ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সংস্কারকাজ শেষ হওয়ার আগেই বেঁকে গেছে দরজা। সৃষ্টি হয়েছে ফাঁকফোকর। প্লাটফর্ম ঢালাইয়ের কাজও নিম্নমানের। অভিযোগ আছে, কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার যেমন দেখা মেলে না, তেমনি ঠিকাদারও থাকেন অগোচরে। গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনের এমন কাজ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে স্টেশনের কর্মচারীসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এদিকে ছয় মাসের বেশি সময় ধরে অচল ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। যাত্রাবিরতি নেই অধিকাংশ ট্রেনের। যাত্রীদের ভোগান্তি চরমে। জেলা সদরের যাত্রীদের পার্শ্ববর্তী আশুগঞ্জ বা আখাউড়া রেলস্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। এই অবস্থায় মাসে কোটি টাকা লোকসান হচ্ছে সরকারের।
খোঁজ নিয়ে জানা গেছে, প্লাটফর্ম উঁচুকরণ এবং প্ল্যাটফর্ম বিল্ডিংয়ের মেরামত কাজ করছে মাহফুজ ট্রেডার্স ও রেজাউল মোল্লা নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে প্লাটফর্ম উঁচুকরণ কাজের বরাদ্দ এক কোটি টাকা। আর প্লাটফর্ম বিল্ডিংয়ের মেরামত কাজ হচ্ছে ৪৩ লাখ টাকায়।
কিন্তু স্টেশনের কাজের মান নিয়ে ক্ষুব্ধ জেলা শহরের নাগরিকেরাও। রেলস্টেশন সচল করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভে এ নিয়ে তাঁরা অভিযোগ তুলছেন বারবার। স্টেশনের অনেকে জানান, ঢালাইয়ের কাজে রড যথাযথ ব্যবহার করা হয়নি। নিম্নমানের সিমেন্ট দিয়ে কাজ দায়সারাভাবে করা হচ্ছে। বিভিন্ন স্থানে গাঁথুনিতে ইট বসানো হচ্ছে মাটি-ময়লা-আবর্জনার ওপরই।
ইতিমধ্যে রেলস্টেশনের দরজা নিম্নমানের এবং ফাঁকফোকর সৃষ্টি হওয়ায় টিকিটিং ব্যবস্থার দায়িত্বে থাকা সিএনএন নামের প্রতিষ্ঠান তাদের জন্য বরাদ্দ করা কক্ষ বুঝে নেয়নি।
এদিকে তদারক কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ আছে। হাতবদলে নিজেই এই কাজের ঠিকাদারি বাগিয়ে নিয়েছেন। এ ছাড়া বেশ কয়েক দিন সরেজমিন স্টেশনে গিয়ে ঠিকাদার রেজাউল মোল্লা ও জহির কারও দেখাই পাওয়া যায়নি। জহির ঢাকায় আর রেজাউল ভৈরব আছেন বলে জানা গেছে।
মোবাইল ফোনে রেজাউল মোল্লা বলেন, ‘কাজের বিষয়ে জানানো যাবে না। সিক্রেট বিষয়।’
কাজ তদারকের দায়িত্বে থাকা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান বলেন, ‘কাজ নিম্নমানের হচ্ছে, সেটা বুঝলেন কীভাবে?’ বর্তমানে এখান থেকে ভৈরবে বদলি হয়ে গেছেন বলে জানান তিনি।
এদিকে স্টেশনের অচলাবস্থা নিরসন এবং নিম্নমানের কাজের বিরুদ্ধে আন্দোলনে রয়েছে জেলার নাগরিক সংগঠনগুলো। এই দাবিতে পূর্বাঞ্চল রেলপথ অচল করে দেওয়ার আলটিমেটামও রয়েছে তাদের।
মেরামত কাজ শেষ হলে আগামী এক মাসের মধ্যে স্টেশন সচল হতে পারে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. শোয়েব। তিনি বলেন, বিল্ডিং মেরামতের কাজ শেষ হয়েছে।
সিগন্যালের পয়েন্টগুলো সেট করা হয়েছে। তবে সিগন্যালের তার টানা শেষ হয়নি। মেশিনপত্র এলে কাজ সম্পন্ন হবে। এক কোটি টাকায় ব্রডগেজ লাইনের জন্য প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। আর ৬০ লাখ টাকায় বিল্ডিং মেরামতের কাজ হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালান হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ব্যাপক হামলা-ভাঙচুর হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় সবকিছু। এরপর থেকে এ স্টেশনে আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের মর্যাদা ডি শ্রেণিতে নামিয়ে দেওয়া হয়।
আন্দোলনের মুখে ঘটনার সাড়ে ৪ মাস পর ১৫ জুন থেকে পুরোনো আমলের সিগন্যালিং ব্যবস্থায় এখানে ৬ জোড়া ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়। আন্তনগর পারাবত, নোয়াখালী এক্সপ্রেস, তিতাস কমিউটার, কর্ণফুলী এক্সপ্রেস এবং নাছিরাবাদ যাত্রাবিরতি করলেও যাত্রীদের চাহিদার কোনো ট্রেন এখানে থামছে না। প্রতিদিন এ স্টেশন থেকে ৬ হাজারের বেশি যাত্রী চলাচল করলেও এখন হাজার দুয়েক যাত্রী চলাচল করতে পারছেন। তাঁদেরও দুর্ভোগের শেষ নেই।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সংস্কারকাজ শেষ হওয়ার আগেই বেঁকে গেছে দরজা। সৃষ্টি হয়েছে ফাঁকফোকর। প্লাটফর্ম ঢালাইয়ের কাজও নিম্নমানের। অভিযোগ আছে, কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার যেমন দেখা মেলে না, তেমনি ঠিকাদারও থাকেন অগোচরে। গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনের এমন কাজ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে স্টেশনের কর্মচারীসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এদিকে ছয় মাসের বেশি সময় ধরে অচল ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। যাত্রাবিরতি নেই অধিকাংশ ট্রেনের। যাত্রীদের ভোগান্তি চরমে। জেলা সদরের যাত্রীদের পার্শ্ববর্তী আশুগঞ্জ বা আখাউড়া রেলস্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। এই অবস্থায় মাসে কোটি টাকা লোকসান হচ্ছে সরকারের।
খোঁজ নিয়ে জানা গেছে, প্লাটফর্ম উঁচুকরণ এবং প্ল্যাটফর্ম বিল্ডিংয়ের মেরামত কাজ করছে মাহফুজ ট্রেডার্স ও রেজাউল মোল্লা নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে প্লাটফর্ম উঁচুকরণ কাজের বরাদ্দ এক কোটি টাকা। আর প্লাটফর্ম বিল্ডিংয়ের মেরামত কাজ হচ্ছে ৪৩ লাখ টাকায়।
কিন্তু স্টেশনের কাজের মান নিয়ে ক্ষুব্ধ জেলা শহরের নাগরিকেরাও। রেলস্টেশন সচল করার দাবিতে মানববন্ধন-বিক্ষোভে এ নিয়ে তাঁরা অভিযোগ তুলছেন বারবার। স্টেশনের অনেকে জানান, ঢালাইয়ের কাজে রড যথাযথ ব্যবহার করা হয়নি। নিম্নমানের সিমেন্ট দিয়ে কাজ দায়সারাভাবে করা হচ্ছে। বিভিন্ন স্থানে গাঁথুনিতে ইট বসানো হচ্ছে মাটি-ময়লা-আবর্জনার ওপরই।
ইতিমধ্যে রেলস্টেশনের দরজা নিম্নমানের এবং ফাঁকফোকর সৃষ্টি হওয়ায় টিকিটিং ব্যবস্থার দায়িত্বে থাকা সিএনএন নামের প্রতিষ্ঠান তাদের জন্য বরাদ্দ করা কক্ষ বুঝে নেয়নি।
এদিকে তদারক কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ আছে। হাতবদলে নিজেই এই কাজের ঠিকাদারি বাগিয়ে নিয়েছেন। এ ছাড়া বেশ কয়েক দিন সরেজমিন স্টেশনে গিয়ে ঠিকাদার রেজাউল মোল্লা ও জহির কারও দেখাই পাওয়া যায়নি। জহির ঢাকায় আর রেজাউল ভৈরব আছেন বলে জানা গেছে।
মোবাইল ফোনে রেজাউল মোল্লা বলেন, ‘কাজের বিষয়ে জানানো যাবে না। সিক্রেট বিষয়।’
কাজ তদারকের দায়িত্বে থাকা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান বলেন, ‘কাজ নিম্নমানের হচ্ছে, সেটা বুঝলেন কীভাবে?’ বর্তমানে এখান থেকে ভৈরবে বদলি হয়ে গেছেন বলে জানান তিনি।
এদিকে স্টেশনের অচলাবস্থা নিরসন এবং নিম্নমানের কাজের বিরুদ্ধে আন্দোলনে রয়েছে জেলার নাগরিক সংগঠনগুলো। এই দাবিতে পূর্বাঞ্চল রেলপথ অচল করে দেওয়ার আলটিমেটামও রয়েছে তাদের।
মেরামত কাজ শেষ হলে আগামী এক মাসের মধ্যে স্টেশন সচল হতে পারে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. শোয়েব। তিনি বলেন, বিল্ডিং মেরামতের কাজ শেষ হয়েছে।
সিগন্যালের পয়েন্টগুলো সেট করা হয়েছে। তবে সিগন্যালের তার টানা শেষ হয়নি। মেশিনপত্র এলে কাজ সম্পন্ন হবে। এক কোটি টাকায় ব্রডগেজ লাইনের জন্য প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। আর ৬০ লাখ টাকায় বিল্ডিং মেরামতের কাজ হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালান হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ব্যাপক হামলা-ভাঙচুর হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় সবকিছু। এরপর থেকে এ স্টেশনে আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের মর্যাদা ডি শ্রেণিতে নামিয়ে দেওয়া হয়।
আন্দোলনের মুখে ঘটনার সাড়ে ৪ মাস পর ১৫ জুন থেকে পুরোনো আমলের সিগন্যালিং ব্যবস্থায় এখানে ৬ জোড়া ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়। আন্তনগর পারাবত, নোয়াখালী এক্সপ্রেস, তিতাস কমিউটার, কর্ণফুলী এক্সপ্রেস এবং নাছিরাবাদ যাত্রাবিরতি করলেও যাত্রীদের চাহিদার কোনো ট্রেন এখানে থামছে না। প্রতিদিন এ স্টেশন থেকে ৬ হাজারের বেশি যাত্রী চলাচল করলেও এখন হাজার দুয়েক যাত্রী চলাচল করতে পারছেন। তাঁদেরও দুর্ভোগের শেষ নেই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে