি নানা শিল্পকর্ম ও পণ্যসামগ্রী কম দামে কিনতে ছুটে আসছেন দর্শনার্থী ও ক্রেতারা।
মেলায় উদ্যোক্তাদের প্রায় ৪০টি দোকান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হস্তশিল্প, কুটিরশিল্প, পাটজাত ব্যাগ, পোশাক, আচার, তাঁতশিল্প ও বাহারি খাবারসহ হরেক রকম ব্যতিক্রমী পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। এদিকে মেলার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
এ ছাড়া মেলার অন্যতম আকর্ষণ হিসেবে শিশুদের বিনোদনের জন্য রয়েছে জাম্পিং জোন, বল হাউস, ট্রেন, নৌকা দোলনা, পানির ফোয়ারা ও বেলুন সুটসহ নানা রাইডিংয়ের ব্যবস্থা।
মেলায় ঘুরতে আসা ফারিহা খান বলেন, এখানে দেখা ও কেনার মতো অনেক কিছু রয়েছে, বিশেষ করে শিশুদের বিনোদনের আয়োজনটি বেশ ভালো লেগেছে।’
মেলা পরিচালনার দায়িত্বে নারী উদ্যোক্তা রেজিনা আনোয়ার বলেন, করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নারীদের তৈরি বিভিন্ন পণ্যের সমাহার ঘটেছে। এমন আয়োজন নতুন উদ্যোক্তাদের মানসিকভাবে শক্তি জোগাবে।
বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, নারী উদ্যোক্তাদের সহায়তা করতে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনীতিতেও তাঁদের অবদান বাড়বে।
চাঁপাইনবাবগঞ্জের বিসিক আয়োজিত নারী শিল্পোদ্যোক্তা মেলা প্রাঙ্গণে নানা বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। করোনার প্রকোপ কমে যাওয়ায় অনেকে ঘুরতে আসছেন মেলায়। বিজয়ের মাসে ও সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। স্বাস্থ্যবিধি মেনে এ মেলা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
মেলার আয়োজক কমিটি ও মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের দাবি, এ ধরনের একটি সুন্দর ও মনোরম পরিবেশে মেলা আয়োজন করায় সাড়াও পাচ্ছেন তাঁরা। বিভিন্ন পণ্যের সমাবেশ ঘটেছে নারী উদ্যোক্তা পণ্যমেলায়। এসব পণ্যের প্রতি দর্শকদের বেশ আগ্রহ দেখা গেছে। বিক্রিও হচ্ছে ভালো। নারীদের তৈরি ব্যতিক্রমধর্মী পণ্যের সমাবেশে জমে উঠেছে মেলাটি।
চাঁপাইনবাবগঞ্জ শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বিপরীতে ১ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে নারী উদ্যোক্তা মেলা। বিসিক, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের নিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শুরু হয়েছে।
সরেজমিন দেখা গেছে, প্রতিদিন শত শত দর্শনার্থীর ভিড়ে মুখর থাকে মেলা প্রাঙ্গণ। বিশেষ করে শুক্র ও শনিবার অফিস-আদালত বন্ধ থাকায় উদ্যোক্তাদের হাতে তৈরি নানা শিল্পকর্ম ও পণ্যসামগ্রী কম দামে কিনতে ছুটে আসছেন দর্শনার্থী ও ক্রেতারা।
মেলায় উদ্যোক্তাদের প্রায় ৪০টি দোকান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হস্তশিল্প, কুটিরশিল্প, পাটজাত ব্যাগ, পোশাক, আচার, তাঁতশিল্প ও বাহারি খাবারসহ হরেক রকম ব্যতিক্রমী পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। এদিকে মেলার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
এ ছাড়া মেলার অন্যতম আকর্ষণ হিসেবে শিশুদের বিনোদনের জন্য রয়েছে জাম্পিং জোন, বল হাউস, ট্রেন, নৌকা দোলনা, পানির ফোয়ারা ও বেলুন সুটসহ নানা রাইডিংয়ের ব্যবস্থা।
মেলায় ঘুরতে আসা ফারিহা খান বলেন, এখানে দেখা ও কেনার মতো অনেক কিছু রয়েছে, বিশেষ করে শিশুদের বিনোদনের আয়োজনটি বেশ ভালো লেগেছে।’
মেলা পরিচালনার দায়িত্বে নারী উদ্যোক্তা রেজিনা আনোয়ার বলেন, করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নারীদের তৈরি বিভিন্ন পণ্যের সমাহার ঘটেছে। এমন আয়োজন নতুন উদ্যোক্তাদের মানসিকভাবে শক্তি জোগাবে।
বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, নারী উদ্যোক্তাদের সহায়তা করতে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনীতিতেও তাঁদের অবদান বাড়বে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে