সম্পাদকীয়
সিগনেট প্রেসের খুব নাম হয়েছিল একসময়। এই নামের পেছনে ছিলেন দিলীপকুমার গুপ্ত, ডিকে নামেই তিনি পরিচিত ছিলেন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের বয়স তখন কুড়ি ছোঁয়নি। কৃত্তিবাস পত্রিকার সূত্রে এরই মধ্যে কয়েকবার ডিকের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ডিকে একদিন বললেন, ‘পত্রিকা তো হলোই, এবার তরুণদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুললে হয়।’
কথাটা মনে ধরল তরুণদের। একটা নাম চাই প্রতিষ্ঠানের। সুনীলকে বড় বড় প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর কাছে সংগঠনের নামের ব্যাপারে পাঠালেন ডিকে। নীহাররঞ্জন রায়, আবু সয়ীদ আইয়ুব, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্রদের কাছে গিয়ে সুনীল পাড়লেন কথাটা। কিন্তু হঠাৎ করে কী নাম দেওয়া যায়?
সবাই সময় চাইলেন, শুধু শম্ভু মিত্র বললেন, ‘আমরা নাম দেনেওয়ালা নই। যারা নিজেদের ক্লাবের নাম নিজেরা ঠিক করতে পারে না, তাদের নিয়ে আমি মাথা ঘামাতে চাই না।’
শেষে ডিকেই দিলেন নাম—‘হরবোলা’। প্রথমেই হবে নাটক। সুকুমার রায়ের ‘লক্ষ্মণের শক্তিশেল’ নাটকটি করাবেন কমলকুমার মজুমদার। গায়ের রং পালিশ করা কালো, ধবধবে সাদা কলিদার পাঞ্জাবি ও ধুতি, হাতে বেমানান চটের থলে। ফরাসি ভাষার অসাধারণ পণ্ডিত।
কীভাবে নাটক করার আগে জ্যোতিরিন্দ্র মৈত্র ও সন্তোষ রায়ের গান আর উচ্চারণ শিখতে হলো, সে কথা আরেকবার বলা যাবে। এখানে ফিরে আসব সিগনেট প্রেসের বইয়ের ব্যাপারে। হরবোলা করা সুনীল তখনো নিজের বই ছাপানোর কথা কল্পনায়ও আনতে পারেননি। কিন্তু সে সময় বই বিষয়ে ডিকে কী বলেছিলেন, সে কথা তাঁর বুকে গেঁথে গিয়েছিল। ডিকে বলেছিলেন, ‘লেখার চেয়ে পড়ার জন্য সময় বেশি দেওয়া দরকার, যা পড়বেন তা নিজের লেখায় উল্লেখ না করাই ভালো।
অনেক বাঙালি লেখকের লেখায় দেখি অকারণে বিদেশি লেখক বা বইয়ের নাম ফুটে বের হয়। তাতে বোঝা যায়, পড়াশোনাটা এখনো হজম হয়নি।’ সুনীল সে কথা মনে রেখেছিলেন।
সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন, পৃষ্ঠা ১৪৫-১৪৭
সিগনেট প্রেসের খুব নাম হয়েছিল একসময়। এই নামের পেছনে ছিলেন দিলীপকুমার গুপ্ত, ডিকে নামেই তিনি পরিচিত ছিলেন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের বয়স তখন কুড়ি ছোঁয়নি। কৃত্তিবাস পত্রিকার সূত্রে এরই মধ্যে কয়েকবার ডিকের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ডিকে একদিন বললেন, ‘পত্রিকা তো হলোই, এবার তরুণদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুললে হয়।’
কথাটা মনে ধরল তরুণদের। একটা নাম চাই প্রতিষ্ঠানের। সুনীলকে বড় বড় প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর কাছে সংগঠনের নামের ব্যাপারে পাঠালেন ডিকে। নীহাররঞ্জন রায়, আবু সয়ীদ আইয়ুব, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্রদের কাছে গিয়ে সুনীল পাড়লেন কথাটা। কিন্তু হঠাৎ করে কী নাম দেওয়া যায়?
সবাই সময় চাইলেন, শুধু শম্ভু মিত্র বললেন, ‘আমরা নাম দেনেওয়ালা নই। যারা নিজেদের ক্লাবের নাম নিজেরা ঠিক করতে পারে না, তাদের নিয়ে আমি মাথা ঘামাতে চাই না।’
শেষে ডিকেই দিলেন নাম—‘হরবোলা’। প্রথমেই হবে নাটক। সুকুমার রায়ের ‘লক্ষ্মণের শক্তিশেল’ নাটকটি করাবেন কমলকুমার মজুমদার। গায়ের রং পালিশ করা কালো, ধবধবে সাদা কলিদার পাঞ্জাবি ও ধুতি, হাতে বেমানান চটের থলে। ফরাসি ভাষার অসাধারণ পণ্ডিত।
কীভাবে নাটক করার আগে জ্যোতিরিন্দ্র মৈত্র ও সন্তোষ রায়ের গান আর উচ্চারণ শিখতে হলো, সে কথা আরেকবার বলা যাবে। এখানে ফিরে আসব সিগনেট প্রেসের বইয়ের ব্যাপারে। হরবোলা করা সুনীল তখনো নিজের বই ছাপানোর কথা কল্পনায়ও আনতে পারেননি। কিন্তু সে সময় বই বিষয়ে ডিকে কী বলেছিলেন, সে কথা তাঁর বুকে গেঁথে গিয়েছিল। ডিকে বলেছিলেন, ‘লেখার চেয়ে পড়ার জন্য সময় বেশি দেওয়া দরকার, যা পড়বেন তা নিজের লেখায় উল্লেখ না করাই ভালো।
অনেক বাঙালি লেখকের লেখায় দেখি অকারণে বিদেশি লেখক বা বইয়ের নাম ফুটে বের হয়। তাতে বোঝা যায়, পড়াশোনাটা এখনো হজম হয়নি।’ সুনীল সে কথা মনে রেখেছিলেন।
সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন, পৃষ্ঠা ১৪৫-১৪৭
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে