মন খারাপের জন্মদিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ মে ২০২২, ০৬: ৫৮

গত ফেব্রুয়ারিতে বাবা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তানজিন তিশা। তাই লম্বা ছুটি নিয়েছিলেন শুটিং থেকে। পরিচালকদের অনুরোধে ঈদের আগে অংশ নেন কয়েকটি নাটকের শুটিংয়ে। ভিকি জাহেদ পরিচালিত ‘চোখ’, রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘সাইলেন্স’ নাটকগুলো বেশ প্রশংসাও কুড়ায়। এ ছাড়া মহিদুল মহিমের ‘লাভ ট্রিপ’, জাকারিয়া সৌখিনের ‘ওয়েডিং ক্রাশ’, শিহাব শাহীনের ‘হাফ চান্স’, সাগর জাহানের ‘পুকুরে ভাসা সংসার’ ও ‘চিত্রা তার অপেক্ষায়’ নাটকগুলো থেকেও পেয়েছেন প্রশংসা। তিশা বলেন, ‘ঈদে অল্প কাজ করেছি, তবে যে কাজটিই করেছি, মনোযোগ দিয়ে অভিনয় করেছি।’

দুই সপ্তাহ আগে বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন তিশা। একটি নাটকের শুটিং শেষ করে অংশ নেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। রাজধানীঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করছিলেন। সেই শুটিংয়ে হাতে গুরুতর চোট পেয়ে আবার বিশ্রামে যেতে হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শে এখনো আছেন বিশ্রামে।

আজ তানজিন তিশার জন্মদিন। তিশা বলেন, ‘আব্বু-আম্মুকে নিয়েই জন্মদিনের পরিকল্পনা করি। কিন্তু এবার আব্বু নেই। গ্রামের বাড়িতে কবরে শুয়ে আছেন। ইচ্ছা ছিল গ্রামে যাওয়ার, অসুস্থতার কারণে যেতে পারছি না। এবার তাই কোনোই প্ল্যান নেই জন্মদিন নিয়ে।’

সব সহশিল্পীরই কাজ দেখেন তিশা। নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। এবার তিনি সিনেমায় অভিনয়ের কথা ভাবছেন। তিশা মনে করেন, অভিনয়জীবনে অন্তত একটি সিনেমায় হলেও অভিনয় করা উচিত। সেই ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন সিনেমায় অভিনয় করার। সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন। সব চূড়ান্ত হলেই বিস্তারিত জানাবেন তাঁর অভিনীত প্রথম সিনেমা নিয়ে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত